ETV Bharat / city

অর্থমন্ত্রীর বাজেট লাইভ, রাজ্যপালের নয় ; ক্ষুব্ধ ধনকড় - বাজেট

অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে লেখেন, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি ।

Governor mocks govt
জনগণই বিচার করবে, ক্ষুব্ধ ধনকড়
author img

By

Published : Feb 10, 2020, 4:27 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ অর্থমন্ত্রীর বাজেট পেশের পর তা নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বাজেট অধিবেশনের শুরুতে তাঁর বক্তব্য লাইভ না চালানোয় সরকারকে আক্রমণ করলেন ধনকড় ৷ বললেন, ''এর বিচার মানুষ ও মিডিয়া করবে ৷"

অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে লেখেন, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি । এমনকী সংবাদ মাধ্যমকেও সেদিন দূরে রাখা হয়েছিল । এর বিচার জনগণ করবে ।"

এই টুইটের পর আর একটি টুইট করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন ধনকড় ৷
লেখেন, ''এটা সমালোচনা করার মতো বিষয় ৷ একে কি রাজ্যের প্রশাসনিক প্রধানের অসহিষ্ণুতা নয় ? এটা কি সেন্সরশিপ নয়? আমার বিশ্বাস সাধারণ মানুষ ও মিডিয়া এনিয়ে চুপ করে থাকবে না ৷"

এদিকে এবিষয়ে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি এনিয়ে বলেন, "যা বলার স্পিকার বলবেন ৷"

আজ বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ রাজ্যে কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগসহ একাধিক বিষয়ে আর্থিক বরাদ্দের প্রস্তাব দেন অর্থমন্ত্রী ৷ 2021 বিধানসভা ভোটের আগে এটিই দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ অর্থমন্ত্রীর বাজেট পেশের পর তা নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বাজেট অধিবেশনের শুরুতে তাঁর বক্তব্য লাইভ না চালানোয় সরকারকে আক্রমণ করলেন ধনকড় ৷ বললেন, ''এর বিচার মানুষ ও মিডিয়া করবে ৷"

অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে লেখেন, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি । এমনকী সংবাদ মাধ্যমকেও সেদিন দূরে রাখা হয়েছিল । এর বিচার জনগণ করবে ।"

এই টুইটের পর আর একটি টুইট করে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন ধনকড় ৷
লেখেন, ''এটা সমালোচনা করার মতো বিষয় ৷ একে কি রাজ্যের প্রশাসনিক প্রধানের অসহিষ্ণুতা নয় ? এটা কি সেন্সরশিপ নয়? আমার বিশ্বাস সাধারণ মানুষ ও মিডিয়া এনিয়ে চুপ করে থাকবে না ৷"

এদিকে এবিষয়ে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি এনিয়ে বলেন, "যা বলার স্পিকার বলবেন ৷"

আজ বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ রাজ্যে কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগসহ একাধিক বিষয়ে আর্থিক বরাদ্দের প্রস্তাব দেন অর্থমন্ত্রী ৷ 2021 বিধানসভা ভোটের আগে এটিই দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷

Patna (Bihar), Feb 10 (ANI): Five people were injured in an explosion in Bihar's Patna on February 10. The incident took place at a house in Patna. The injured people have been shifted to a hospital for medical treatment. While speaking to ANI, the police official said, "It seems a bomb that had been kept at this house exploded, damaging two houses." "Injured people have been shifted to a hospital," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.