ETV Bharat / city

রাষ্ট্রপতির পর স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে রাজ্যপাল , দেখা করলেন অধীরের সঙ্গেও - Union Home Minister Shri Amit Shah

বৃহস্পতিবার সন্ধে সাতটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান রাজ্যপাল ৷ অমিত শাহের সঙ্গে রাজ্যপাল প্রায় 45 মিনিটের বৈঠক করেছেন বলে খবর ৷ বৈঠকে অবধারিতভাবে উঠে এসেছে নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ ৷ সেই সঙ্গে রাজ্যপালের প্রতি শাসকদলের আচরণের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

JAGDEEP
JAGDEEP
author img

By

Published : Jun 18, 2021, 4:42 AM IST

Updated : Jun 18, 2021, 11:12 AM IST

নয়া দিল্লি , 18 জুন : রাষ্ট্রপতির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার সন্ধে সাতটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান রাজ্যপাল ৷ অমিত শাহের সঙ্গে রাজ্যপাল প্রায় 45 মিনিটের বৈঠক করেছেন বলে খবর ৷ বৈঠকে অবধারিতভাবে উঠে এসেছে নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ ৷ সেই সঙ্গে রাজ্যপালের প্রতি শাসকদলের আচরণের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের ছবি টুইটও করেন রাজ্যপাল ৷

বুধবারই অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হওয়ার কথা ছিল ৷ স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকায় তা হয়নি ৷ এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গেও জগদীপ ধনকড় সাক্ষ্যাৎ করবেন বলে শোনা যাচ্ছিল ৷ যদিও বৃহস্পতিবার তা হয়নি ৷ এদিকে স্বরাস্ট্রমন্ত্রী রাজ্যপালের সাক্ষাতের ছবি টুইট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ লিখেছেন ,"সাংবিধানিক মূল্যবোধকে বজায় রেখেই গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায় । বাংলাকে যে অন্ধকার গ্রাস করেছে, তা থেকে মুক্তি পেতে এখন সেটাই জরুরি । "

অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে রাজ্যপাল দেখা করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ৷ সাক্ষাতের ছবিও টুইট করেন রাজ্যপাল ৷ অমিত শাহের পর অধীর চৌধুরীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

  • While in Delhi today had over a cup of coffee interaction @adhirrcinc Adhir Ranjan Chowdhury, leader of the Indian National Congress in the 17th Lok Sabha and the Member of Parliament from Berhampor. pic.twitter.com/OVhMeobHcE

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লি গিয়েছেন জগদীপ ধনকড় ৷ বৃহস্পতিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ বুধবার তিনি বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেই তালিকায় একদিকে যেমন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, তেমনই অন্যদিকে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্রও ৷

  • Governor WB Shri Jagdeep Dhankhar along with Smt Sudesh Dhankhar made a courtesy call to President of India Hon’ble Shri Ram Nath Kovind and First Lady Smt. Savita Kovind at Rashtrapati Bhawan @rashtrapatibhvn today at 11.30 am. pic.twitter.com/7MK7wzlKms

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : চেক পোস্ট বসিয়ে বিজেপি সমর্থকদের থেকে তোলা আদায় তৃণমূলের, অভিযোগ শুভেন্দুর

জগদীপ ধনকড়ের এই দিল্লি সফর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ কেন তিনি দিল্লি গিয়েছেন, সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ উঠছে, তা জানাতেই তিনি দিল্লিতে গিয়েছেন ৷ রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি সেই রিপোর্ট জমা দিচ্ছেন ৷ একটি সূত্রের খবর, রাজভবনে নিয়োগে রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ ৷ তাই তাঁকে জরুরি তলব করা হয়েছে ৷ তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়াও হতে পারে বলেও শোনা যাচ্ছে রাজধানীর একটি সরকারি মহল থেকে ৷ তাঁর জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন আরিফ মহম্মদ খান ৷ যিনি এখন কেরালার রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন ৷

নয়া দিল্লি , 18 জুন : রাষ্ট্রপতির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার সন্ধে সাতটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান রাজ্যপাল ৷ অমিত শাহের সঙ্গে রাজ্যপাল প্রায় 45 মিনিটের বৈঠক করেছেন বলে খবর ৷ বৈঠকে অবধারিতভাবে উঠে এসেছে নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ ৷ সেই সঙ্গে রাজ্যপালের প্রতি শাসকদলের আচরণের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের ছবি টুইটও করেন রাজ্যপাল ৷

বুধবারই অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হওয়ার কথা ছিল ৷ স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকায় তা হয়নি ৷ এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গেও জগদীপ ধনকড় সাক্ষ্যাৎ করবেন বলে শোনা যাচ্ছিল ৷ যদিও বৃহস্পতিবার তা হয়নি ৷ এদিকে স্বরাস্ট্রমন্ত্রী রাজ্যপালের সাক্ষাতের ছবি টুইট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ লিখেছেন ,"সাংবিধানিক মূল্যবোধকে বজায় রেখেই গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা যায় । বাংলাকে যে অন্ধকার গ্রাস করেছে, তা থেকে মুক্তি পেতে এখন সেটাই জরুরি । "

অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে রাজ্যপাল দেখা করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে ৷ সাক্ষাতের ছবিও টুইট করেন রাজ্যপাল ৷ অমিত শাহের পর অধীর চৌধুরীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

  • While in Delhi today had over a cup of coffee interaction @adhirrcinc Adhir Ranjan Chowdhury, leader of the Indian National Congress in the 17th Lok Sabha and the Member of Parliament from Berhampor. pic.twitter.com/OVhMeobHcE

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লি গিয়েছেন জগদীপ ধনকড় ৷ বৃহস্পতিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ বুধবার তিনি বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেই তালিকায় একদিকে যেমন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, তেমনই অন্যদিকে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্রও ৷

  • Governor WB Shri Jagdeep Dhankhar along with Smt Sudesh Dhankhar made a courtesy call to President of India Hon’ble Shri Ram Nath Kovind and First Lady Smt. Savita Kovind at Rashtrapati Bhawan @rashtrapatibhvn today at 11.30 am. pic.twitter.com/7MK7wzlKms

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : চেক পোস্ট বসিয়ে বিজেপি সমর্থকদের থেকে তোলা আদায় তৃণমূলের, অভিযোগ শুভেন্দুর

জগদীপ ধনকড়ের এই দিল্লি সফর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ কেন তিনি দিল্লি গিয়েছেন, সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ উঠছে, তা জানাতেই তিনি দিল্লিতে গিয়েছেন ৷ রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি সেই রিপোর্ট জমা দিচ্ছেন ৷ একটি সূত্রের খবর, রাজভবনে নিয়োগে রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ ৷ তাই তাঁকে জরুরি তলব করা হয়েছে ৷ তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়াও হতে পারে বলেও শোনা যাচ্ছে রাজধানীর একটি সরকারি মহল থেকে ৷ তাঁর জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন আরিফ মহম্মদ খান ৷ যিনি এখন কেরালার রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন ৷

Last Updated : Jun 18, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.