ETV Bharat / city

Governor Calls Out CS & FS : বাজেট পাস নিয়েও কি সাংবিধানিক সংকট, রাজভবনে মুখ্যসচিব ও অর্থ সচিব

সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগের রাজভবনে মুখ্যসচিব এবং অর্থসচিবকে তলব রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar Calls Out Chief Secretary and Finance Secretary in Raj Bhavan) ৷

Governor Jagdeep Dhankhar News
Governor Jagdeep Dhankhar Calls Chief Secretary and Finance Secretary in Rajbhaban
author img

By

Published : Mar 30, 2022, 4:28 PM IST

Updated : Mar 30, 2022, 6:39 PM IST

কলকাতা, 30 মার্চ : আবার কি সাংবিধানিক সংকটের ইঙ্গিত । বাজেট রাজ্য বিধানসভায় অনুমোদন দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই বাজেট বিলে অনুমোদন দেয়নি রাজভবন । যদি সময়মতো রাজভবন এই বাজেট বিলে অনুমোদন না দেয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে । এই অবস্থায় বাজেটের একাধিক ক্ষেত্রে আলোচনার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর (Governor Jagdeep Dhankhar Calls Out Chief Secretary and Finance Secretary in Raj Bhavan) ।

  • In the context of continual disregard of observance of constitutional compliances, both Chief Secretary C S Dwivedi, IAS and Principal Finance Secretary Manoj Pant, IAS @IASassociation have been called upon to be present for interaction on the issue at Raj Bhawan today at 4 PM. https://t.co/PKI7hBPn4R

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও বিধানসভা সূত্রে বলা হয়েছে, ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে । কিন্তু তারপরও কেন রাজ্যপাল বিধানসভায় পাস হওয়া বাজেট বিলটি অনুমোদন দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে । তৃণমূল নেতৃত্বের বক্তব্য আসলে বিতর্ক তৈরি করতে পছন্দ করেন রাজ্যপাল জগদীপ ধনকর সেইজন্যই এই ঘটনা ।

প্রসঙ্গত, এদিন নির্দিষ্ট সময় মতই রাজভবনে পৌঁছে যান মুখ্যসচিব এবং অর্থসচিব । তাঁদের সঙ্গে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যপাল । যদিও বাজেট অনুমোদনের জন্য আগামিকাল পর্যন্ত সময় রয়েছে । সরকার আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যেই বাজেট অনুমোদন দেবেন রাজ্যপাল । তিনি সেক্ষেত্রে নতুন করে কোনও সাংবিধানিক সংকট তৈরি করবেন না । আদতে এই সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় সেই জন্য এই বিশদ আলোচনা ।

যদিও এদিন এ-প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে একহাত নিয়েছেন । তিনি বলেন, "রাজ্যপাল মাঝে মধ্যেই সরকারের অফিসারদের ডেকে পাঠান । ওঁর তাদের দেখতে ইচ্ছা হয় । বোধহয় উনি শিক্ষিত হতে চান অফিসারদের কাছ থেকে সেজন্যই তারা গিয়েছেন ।"

আরও পড়ুন : PM-Bengal BJP Meeting Postponed: প্রধানমন্ত্রী ব্যস্ত, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক স্থগিত

কলকাতা, 30 মার্চ : আবার কি সাংবিধানিক সংকটের ইঙ্গিত । বাজেট রাজ্য বিধানসভায় অনুমোদন দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই বাজেট বিলে অনুমোদন দেয়নি রাজভবন । যদি সময়মতো রাজভবন এই বাজেট বিলে অনুমোদন না দেয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে । এই অবস্থায় বাজেটের একাধিক ক্ষেত্রে আলোচনার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর (Governor Jagdeep Dhankhar Calls Out Chief Secretary and Finance Secretary in Raj Bhavan) ।

  • In the context of continual disregard of observance of constitutional compliances, both Chief Secretary C S Dwivedi, IAS and Principal Finance Secretary Manoj Pant, IAS @IASassociation have been called upon to be present for interaction on the issue at Raj Bhawan today at 4 PM. https://t.co/PKI7hBPn4R

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও বিধানসভা সূত্রে বলা হয়েছে, ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে । কিন্তু তারপরও কেন রাজ্যপাল বিধানসভায় পাস হওয়া বাজেট বিলটি অনুমোদন দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে । তৃণমূল নেতৃত্বের বক্তব্য আসলে বিতর্ক তৈরি করতে পছন্দ করেন রাজ্যপাল জগদীপ ধনকর সেইজন্যই এই ঘটনা ।

প্রসঙ্গত, এদিন নির্দিষ্ট সময় মতই রাজভবনে পৌঁছে যান মুখ্যসচিব এবং অর্থসচিব । তাঁদের সঙ্গে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যপাল । যদিও বাজেট অনুমোদনের জন্য আগামিকাল পর্যন্ত সময় রয়েছে । সরকার আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যেই বাজেট অনুমোদন দেবেন রাজ্যপাল । তিনি সেক্ষেত্রে নতুন করে কোনও সাংবিধানিক সংকট তৈরি করবেন না । আদতে এই সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় সেই জন্য এই বিশদ আলোচনা ।

যদিও এদিন এ-প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে একহাত নিয়েছেন । তিনি বলেন, "রাজ্যপাল মাঝে মধ্যেই সরকারের অফিসারদের ডেকে পাঠান । ওঁর তাদের দেখতে ইচ্ছা হয় । বোধহয় উনি শিক্ষিত হতে চান অফিসারদের কাছ থেকে সেজন্যই তারা গিয়েছেন ।"

আরও পড়ুন : PM-Bengal BJP Meeting Postponed: প্রধানমন্ত্রী ব্যস্ত, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক স্থগিত

Last Updated : Mar 30, 2022, 6:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.