ETV Bharat / city

Kolkata Waterlogging : মৌলালি থেকে পামার বাজার পাম্পিং স্টেশন পর্যন্ত বসবে অত্যাধুনিক জিআরপি পাইপ, জানালেন ফিরহাদ - কলকাতায় জল জমার সমস্যা বহুদিনের

কলকাতায় জল জমার সমস্যা বহুদিনের ৷ দ্বিতীয়বার কলকাতার মহানাগরিক পদে শপথ নিয়েই তা মেটাতে তৎপর হয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim keen to solve Kolkata Waterlogging Problem) ৷

Kolkata Waterlogging
মৌলালি থেকে পামার বাজার পাম্পিং স্টেশন পর্যন্ত বসবে অত্যাধুনিক জিআরপি পাইপ
author img

By

Published : Jan 21, 2022, 11:05 PM IST

মাঝেরহাট, 21 জানুয়ারি : খিদিরপুরে জমা জলের সমস্যা সমাধানের লক্ষ্যে ইটের খোলা নিকাশি নালার পরিবর্তে বসছে অত্যাধুনিক জিআরপি পাইপ লাইন (GRP pipes will install from Moulali to Palmer bazar pumping station) । এদিন সেই কাজ পরিদর্শন করতেই মাঝেরহাটে উপস্থিত হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । বর্তমানে মোমিনপুর পাম্পিং স্টেশন থেকে চেতলা বোট ক্যানেল পর্যন্ত এই পাইপ লাইন পাতার কাজ চলছে । 140 মিটার এই নিকাশি নালা করতে খরচ হচ্ছে প্রায় 54 কোটি টাকা । কাজ চলছে বিগত দু'বছর ধরে ।

কলকাতায় জমা জলের পকেট হিসেবে চিহ্নিত শহরের যে সমস্ত জায়গা, তারমধ্যে অন্যতম খিদিরপুর, মোমিনপুর, বডিগার্ড লাইন । অল্প বৃষ্টিতেই এলাকা জলের তলায় চলে যায় । জল না নামার কারণ হিসেবে নিকাশি বিভাগ ব্রিটিশ আমলের খোলা ইটের নিকাশি নালার সমস্যাকেই দায়ী করছে । এবার এই বিস্তীর্ণ এলাকার জমা জলের সমস্যা মেটাতে এই নিকাশি নালার আমূল সংস্কারের করছে কলকাতা কর্পোরেশন । স্থানীয় বিধায়ক ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেই কাজ কেমন চলছে এদিন পরিদর্শন করে দেখেন (Firhad Hakim keen to solve Kolkata Waterlogging Problem) । সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার ও প্রকল্পের আধিকারিকরা ।

আরও পড়ুন : নবাগত কাউন্সিলারদের করতে হবে ক্লাস, জানালেন ফিরহাদ

এই কাজ দেখার পর তিনি বলেন, ঠনঠনিয়া এবং আমহার্স্ট স্ট্রিট এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের । সেখানে ক্যাপসুল পাম্পিং স্টেশন করেও সমস্যা সমাধান করা যায়নি । ব্রিটিশ আমলের ইটের নিকাশি নালার থাকায় উত্তর কলকাতার জল ঠিকমতো প্রবাহিত হতে পারে না ৷ তাই মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত ভূগর্ভস্থ ইটের নিকাশি নালা সম্পূর্ণ বদলে অত্যাধুনিক জিআরপি পাইপলাইন বসানো হবে । দরকারে মানুষ প্রবেশ করতে পারবে লাইনের ভিতরে । ফলে পলি তোলা ও আস্তরণ পরিষ্কার করে জলের প্রবাহ বাড়াতে অনেক সুবিধা হবে ।

মাঝেরহাট, 21 জানুয়ারি : খিদিরপুরে জমা জলের সমস্যা সমাধানের লক্ষ্যে ইটের খোলা নিকাশি নালার পরিবর্তে বসছে অত্যাধুনিক জিআরপি পাইপ লাইন (GRP pipes will install from Moulali to Palmer bazar pumping station) । এদিন সেই কাজ পরিদর্শন করতেই মাঝেরহাটে উপস্থিত হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । বর্তমানে মোমিনপুর পাম্পিং স্টেশন থেকে চেতলা বোট ক্যানেল পর্যন্ত এই পাইপ লাইন পাতার কাজ চলছে । 140 মিটার এই নিকাশি নালা করতে খরচ হচ্ছে প্রায় 54 কোটি টাকা । কাজ চলছে বিগত দু'বছর ধরে ।

কলকাতায় জমা জলের পকেট হিসেবে চিহ্নিত শহরের যে সমস্ত জায়গা, তারমধ্যে অন্যতম খিদিরপুর, মোমিনপুর, বডিগার্ড লাইন । অল্প বৃষ্টিতেই এলাকা জলের তলায় চলে যায় । জল না নামার কারণ হিসেবে নিকাশি বিভাগ ব্রিটিশ আমলের খোলা ইটের নিকাশি নালার সমস্যাকেই দায়ী করছে । এবার এই বিস্তীর্ণ এলাকার জমা জলের সমস্যা মেটাতে এই নিকাশি নালার আমূল সংস্কারের করছে কলকাতা কর্পোরেশন । স্থানীয় বিধায়ক ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেই কাজ কেমন চলছে এদিন পরিদর্শন করে দেখেন (Firhad Hakim keen to solve Kolkata Waterlogging Problem) । সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার ও প্রকল্পের আধিকারিকরা ।

আরও পড়ুন : নবাগত কাউন্সিলারদের করতে হবে ক্লাস, জানালেন ফিরহাদ

এই কাজ দেখার পর তিনি বলেন, ঠনঠনিয়া এবং আমহার্স্ট স্ট্রিট এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের । সেখানে ক্যাপসুল পাম্পিং স্টেশন করেও সমস্যা সমাধান করা যায়নি । ব্রিটিশ আমলের ইটের নিকাশি নালার থাকায় উত্তর কলকাতার জল ঠিকমতো প্রবাহিত হতে পারে না ৷ তাই মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত ভূগর্ভস্থ ইটের নিকাশি নালা সম্পূর্ণ বদলে অত্যাধুনিক জিআরপি পাইপলাইন বসানো হবে । দরকারে মানুষ প্রবেশ করতে পারবে লাইনের ভিতরে । ফলে পলি তোলা ও আস্তরণ পরিষ্কার করে জলের প্রবাহ বাড়াতে অনেক সুবিধা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.