ETV Bharat / city

পৌরনিগম অভিযান হকার সংগঠনের, মিছিল আটকাল পুলিশ - Hawkers agitation at KMC

আদালতের নির্দেশ মেনে অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় হকার আইন চালু, সব হকার্সদের ব্যবসায়িক লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়াসহ নয় দফা দাবিতে পৌরনিগম অভিযান করল কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ৷

পৌরনিগমের সামনে হকার্সদের বিক্ষোভ
author img

By

Published : Aug 8, 2019, 8:42 PM IST

কলকাতা, 8 অগাস্ট : CITU-র ডাকে নয় দফা দাবিতে পৌরনিগম অভিযান করল কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ৷ আজ বেলা আড়াইটে নাগাদ লেনিন মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল করে পৌরনিগমের সামনে আসে কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ৷

পৌরনিগম চত্বরে ব্যারিকেড দিয়ে হকার্সদের মিছিল আটকে দেয় পুলিশ ৷ পুলিশি বাধা পেয়ে পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখায় হকার্স সংগঠন ৷ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় হকার আইন চালু করার জন্য টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে, সমস্ত স্বীকৃত হকার্স ইউনিয়নের সঙ্গে আলোচনা করে একটি নিয়মবিধি তৈরি করতে হবে ৷ কেন্দ্রীয় হকার আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না ৷ পাশাপাশি সব হকার্সদের ব্যবসায়িক লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়াসহ আরও অন্যান্য দাবি তোলে কলকাতা হকার্স ইউনিয়ন ৷

আরও পড়ুন : পৌরনিগমে বিক্ষোভ DYFI-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বিক্ষোভ সমাবেশ থেকে ইউনিয়নের পক্ষে দাবি তোলা হয়, ছাউনি খোলার নামে রাজ্যের হকারদের হেনস্থা করা হচ্ছে ৷ সংগঠনের তরফে জানানো হয়, বিভিন্ন সরকারি আধিকারিক, পৌরকর্তৃপক্ষ হকারদের উপর জুলুম ও তোলাবাজি করে ৷ অবিলম্বে এই জুলুম বন্ধ করার দাবি তোলে হকার্স ইউনিয়ন ৷ পরে ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতা পৌরনিগমের মেয়রের কাছে ডেপুটেশন জমা করে ৷

কলকাতা, 8 অগাস্ট : CITU-র ডাকে নয় দফা দাবিতে পৌরনিগম অভিযান করল কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ৷ আজ বেলা আড়াইটে নাগাদ লেনিন মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল করে পৌরনিগমের সামনে আসে কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ৷

পৌরনিগম চত্বরে ব্যারিকেড দিয়ে হকার্সদের মিছিল আটকে দেয় পুলিশ ৷ পুলিশি বাধা পেয়ে পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখায় হকার্স সংগঠন ৷ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় হকার আইন চালু করার জন্য টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে, সমস্ত স্বীকৃত হকার্স ইউনিয়নের সঙ্গে আলোচনা করে একটি নিয়মবিধি তৈরি করতে হবে ৷ কেন্দ্রীয় হকার আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না ৷ পাশাপাশি সব হকার্সদের ব্যবসায়িক লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়াসহ আরও অন্যান্য দাবি তোলে কলকাতা হকার্স ইউনিয়ন ৷

আরও পড়ুন : পৌরনিগমে বিক্ষোভ DYFI-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বিক্ষোভ সমাবেশ থেকে ইউনিয়নের পক্ষে দাবি তোলা হয়, ছাউনি খোলার নামে রাজ্যের হকারদের হেনস্থা করা হচ্ছে ৷ সংগঠনের তরফে জানানো হয়, বিভিন্ন সরকারি আধিকারিক, পৌরকর্তৃপক্ষ হকারদের উপর জুলুম ও তোলাবাজি করে ৷ অবিলম্বে এই জুলুম বন্ধ করার দাবি তোলে হকার্স ইউনিয়ন ৷ পরে ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতা পৌরনিগমের মেয়রের কাছে ডেপুটেশন জমা করে ৷

Intro:Body:৮ অগাষ্ট, কলকাতা: ৯ দফা দাবিতে কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন সি আই টি ইউ ডাকে আজ কর্পোরেশন অভিযান করল। লেনিন মূর্তি থেকে মিছিল করে তারা কর্পোরেশনের উদ্দেশ্যে রওনা হয় বেলা আড়াইটে নাগাদ।
কলকাতা কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলার পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় হকার আইন চালু করতে, রাজ্য সরকারকে সব রেজিস্টার্ড হকার ইউনিয়নের সাথে আলোচনা করে একটি নিয়ম বিধি তৈরি করার দাবি জানিয়েছেন তারা।
আদালতের নির্দেশ মেনে রাজ্যে কেন্দ্রীয় হকার আইন অবিলম্বে চালু করতে টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে এবং সমস্ত রেজিস্টার্ড ইউনিয়নকে ভেন্ডিং কমিটিতে যুক্ত করতে হবে, বলে দাবি জানিয়েছেন কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন।
কেন্দ্রীয় হকার আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। সমস্ত হকারদের লাইসেন্স ও পরিচয় পত্র দিতে হবে। আইনানুগভাবে ভেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের সার্ভের কাজ শুরু করতে হবে। বেআইনিভাবে হকারদের ছবি তোলা বা ওই ধরনের কাজ বন্ধ করতে হবে বলেও দাবি জানিয়েছেন তাঁরা।
কর্পোরেশন অভিযানের সময় হকার ইউনিয়নের সদস্যরা দাবি তোলেন, ছাউনি খোলানোর নামে হকারদের হেনস্থা করা চলবে না। বিভিন্ন সরকারি ও পৌরকর্তৃপক্ষ, পুলিশ এবং সমাজবিরোধী দ্বারা হকারদের উপর জুলুম, তোলাবাজি বন্ধ করতে হবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.