ETV Bharat / city

রাজ্যে বায়ুদূষণ ও শব্দতাণ্ডব রুখতে 'সবুজ মঞ্চ'

কালীপূজার সময় দূষণ নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চ যৌথভাবে বেশ কয়েকটি পদক্ষেপ করতে চলেছে ।

শব্দ তান্ডব ও বায়ু দূষণ রুখতে সবুজ মঞ্চ
author img

By

Published : Oct 23, 2019, 4:32 AM IST

কলকাতা, 23 অক্টোবর : কালীপুজোর সময় একজনের আনন্দ যেন অপর জনের অসুবিধার কারণ না হয় । এমনই বার্তা দিল সবুজ মঞ্চ ৷ আজ একটি সাংবাদিক বৈঠকে শব্দ তাণ্ডবের যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের কাছে দাবি জানাল তারা ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবছর সময় সীমা না মেনে তারস্বরে মাইক বাজানো চলে । পাশাপশি DJ মিউজিক ও লাউড স্পিকার ও চালানো হয় । হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা 'হর্নমুক্ত এলাকা' হওয়া সত্ত্বেও সেসব তোয়াক্কা করে না অনেকেই ৷ তাই এবার শব্দ, শব্দ বাজি ও লাউড স্পিকারের তাণ্ডব রুখতে সবুজ মঞ্চ ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে কাজ করবে । শুধু শব্দবাজিই নয়, ক্ষতিকারক শব্দহীন বাজি যেগুলি বায়ুদূষণের অন্যতম কারণ, সেগুলি বন্ধ করারও আবেদন জানানো হয়েছে মঞ্চের তরফে ৷

সবুজ সংঘের আহ্বায়ক নব দত্ত বলেন, "শব্দ তাণ্ডব নিয়ে নিষেধাজ্ঞাগুলি কার্যকর করতে সর্বস্তরের পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে । রাজ্যের সর্বত্র বেআইনি বাজি তৈরির কারখানা ও প্রবেশপথগুলিকে বন্ধ করতে হবে । এই ধরনের বাজি তৈরি, পরিবহন ও ব্যবহারকারীদের জরিমানার ব্যবস্থা করতে হবে । নির্দিষ্ট অভিযোগ দায়ের করে প্রয়োজনে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে । কালীপুজোর সময় পর্ষদের অভিযোগ গ্রহণ কেন্দ্র সারা দিনরাত খোলা রাখতে হবে ৷ অভিযোগকারীদের সঙ্গে সংবেদনশীল আচরণ করতে হবে ৷ অভিযোগগুলি সম্পর্কের দ্রুত ব্যবস্থা নিতে হবে । পাশাপাশি কী ব্যবস্থা নেওয়া হল, অভিযোগকারীকে তা জানাতে হবে ।"

কালীপুজোর দিন সবুজ মঞ্চের কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা থাকবে ৷ 27 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে 28 অক্টোবর সকাল 6টা পর্যন্ত খোলা থাকবে এটি ৷ কোনও ব্যক্তি অভিযোগ জানালে তা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হবে৷ বলা হয়েছে, অভিযোগকারীর নাম জানানো বাধ্যতামূলক নয় ৷ অভিযোগ পেলেই তা সংশ্লিষ্ট থানাকে সরাসরি জানানো হবে ৷ পুলিশের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হল, তা খতিয়ে দেখা হবে ৷ সবুজ সংঘের পক্ষ থেকে বিশেষজ্ঞ এবং আইনজীবী সহ একাধিক পর্যবেক্ষক দল কালীপুজোর রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ৷

সবুজ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে সমস্ত বাজি শব্দে ক্ষতি করে না, তাদের বেআইনি ঘোষণা করা হয়নি ৷ কিন্তু সেগুলি দূষণের অন্যতম কারণ ৷ সেগুলিও বন্ধ করার আবেদন জানান তারা । কলকাতা ও হাওড়া সহ জনবসতিপূর্ণ শহরগুলিতে এই দূষণ কালীপুজোর রাতে মারাত্মক আকার নেয় ৷ একাধিক সমীক্ষায় দেখা গেছে বাতাসে পিএম 2.5 ও পিএম 10 সহ সালফার, নাইট্রোজেন, সিসা ও অন্যান্য ধাতুগুলির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় । এই বিষয় সবুজ মঞ্চের তরফে বলা হয়েছে, "প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ৷ শব্দবাজি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে এই ধরনের শব্দহীন ক্ষতিকারক বাজি বন্ধের ক্ষেত্রেও পদক্ষেপ করা উচিত ।"


