ETV Bharat / city

Kasba Body Recovered: কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, ক্রিকেট খেলতে বাধা দেওয়ায় আত্মহত্যা !

বিকেলে ক্রিকেট খেলা নিয়ে মায়ের সঙ্গে বচসা যুবকের ৷ আর রাতে ঘরের মধ্যে থেকে উদ্ধার হল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ওই যুবকের ঝুলন্ত দেহ (Hanging Body of Engineering Student Recovered in Kasba) ৷ শনিবার রাতে কসবা থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Hanging Body of Engineering Student Recovered in Kasba
Hanging Body of Engineering Student Recovered in Kasba
author img

By

Published : Jun 19, 2022, 1:20 PM IST

কলকাতা, 19 জুন: কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ শনিবার রাতে সোহম বসু নামে 21 বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (Hanging Body of Engineering Student Recovered in Kasba) ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে সোহমকে তাঁর মা বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতে দেননি ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই কারণে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া আত্মহত্যা করে থাকতে পারেন ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ৷

কসবা থানা এলাকার বাসিন্দা সোহম বসু নিউ গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে সোহমে পাড়ার দুই বন্ধু তাঁকে ক্রিকেট খেলার জন্য ডাকতে আসে ৷ কিন্তু, সোহমের মা তাঁকে বকাবকি করেন এবং পড়াশোনায় মন দিতে বলেন ৷ এই ঘটনার পর সোহমের বন্ধুরা সেখান থেকে চলে যান ৷ এর পর সন্ধ্যায় সোহমের মা-বাবা কোনও কাজে বাইরে বের হন ৷ সেই সময় সোহম বাড়িতে একা ছিলেন ৷ রাতে সোহমের বাবা-মা বাড়ি ফিরে ডাকাডাকি করলেও, তাঁর কোনও সাড়া পাননি ৷

আরও পড়ুন: Student Died By Suicide : আন্দোলন করেও মেলেনি পাশ মার্কস, আত্মঘাতী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থী

এর পর প্রতিবেশীদের ডাকেন তাঁরা ৷ সবাই মিলে দরজা ভেঙে ভিতরে গিয়ে সোহমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ পুলিশ জানিয়েছে, একটি কাপড়কে ফাঁসের দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে ৷ সোহমকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ হাসপাতালের তরফেই পুলিশে খবর দেওয়া হয় ৷ কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত মৃত্যু সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে৷ পুলিশ সোহমের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ৷

কলকাতা, 19 জুন: কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ শনিবার রাতে সোহম বসু নামে 21 বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (Hanging Body of Engineering Student Recovered in Kasba) ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে সোহমকে তাঁর মা বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতে দেননি ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই কারণে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া আত্মহত্যা করে থাকতে পারেন ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ৷

কসবা থানা এলাকার বাসিন্দা সোহম বসু নিউ গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে সোহমে পাড়ার দুই বন্ধু তাঁকে ক্রিকেট খেলার জন্য ডাকতে আসে ৷ কিন্তু, সোহমের মা তাঁকে বকাবকি করেন এবং পড়াশোনায় মন দিতে বলেন ৷ এই ঘটনার পর সোহমের বন্ধুরা সেখান থেকে চলে যান ৷ এর পর সন্ধ্যায় সোহমের মা-বাবা কোনও কাজে বাইরে বের হন ৷ সেই সময় সোহম বাড়িতে একা ছিলেন ৷ রাতে সোহমের বাবা-মা বাড়ি ফিরে ডাকাডাকি করলেও, তাঁর কোনও সাড়া পাননি ৷

আরও পড়ুন: Student Died By Suicide : আন্দোলন করেও মেলেনি পাশ মার্কস, আত্মঘাতী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থী

এর পর প্রতিবেশীদের ডাকেন তাঁরা ৷ সবাই মিলে দরজা ভেঙে ভিতরে গিয়ে সোহমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ পুলিশ জানিয়েছে, একটি কাপড়কে ফাঁসের দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে ৷ সোহমকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ হাসপাতালের তরফেই পুলিশে খবর দেওয়া হয় ৷ কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত মৃত্যু সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে৷ পুলিশ সোহমের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.