ETV Bharat / city

Amit Mitra: বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালের টুইটে ড. জেকিল ও মি. হাইডের ছায়া দেখছেন অমিত - Amit Mitra news

বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) মন্তব্যে ড. জেকিল ও মি. হাইডকে খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)৷

Governor Jagdeep Dhankhar's tweet on business summits is a classic case of Dr Jekyl And Mr Hyde: Amit Mitra
বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালের টুইটে ড. জেকিল ও মি. হাইডকে আবিষ্কার অমিতের
author img

By

Published : Nov 10, 2021, 6:27 PM IST

Updated : Nov 10, 2021, 6:43 PM IST

কলকাতা, 10 নভেম্বর : রাজ্যের বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে নিশানা করায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra) ৷ তাঁর বক্তব্য, বাণিজ্য সম্মেলন নিয়ে সরকারের প্রশস্তির কয়েক ঘণ্টার মধ্যেই আবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ্যপাল ৷ এতেই তাঁর উপর তীব্র ক্ষোভপ্রকাশ করে অমিত মিত্র রাজ্যপালের সঙ্গে ডক্টর জ্যাকিল ও মিস্টার হাইডের (Dr Jekyll & Mr Hyde) চরিত্রের তুলনা টেনেছেন ৷

স্কটিশ লেখক রবার্ট লুইস স্টিভেনসন রচিত চরিত্র ডাক্তার জেকিল নিজের জন্য একটি ওষুধ আবিষ্কার করেছিলেন ৷ সেটি ব্যবহার করলেই বিপরীত চরিত্রের একজন মানুষে রূপান্তরিত হতেন তিনি ৷ ওষুধটি খেলেই তার মনের দোষগুলি প্রকাশ্যে চলে আসত ৷ আবার স্বাভাবিক হওয়ার জন্য তাঁকে আর একটি ওষুধ ব্যবহার করতে হত ৷ এ ভাবেই নিজের ভেতরকার ভাল ও মন্দ দুটি সত্ত্বাকে একইসঙ্গে লালন করতে শুরু করেছিলেন ডাক্তার জেকিল ৷ তিনি তাঁর ভেতরকার খারাপ মানুষটির নাম রেখেছিলেন মিস্টার হাইড ।

বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপাল জনদীপ ধনকড়ের আচরণে সেই গল্পের মিল খুঁজে পেয়েছেন অমিত মিত্র ৷ তিনি টুইটে লিখেছেন, "সম্মানীয় রাজ্যপালের টুইট হল ড. জেকিল ও মি. হাইডের আদর্শ দৃষ্টান্ত ৷ 9 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী বাণিজ্য সম্মেলন সংক্রান্ত পরিল্পনার সমর্থনে সরব হন ৷ বলেন, কোনওকিছু শেষ হওয়ার আগে ছেড়ে দেব না, একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি ৷ তবে তার 24 ঘণ্টার মধ্যেই তিনি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে লেখা এক বছরের পুরনো একটি চিঠি তুলে ধরে টুইটে সম্মেলন (বাণিজ্য) সম্পর্কে বিষ উগরে দেন !"

  • Hon Governor’s tweet on Business Summits is a classic case of Dr Jekyll & Mr Hyde.On 9th Nov he strongly supported CM’s plan of next Summit “I will leave nothing undone..”&”togetherness”& within 24 hours he tweets venom on Summits,by putting out a year old letter to CM & FM,(me)!

    — Dr Amit Mitra (@DrAmitMitra) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Jagdeep Dhankhar : শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান, রাজ্য়পালের নিশানায় রাজ্য সরকার

অমিত মিত্র আরও লেখেন, "9 নভেম্বর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে রাজ্যপাল বলেছেন, 'আমাদের মধ্যে যাতে কোনও দ্বন্দ্ব না-থাকে, সেটা নিশ্চিত করতে হবে ৷ প্রতিকূল পরিস্থিতির কোনও জায়গাই যেন না-থাকে...শুধু একটাই পথ অবলম্বন করতে হবে, একজোট হয়ে থাকা ৷' তার ঠিক পরের দিনই তিনি তাঁর বলা কথার ঠিক উল্টোটা বললেন সম্পূর্ণ দ্বন্দ্বের আবহে ? দুঃখজনক ৷"

  • Governor said on 9th of Nov at Meet & Greet event as reported,“We have to ensure there is no room for conflict..no room for adversarial situation.. only one way, togetherness.” Very next day, he tweeted the OPPOSITE of these utterances,in a mode of all out conflict ? Shocking !!!