কন্ট্রোলরুম গুলির নম্বর

কলকাতা-9831318265/9432209770
হাওড়া শহর - 8420494980
হাওড়া জেলা - 9064570985
হুগলি - 9883325009/8001558644
নদীয়া - 9593584149/9732680262
দক্ষিণ দিনাজপুর - 7363033937
কাঁথি-6297527210

কলকাতা, 23 অক্টোবর : কালীপুজোর সময় একজনের আনন্দ যেন অপর জনের অসুবিধার কারণ না হয় । এমনই বার্তা দিল সবুজ মঞ্চ ৷ আজ একটি সাংবাদিক বৈঠকে শব্দ তাণ্ডবের যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের কাছে দাবি জানাল তারা ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবছর সময় সীমা না মেনে তারস্বরে মাইক বাজানো চলে । পাশাপশি DJ মিউজিক ও লাউড স্পিকার ও চালানো হয় । হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা 'হর্নমুক্ত এলাকা' হওয়া সত্ত্বেও সেসব তোয়াক্কা করে না অনেকেই ৷ তাই এবার শব্দ, শব্দ বাজি ও লাউড স্পিকারের তাণ্ডব রুখতে সবুজ মঞ্চ ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে কাজ করবে । শুধু শব্দবাজিই নয়, ক্ষতিকারক শব্দহীন বাজি যেগুলি বায়ুদূষণের অন্যতম কারণ, সেগুলি বন্ধ করারও আবেদন জানানো হয়েছে মঞ্চের তরফে ৷

সবুজ সংঘের আহ্বায়ক নব দত্ত বলেন, "শব্দ তাণ্ডব নিয়ে নিষেধাজ্ঞাগুলি কার্যকর করতে সর্বস্তরের পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে । রাজ্যের সর্বত্র বেআইনি বাজি তৈরির কারখানা ও প্রবেশপথগুলিকে বন্ধ করতে হবে । এই ধরনের বাজি তৈরি, পরিবহন ও ব্যবহারকারীদের জরিমানার ব্যবস্থা করতে হবে । নির্দিষ্ট অভিযোগ দায়ের করে প্রয়োজনে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে । কালীপুজোর সময় পর্ষদের অভিযোগ গ্রহণ কেন্দ্র সারা দিনরাত খোলা রাখতে হবে ৷ অভিযোগকারীদের সঙ্গে সংবেদনশীল আচরণ করতে হবে ৷ অভিযোগগুলি সম্পর্কের দ্রুত ব্যবস্থা নিতে হবে । পাশাপাশি কী ব্যবস্থা নেওয়া হল, অভিযোগকারীকে তা জানাতে হবে ।"

কালীপুজোর দিন সবুজ মঞ্চের কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা থাকবে ৷ 27 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে 28 অক্টোবর সকাল 6টা পর্যন্ত খোলা থাকবে এটি ৷ কোনও ব্যক্তি অভিযোগ জানালে তা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হবে৷ বলা হয়েছে, অভিযোগকারীর নাম জানানো বাধ্যতামূলক নয় ৷ অভিযোগ পেলেই তা সংশ্লিষ্ট থানাকে সরাসরি জানানো হবে ৷ পুলিশের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হল, তা খতিয়ে দেখা হবে ৷ সবুজ সংঘের পক্ষ থেকে বিশেষজ্ঞ এবং আইনজীবী সহ একাধিক পর্যবেক্ষক দল কালীপুজোর রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ৷

সবুজ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে সমস্ত বাজি শব্দে ক্ষতি করে না, তাদের বেআইনি ঘোষণা করা হয়নি ৷ কিন্তু সেগুলি দূষণের অন্যতম কারণ ৷ সেগুলিও বন্ধ করার আবেদন জানান তারা । কলকাতা ও হাওড়া সহ জনবসতিপূর্ণ শহরগুলিতে এই দূষণ কালীপুজোর রাতে মারাত্মক আকার নেয় ৷ একাধিক সমীক্ষায় দেখা গেছে বাতাসে পিএম 2.5 ও পিএম 10 সহ সালফার, নাইট্রোজেন, সিসা ও অন্যান্য ধাতুগুলির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় । এই বিষয় সবুজ মঞ্চের তরফে বলা হয়েছে, "প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ৷ শব্দবাজি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে এই ধরনের শব্দহীন ক্ষতিকারক বাজি বন্ধের ক্ষেত্রেও পদক্ষেপ করা উচিত ।"


