ETV Bharat / city

আজ থেকে ট্যাক্সিতে উঠলেই 50 টাকা ! - শনিবার থেকে হলুদ ট্যাক্সিতে উঠলেই 50 টাকা

বারবার আবেদন জানালেও সরকার ভাড়া বাড়ায়নি ৷ এই অবস্থায় নিজেরাই ভাড়া বাড়াল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷

minimum yellow taxi fare is rupees 50
হলুদ ট্যাক্সি
author img

By

Published : Aug 1, 2020, 4:30 AM IST

কলকাতা, 1 আগস্ট: আজ থেকে বাড়ছে ট্যাক্সির ভাড়া । এবার ট্যাক্সিতে উঠলেই দিতে হবে 50 টাকা । গতকাল একথা জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ।

লকডাউনের সময় পুরোনো ভাড়াতেই ট্যাক্সি পরিষেবা মিলছিল ৷ কিন্তু লাগাতার ডিজ়েলের দাম বেড়েছে । তার পাশাপাশি কোরোনা সংক্রমণের জেরে যাত্রী হচ্ছে না । তাই ট্যাক্সি সংগঠনগুলির তরফে ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল । কিন্তু, তাতে কোনও লাভ না হওয়ায় এবার নিজেরাই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন । সংগঠনের তরফে বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে ।

শনিবার থেকে ভাড়া বাড়াল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷

সংগঠনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, "আমরা পরিবহন মন্ত্রীকে বিষয়টা জানিয়েছি ৷ তাঁরা সম্মতি দেননি আবার আপত্তিও করেননি । তাই যাত্রীদের কাছে আমাদের আবেদন, তাঁরা যেন বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের আর্জিতে সাড়া দেন । যদি কেউ 50 টাকা দিতে নাও রাজি হন তাহলেও আমরা আপত্তি করব না । আমাদের আর কোনও পথ নেই বলেই আগামীকাল থেকে এই ভাড়া নেওয়া হবে ।"

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাক্সির ন্যূনতম ভাড়া 50 টাকা করার দাবি আগেই জানিয়েছিল সংগঠনগুলি । পরিবহন দপ্তরের তরফে সংগঠনের কাছে সময় চাওয়া হয়েছিল । যদিও শেষ পর্যন্ত সরকার ভাড়া নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেয়নি ৷

বিমলবাবু আরও বলেন, "পুরোনো ভাড়ায় আর গাড়ি চালানো যাচ্ছে না বলেই ভাড়া বৃদ্ধির বিষয় একমত হয়েছি । তাই সরকারের নির্দেশিকা ছাড়াই 1 অগাস্ট থেকে ভাড়া বাড়াতে বাধ্য হল ট্যাক্সি সংগঠনগুলি । এখন যে বিভিন্ন ট্যাক্সি চালক নিজেদের ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন এরপর সেটা তাঁরা আর নিতে পারবেন না । যাত্রীদেরও হয়রানির মুখে পড়তে হবে না ।"

যদিও প্রশাসনের অনুমতি ছাড়াই ভাড়া বাড়ানো বেআইনি বলে জানিয়েছে AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি ।

ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির কনভেনার নাবাল কিশোর শ্রীবাস্তব বলেন, "সরকারের অনুমতি ছাড়াই নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্তের আমরা বিরোধিতা করছি ।"

এর আগে 2018 সালের জুলাইয়ে ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হয়েছিল 5 টাকা । বর্তমানে ট্যাক্সির ন্যূনতম ভাড়া 30 টাকা ।

কলকাতা, 1 আগস্ট: আজ থেকে বাড়ছে ট্যাক্সির ভাড়া । এবার ট্যাক্সিতে উঠলেই দিতে হবে 50 টাকা । গতকাল একথা জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ।

লকডাউনের সময় পুরোনো ভাড়াতেই ট্যাক্সি পরিষেবা মিলছিল ৷ কিন্তু লাগাতার ডিজ়েলের দাম বেড়েছে । তার পাশাপাশি কোরোনা সংক্রমণের জেরে যাত্রী হচ্ছে না । তাই ট্যাক্সি সংগঠনগুলির তরফে ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল । কিন্তু, তাতে কোনও লাভ না হওয়ায় এবার নিজেরাই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন । সংগঠনের তরফে বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে ।

শনিবার থেকে ভাড়া বাড়াল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷

সংগঠনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, "আমরা পরিবহন মন্ত্রীকে বিষয়টা জানিয়েছি ৷ তাঁরা সম্মতি দেননি আবার আপত্তিও করেননি । তাই যাত্রীদের কাছে আমাদের আবেদন, তাঁরা যেন বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের আর্জিতে সাড়া দেন । যদি কেউ 50 টাকা দিতে নাও রাজি হন তাহলেও আমরা আপত্তি করব না । আমাদের আর কোনও পথ নেই বলেই আগামীকাল থেকে এই ভাড়া নেওয়া হবে ।"

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাক্সির ন্যূনতম ভাড়া 50 টাকা করার দাবি আগেই জানিয়েছিল সংগঠনগুলি । পরিবহন দপ্তরের তরফে সংগঠনের কাছে সময় চাওয়া হয়েছিল । যদিও শেষ পর্যন্ত সরকার ভাড়া নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেয়নি ৷

বিমলবাবু আরও বলেন, "পুরোনো ভাড়ায় আর গাড়ি চালানো যাচ্ছে না বলেই ভাড়া বৃদ্ধির বিষয় একমত হয়েছি । তাই সরকারের নির্দেশিকা ছাড়াই 1 অগাস্ট থেকে ভাড়া বাড়াতে বাধ্য হল ট্যাক্সি সংগঠনগুলি । এখন যে বিভিন্ন ট্যাক্সি চালক নিজেদের ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন এরপর সেটা তাঁরা আর নিতে পারবেন না । যাত্রীদেরও হয়রানির মুখে পড়তে হবে না ।"

যদিও প্রশাসনের অনুমতি ছাড়াই ভাড়া বাড়ানো বেআইনি বলে জানিয়েছে AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি ।

ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির কনভেনার নাবাল কিশোর শ্রীবাস্তব বলেন, "সরকারের অনুমতি ছাড়াই নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্তের আমরা বিরোধিতা করছি ।"

এর আগে 2018 সালের জুলাইয়ে ট্যাক্সির ভাড়া বৃদ্ধি হয়েছিল 5 টাকা । বর্তমানে ট্যাক্সির ন্যূনতম ভাড়া 30 টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.