    — Dr Amit Mitra (@DrAmitMitra) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার বিকেলে 2020-র অগস্টে রাজ্য সরকারকে লেখা একটি চিঠি টুইটে তুলে ধরে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছিলেন, "রাজ্য সরকারকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সম্পর্কিত একটি শ্বেতপত্র নিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে ৷ যাতে নির্ভুল এবং স্বচ্ছ তথ্য পাওয়া যায় । এটা আমাদের কর্তব্য যে শুধুমাত্র বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত না-হয়ে বাস্তব উদঘাটন করা ৷"

আরও পড়ুন: BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

করোনার কারণে পরপর দু'বছর রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়নি ৷ তবে সামনের বছর বাণিজ্য সম্মেলন হওয়ার কথা রয়েছে ৷ 2022 সালের 20-21 এপ্রিল বাণিজ্য সম্মেলন হওয়ার কথা ।

আরও পড়ুন: Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

কলকাতা, 10 নভেম্বর : রাজ্যের বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে নিশানা করায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra) ৷ তাঁর বক্তব্য, বাণিজ্য সম্মেলন নিয়ে সরকারের প্রশস্তির কয়েক ঘণ্টার মধ্যেই আবার শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ্যপাল ৷ এতেই তাঁর উপর তীব্র ক্ষোভপ্রকাশ করে অমিত মিত্র রাজ্যপালের সঙ্গে ডক্টর জ্যাকিল ও মিস্টার হাইডের (Dr Jekyll & Mr Hyde) চরিত্রের তুলনা টেনেছেন ৷

স্কটিশ লেখক রবার্ট লুইস স্টিভেনসন রচিত চরিত্র ডাক্তার জেকিল নিজের জন্য একটি ওষুধ আবিষ্কার করেছিলেন ৷ সেটি ব্যবহার করলেই বিপরীত চরিত্রের একজন মানুষে রূপান্তরিত হতেন তিনি ৷ ওষুধটি খেলেই তার মনের দোষগুলি প্রকাশ্যে চলে আসত ৷ আবার স্বাভাবিক হওয়ার জন্য তাঁকে আর একটি ওষুধ ব্যবহার করতে হত ৷ এ ভাবেই নিজের ভেতরকার ভাল ও মন্দ দুটি সত্ত্বাকে একইসঙ্গে লালন করতে শুরু করেছিলেন ডাক্তার জেকিল ৷ তিনি তাঁর ভেতরকার খারাপ মানুষটির নাম রেখেছিলেন মিস্টার হাইড ।

বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপাল জনদীপ ধনকড়ের আচরণে সেই গল্পের মিল খুঁজে পেয়েছেন অমিত মিত্র ৷ তিনি টুইটে লিখেছেন, "সম্মানীয় রাজ্যপালের টুইট হল ড. জেকিল ও মি. হাইডের আদর্শ দৃষ্টান্ত ৷ 9 নভেম্বর তিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী বাণিজ্য সম্মেলন সংক্রান্ত পরিল্পনার সমর্থনে সরব হন ৷ বলেন, কোনওকিছু শেষ হওয়ার আগে ছেড়ে দেব না, একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি ৷ তবে তার 24 ঘণ্টার মধ্যেই তিনি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে লেখা এক বছরের পুরনো একটি চিঠি তুলে ধরে টুইটে সম্মেলন (বাণিজ্য) সম্পর্কে বিষ উগরে দেন !"

  • Hon Governor’s tweet on Business Summits is a classic case of Dr Jekyll & Mr Hyde.On 9th Nov he strongly supported CM’s plan of next Summit “I will leave nothing undone..”&”togetherness”& within 24 hours he tweets venom on Summits,by putting out a year old letter to CM & FM,(me)!

    — Dr Amit Mitra (@DrAmitMitra) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Jagdeep Dhankhar : শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান, রাজ্য়পালের নিশানায় রাজ্য সরকার

অমিত মিত্র আরও লেখেন, "9 নভেম্বর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে রাজ্যপাল বলেছেন, 'আমাদের মধ্যে যাতে কোনও দ্বন্দ্ব না-থাকে, সেটা নিশ্চিত করতে হবে ৷ প্রতিকূল পরিস্থিতির কোনও জায়গাই যেন না-থাকে...শুধু একটাই পথ অবলম্বন করতে হবে, একজোট হয়ে থাকা ৷' তার ঠিক পরের দিনই তিনি তাঁর বলা কথার ঠিক উল্টোটা বললেন সম্পূর্ণ দ্বন্দ্বের আবহে ? দুঃখজনক ৷"

  • Governor said on 9th of Nov at Meet & Greet event as reported,“We have to ensure there is no room for conflict..no room for adversarial situation.. only one way, togetherness.” Very next day, he tweeted the OPPOSITE of these utterances,in a mode of all out conflict ? Shocking !!!

    — Dr Amit Mitra (@DrAmitMitra) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার বিকেলে 2020-র অগস্টে রাজ্য সরকারকে লেখা একটি চিঠি টুইটে তুলে ধরে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছিলেন, "রাজ্য সরকারকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সম্পর্কিত একটি শ্বেতপত্র নিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে ৷ যাতে নির্ভুল এবং স্বচ্ছ তথ্য পাওয়া যায় । এটা আমাদের কর্তব্য যে শুধুমাত্র বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত না-হয়ে বাস্তব উদঘাটন করা ৷"

আরও পড়ুন: BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

করোনার কারণে পরপর দু'বছর রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়নি ৷ তবে সামনের বছর বাণিজ্য সম্মেলন হওয়ার কথা রয়েছে ৷ 2022 সালের 20-21 এপ্রিল বাণিজ্য সম্মেলন হওয়ার কথা ।

আরও পড়ুন: Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

Last Updated : Nov 10, 2021, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.