ETV Bharat / city

"রাজভবনকে অপমান", আক্রমণ রাজ্যপালের; জবাব ব্রাত্যর - রাজ্যপাল জগদীপ ধনকড়

শুক্রবার ব্যারাকপুরে গান্ধি স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

Governor and Minister Bratya Basu in a conflict
Governor and Minister Bratya Basu in a conflict
author img

By

Published : Oct 2, 2020, 7:37 PM IST

ব্যারাকপুর, 2 অক্টোবর : মহাত্মা গান্ধির জন্মদিনে এসেও বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মন্ত্রী ব্রাত্য বসু । চলল রাজ্য সরকার ও রাজভবনের তাল ঠোকাঠুকি । শুক্রবার ব্যারাকপুরে গান্ধি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল সস্ত্রীক চরকা কাটায় অংশ নেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কোরোনার কারণে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল অনুষ্ঠানে ।

রাজ্যপাল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মহাত্মা গান্ধি যে অহিংসা আন্দোলনে বিশ্বাস করতেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে । দেশে যে কোনও নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয় ।"

এরপরই সরাসরি রাজ্য সরকারকে দোষারোপ করেন রাজ্যপাল ৷ বলেন, "রাজ্য সরকার সংবিধানকে অবহেলা করছে । রাজ্যপালকে অপমান করা হচ্ছে । রাজ্যপালকে অপমান করা মানে রাজভবনকে অপমান করা । রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি করা হয়েছে । সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন ৷"

গান্ধি জন্মজয়ন্তীতে রাজ্য সরকার-রাজভবন বিতর্ক

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন ।

ব্রাত্য বসুর কথায়, "তিনি এইসব কথা বলে রাজ্যপালের আগে 'নৈ' শব্দটি বসাচ্ছেন । তিনি একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন ।"

ব্যারাকপুর, 2 অক্টোবর : মহাত্মা গান্ধির জন্মদিনে এসেও বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মন্ত্রী ব্রাত্য বসু । চলল রাজ্য সরকার ও রাজভবনের তাল ঠোকাঠুকি । শুক্রবার ব্যারাকপুরে গান্ধি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল সস্ত্রীক চরকা কাটায় অংশ নেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কোরোনার কারণে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল অনুষ্ঠানে ।

রাজ্যপাল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মহাত্মা গান্ধি যে অহিংসা আন্দোলনে বিশ্বাস করতেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে । দেশে যে কোনও নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয় ।"

এরপরই সরাসরি রাজ্য সরকারকে দোষারোপ করেন রাজ্যপাল ৷ বলেন, "রাজ্য সরকার সংবিধানকে অবহেলা করছে । রাজ্যপালকে অপমান করা হচ্ছে । রাজ্যপালকে অপমান করা মানে রাজভবনকে অপমান করা । রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি করা হয়েছে । সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন ৷"

গান্ধি জন্মজয়ন্তীতে রাজ্য সরকার-রাজভবন বিতর্ক

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন ।

ব্রাত্য বসুর কথায়, "তিনি এইসব কথা বলে রাজ্যপালের আগে 'নৈ' শব্দটি বসাচ্ছেন । তিনি একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.