কলকাতা, 23 অক্টোবর : কালীপুজোর সময় একজনের আনন্দ যেন অপর জনের অসুবিধার কারণ না হয় । এমনই বার্তা দিল সবুজ মঞ্চ ৷ আজ একটি সাংবাদিক বৈঠকে শব্দ তাণ্ডবের যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের কাছে দাবি জানাল তারা ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবছর সময় সীমা না মেনে তারস্বরে মাইক বাজানো চলে । পাশাপশি DJ মিউজিক ও লাউড স্পিকার ও চালানো হয় । হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা 'হর্নমুক্ত এলাকা' হওয়া সত্ত্বেও সেসব তোয়াক্কা করে না অনেকেই ৷ তাই এবার শব্দ, শব্দ বাজি ও লাউড স্পিকারের তাণ্ডব রুখতে সবুজ মঞ্চ ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে কাজ করবে । শুধু শব্দবাজিই নয়, ক্ষতিকারক শব্দহীন বাজি যেগুলি বায়ুদূষণের অন্যতম কারণ, সেগুলি বন্ধ করারও আবেদন জানানো হয়েছে মঞ্চের তরফে ৷
সবুজ সংঘের আহ্বায়ক নব দত্ত বলেন, "শব্দ তাণ্ডব নিয়ে নিষেধাজ্ঞাগুলি কার্যকর করতে সর্বস্তরের পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে । রাজ্যের সর্বত্র বেআইনি বাজি তৈরির কারখানা ও প্রবেশপথগুলিকে বন্ধ করতে হবে । এই ধরনের বাজি তৈরি, পরিবহন ও ব্যবহারকারীদের জরিমানার ব্যবস্থা করতে হবে । নির্দিষ্ট অভিযোগ দায়ের করে প্রয়োজনে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে । কালীপুজোর সময় পর্ষদের অভিযোগ গ্রহণ কেন্দ্র সারা দিনরাত খোলা রাখতে হবে ৷ অভিযোগকারীদের সঙ্গে সংবেদনশীল আচরণ করতে হবে ৷ অভিযোগগুলি সম্পর্কের দ্রুত ব্যবস্থা নিতে হবে । পাশাপাশি কী ব্যবস্থা নেওয়া হল, অভিযোগকারীকে তা জানাতে হবে ।"
কালীপুজোর দিন সবুজ মঞ্চের কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা থাকবে ৷ 27 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে 28 অক্টোবর সকাল 6টা পর্যন্ত খোলা থাকবে এটি ৷ কোনও ব্যক্তি অভিযোগ জানালে তা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হবে৷ বলা হয়েছে, অভিযোগকারীর নাম জানানো বাধ্যতামূলক নয় ৷ অভিযোগ পেলেই তা সংশ্লিষ্ট থানাকে সরাসরি জানানো হবে ৷ পুলিশের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হল, তা খতিয়ে দেখা হবে ৷ সবুজ সংঘের পক্ষ থেকে বিশেষজ্ঞ এবং আইনজীবী সহ একাধিক পর্যবেক্ষক দল কালীপুজোর রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ৷
সবুজ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে সমস্ত বাজি শব্দে ক্ষতি করে না, তাদের বেআইনি ঘোষণা করা হয়নি ৷ কিন্তু সেগুলি দূষণের অন্যতম কারণ ৷ সেগুলিও বন্ধ করার আবেদন জানান তারা । কলকাতা ও হাওড়া সহ জনবসতিপূর্ণ শহরগুলিতে এই দূষণ কালীপুজোর রাতে মারাত্মক আকার নেয় ৷ একাধিক সমীক্ষায় দেখা গেছে বাতাসে পিএম 2.5 ও পিএম 10 সহ সালফার, নাইট্রোজেন, সিসা ও অন্যান্য ধাতুগুলির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় । এই বিষয় সবুজ মঞ্চের তরফে বলা হয়েছে, "প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ৷ শব্দবাজি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে এই ধরনের শব্দহীন ক্ষতিকারক বাজি বন্ধের ক্ষেত্রেও পদক্ষেপ করা উচিত ।"
কন্ট্রোলরুম গুলির নম্বর
কলকাতা-9831318265/9432209770
হাওড়া শহর - 8420494980
হাওড়া জেলা - 9064570985
হুগলি - 9883325009/8001558644
নদীয়া - 9593584149/9732680262
দক্ষিণ দিনাজপুর - 7363033937
কাঁথি-6297527210