ETV Bharat / city

Primary TET Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে আদালতে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - HC directs Chandan Mondal to be appear before court on Friday

শুক্রবার চন্দন মণ্ডলকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (HC directs Chandan Mondal to be appear before court on Friday) ৷ এর আগে বিচারপতি তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা দেননি।

Primary TET Recruitment Scam
চন্দন মণ্ডলকে আদালতে হাজিরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
author img

By

Published : Jul 19, 2022, 5:59 PM IST

Updated : Jul 20, 2022, 8:35 AM IST

কলকাতা, 19 জুলাই: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে রহস্যময় ব্যাক্তিকে ঘিরে জনমানসে উৎসাহের অন্ত নেই, সেই 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে এবার হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী শুক্রবার তাকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (HC directs Chandan Mondal to be appear before court on Friday) ৷ এর আগে বিচারপতি তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা দেননি। কিন্ত শিক্ষক নিয়োগ মামলায় চন্দন মণ্ডলের হয়ে এক আইনজীবী এদিন আদালতে হাজির হন।

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ আগামী শুক্রবার চন্দন মণ্ডলকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা দিতে না-পারায় সিঙ্গল বেঞ্চ আগামিকালের মধ্যে তা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেই সম্পত্তির হিসেব এখনই প্রকাশ্যে আনবে না সিঙ্গল বেঞ্চ ৷

চন্দন মণ্ডলকে এবার হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ, সন্ধেয় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে রায়

অন্যদিকে, 2014 প্রশ্নপত্রে ভুল ছিল কি না, তা বিচার করার জন্য পর্ষদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির দুই সদস্য পঞ্চানন রায় এবং দেবজ্যোতি ঘোষকে আগামী শুক্রবার আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে আরও এক সদস্য সিস্টার এমিলিয়ার বয়স যেহেতু 85 বছর, তাই তিনি উপস্থিত না-হতে পারলেও তাঁকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

কলকাতা, 19 জুলাই: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে রহস্যময় ব্যাক্তিকে ঘিরে জনমানসে উৎসাহের অন্ত নেই, সেই 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে এবার হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী শুক্রবার তাকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (HC directs Chandan Mondal to be appear before court on Friday) ৷ এর আগে বিচারপতি তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা দেননি। কিন্ত শিক্ষক নিয়োগ মামলায় চন্দন মণ্ডলের হয়ে এক আইনজীবী এদিন আদালতে হাজির হন।

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ আগামী শুক্রবার চন্দন মণ্ডলকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা দিতে না-পারায় সিঙ্গল বেঞ্চ আগামিকালের মধ্যে তা হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেই সম্পত্তির হিসেব এখনই প্রকাশ্যে আনবে না সিঙ্গল বেঞ্চ ৷

চন্দন মণ্ডলকে এবার হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ, সন্ধেয় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে রায়

অন্যদিকে, 2014 প্রশ্নপত্রে ভুল ছিল কি না, তা বিচার করার জন্য পর্ষদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির দুই সদস্য পঞ্চানন রায় এবং দেবজ্যোতি ঘোষকে আগামী শুক্রবার আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে আরও এক সদস্য সিস্টার এমিলিয়ার বয়স যেহেতু 85 বছর, তাই তিনি উপস্থিত না-হতে পারলেও তাঁকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

Last Updated : Jul 20, 2022, 8:35 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.