কন্ট্রোলরুম গুলির নম্বর

কলকাতা-9831318265/9432209770
হাওড়া শহর - 8420494980
হাওড়া জেলা - 9064570985
হুগলি - 9883325009/8001558644
নদীয়া - 9593584149/9732680262
দক্ষিণ দিনাজপুর - 7363033937
কাঁথি-6297527210

Intro:কালীপূজার সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চ যৌথভাবে বেশ কয়েকটি পদক্ষেপ করতে চলেছে।


Body:কালীপুজোর সময় যেন একজনের আনন্দ অন্য জনের অসুবিধার কারণ না ঘটায়। তাই আজ একটি সাংবাদিক বৈঠকে শব্দ তাণ্ডবের যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের কাছে দাবি জানায় সবুজ মঞ্চ।

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবছর সময় সীমা না মেনে সারাদিন তারস্বরে মাইক বাজানো চলে। পাশাপশি ডিজে মিউজিক ও লাউড স্পিকার ও চালানো হয়। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তা 'না হর্ন জন' হওয়া সত্ত্বেও সেসব তোয়াক্কা না করেই হর্ন বাজানো হয়।

তাই এবার শব্দ, শব্দ বাজি ও লাউড স্পিকার নামক অসুরদের দমন করতে সবুজ মঞ্চ ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে কাজ করবে।

সবুজ সংঘের আহবায়ক নব দত্ত বলেন, "শব্দ তান্ডব নিয়ে নিষেধাজ্ঞাগুলি কার্যকরী করতে সর্বস্তরের পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাজ্যের সর্বত্র বেআইনি বাজি তৈরির কারখানা ও প্রবেশপথগুলিকে বন্ধ করতে হবে। এই ধরনের বাজি তৈরি, পরিবহন ও ব্যবহারকারিদের অকুস্থলে জরিমানার ব্যবস্থা করতে হবে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করে প্রয়োজনে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। কালীপুজোর সময় পর্ষদের অভিযোগ গ্রহণ কেন্দ্র সারাদিনরাতের জন্য খোলা রাখতে হবে অভিযোগকারীদের সংবেদনশীল আচরণ করতে হবে অভিযোগগুলি সম্পর্কের দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অভিযোগকারীকে কি ব্যবস্থা নেওয়া হল তা জানাতে হবে।"

কালীপুজোর দিন সবুজ মঞ্চের কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা থাকবে 27 অক্টোবর সন্ধ্যে ছটা থেকে 28 অক্টোবর সকাল ছয়টা পর্যন্ত যদিও বছরের অন্যান্য দিনগুলোতেও এই কন্ট্রোলরুম কার্যকরী থাকে কোন নাগরিক অভিযোগ জানালে তার সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হবে অভিযোগকারী নাম জানানো বাধ্যতামূলক নয় অভিযোগ পেলেই তা সংশ্লিষ্ট থানাকে সরাসরি জানানো হবে কোন ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হল কিনা তাও দেখা হবে এছাড়া সবুজ সংঘের পক্ষ থেকে বিশেষজ্ঞ এবং আইন সহ একাধিক পর্যবেক্ষক দল কালীপুজোর রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন

সবুজ মঞ্চের পক্ষ থেকে যে সমস্ত বাজেগুলির শব্দ তান্ডব করে না বলে এখন বেআইনি ঘোষিত হয়নি কিন্তু মারাত্মক বায়ু দূষণ করে সেগুলি ব্যবহার বন্ধ করা হোক। কলকাতা ও হাওড়া সহ জনবসতিপূর্ণ শহরগুলিতে এই দূষণ কালীপুজোর রাতে মারাত্মক আকার নেয় বলে জানাচর্ন বিশেষজ্ঞরা। একাধিক সমীক্ষায় দেখা গেছে বাতাসে পিএম 2.5 ও পিএম 10 সহ সালফার, নাইট্রোজেন, শিশা ও অন্যান্য ধাতুগুলির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। এই বিষয় নব বাবু বলেন, "আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি শব্দবাজি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে এই ধরনের শব্দহীন শব্দের ক্ষেত্রেও পদক্ষেপ জরুরি করা উচিত।"


Conclusion:কন্ট্রোলরুম গুলির নম্বর

কলকাতা-9831318265/9432209770
হাওড়া শহর - 8420494980
হাওড়া জেলা - 9064570985
হুগলি - 9883325009/8001558644
নদীয়া - 9593584149/9732680262
দক্ষিণ দিনাজপুর - 7363033937
কাঁথি-6297527210


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.