কলকাতা, 8 অগাস্ট : CITU-র ডাকে নয় দফা দাবিতে পৌরনিগম অভিযান করল কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ৷ আজ বেলা আড়াইটে নাগাদ লেনিন মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল করে পৌরনিগমের সামনে আসে কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন ৷
পৌরনিগম চত্বরে ব্যারিকেড দিয়ে হকার্সদের মিছিল আটকে দেয় পুলিশ ৷ পুলিশি বাধা পেয়ে পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখায় হকার্স সংগঠন ৷ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় হকার আইন চালু করার জন্য টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে, সমস্ত স্বীকৃত হকার্স ইউনিয়নের সঙ্গে আলোচনা করে একটি নিয়মবিধি তৈরি করতে হবে ৷ কেন্দ্রীয় হকার আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না ৷ পাশাপাশি সব হকার্সদের ব্যবসায়িক লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়াসহ আরও অন্যান্য দাবি তোলে কলকাতা হকার্স ইউনিয়ন ৷
আরও পড়ুন : পৌরনিগমে বিক্ষোভ DYFI-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বিক্ষোভ সমাবেশ থেকে ইউনিয়নের পক্ষে দাবি তোলা হয়, ছাউনি খোলার নামে রাজ্যের হকারদের হেনস্থা করা হচ্ছে ৷ সংগঠনের তরফে জানানো হয়, বিভিন্ন সরকারি আধিকারিক, পৌরকর্তৃপক্ষ হকারদের উপর জুলুম ও তোলাবাজি করে ৷ অবিলম্বে এই জুলুম বন্ধ করার দাবি তোলে হকার্স ইউনিয়ন ৷ পরে ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতা পৌরনিগমের মেয়রের কাছে ডেপুটেশন জমা করে ৷