ETV Bharat / city

Jagdeep Dhankhar on Municipal Election : এক সঙ্গে পৌরভোট করা হোক, কমিশনকে চিঠি রাজ্যপালের

মঙ্গলবার রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (dhankhar-state election commissioner meeting) ৷ তার পরই তিনি জানান, এক সঙ্গে পৌরভোট করা হোক ৷

governor jagdeep dhakhar directs wb election commission to hold once for all municipal poll
Jagdeep Dhnakhar on Municipal Election : এক সঙ্গে পৌরভোট করা হোক, কমিশনকে চিঠি রাজ্যপালের
author img

By

Published : Nov 23, 2021, 7:39 PM IST

Updated : Nov 23, 2021, 11:05 PM IST

কলকাতা, 23 নভেম্বর : বঙ্গের সব পৌরসভা ও পৌরনিগমে একসঙ্গেই নির্বাচন হোক ৷ এমনটাই চান রাজ্যপাল জগদীপ ধনকড় (governor jagdeep dhakhar directs wb election commission) ৷ মঙ্গলবার একাধিক টুইট করে রাজ্যের নির্বাচন কমিশনারকে সতর্ক করেন তিনি ৷

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন একই সঙ্গে করতে চায় রাজ্য নির্বাচন কমিশন ৷ রাজ্য সরকারেরও এতে সম্মতি রয়েছে ৷ কিন্তু সব পৌরসভা ও পৌরনিগমের ভোট এক সঙ্গে করার দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তাই এখনও ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি ৷

এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার রাজভবনে যান রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷ তাঁকে রাজ্যপাল জগদীপ ধনকড়ই পৌরভোট নিয়ে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিলেন ৷ সৌরভ দাসের সঙ্গে বৈঠকের (dhankhar-state election commissioner meeting) পরই একাধিক টুইট করে রাজ্যপাল স্পষ্ট করেন যে, তিনিও চান রাজ্যে সমস্ত পৌরসভা ও পৌরনিগমের ভোট একই সঙ্গে হোক ৷

  • Cautioned Shri Saurav Das that SEC @MamataOfficial toeing line of State Government and be merely its executing agency, would be an outrage of Constitution as also unwholesome for democratic process. It will run down essence and spirit of constitutional provisions in Part IXA. pic.twitter.com/r2WGms611z

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Kolkata and Howrah Municipal Election: কলকাতা ও হাওড়ায় পৌরভোট 19 ডিসেম্বর করাতে চায় রাজ্য, হলফনামা জমা পড়ল আদালতে

এই নিয়ে টুইট করা ছাড়াও তিনি সংবিধানের উদাহরণ টেনেছেন ৷ রাজ্য সরকারের মত অনুযায়ী আলাদা করে পৌরনিগমের ভোট করার বিপক্ষে মত প্রকাশ করেছেন ৷ পরে আবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি (dhankhar writes letter to wb election commission) দিয়ে জানিয়েছেন যে রাজ্যে সমস্ত পৌরসভা ও পৌরনিগমের ভোট একই সঙ্গে হোক ৷

কলকাতা, 23 নভেম্বর : বঙ্গের সব পৌরসভা ও পৌরনিগমে একসঙ্গেই নির্বাচন হোক ৷ এমনটাই চান রাজ্যপাল জগদীপ ধনকড় (governor jagdeep dhakhar directs wb election commission) ৷ মঙ্গলবার একাধিক টুইট করে রাজ্যের নির্বাচন কমিশনারকে সতর্ক করেন তিনি ৷

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন একই সঙ্গে করতে চায় রাজ্য নির্বাচন কমিশন ৷ রাজ্য সরকারেরও এতে সম্মতি রয়েছে ৷ কিন্তু সব পৌরসভা ও পৌরনিগমের ভোট এক সঙ্গে করার দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তাই এখনও ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি ৷

এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার রাজভবনে যান রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷ তাঁকে রাজ্যপাল জগদীপ ধনকড়ই পৌরভোট নিয়ে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিলেন ৷ সৌরভ দাসের সঙ্গে বৈঠকের (dhankhar-state election commissioner meeting) পরই একাধিক টুইট করে রাজ্যপাল স্পষ্ট করেন যে, তিনিও চান রাজ্যে সমস্ত পৌরসভা ও পৌরনিগমের ভোট একই সঙ্গে হোক ৷

  • Cautioned Shri Saurav Das that SEC @MamataOfficial toeing line of State Government and be merely its executing agency, would be an outrage of Constitution as also unwholesome for democratic process. It will run down essence and spirit of constitutional provisions in Part IXA. pic.twitter.com/r2WGms611z

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Kolkata and Howrah Municipal Election: কলকাতা ও হাওড়ায় পৌরভোট 19 ডিসেম্বর করাতে চায় রাজ্য, হলফনামা জমা পড়ল আদালতে

এই নিয়ে টুইট করা ছাড়াও তিনি সংবিধানের উদাহরণ টেনেছেন ৷ রাজ্য সরকারের মত অনুযায়ী আলাদা করে পৌরনিগমের ভোট করার বিপক্ষে মত প্রকাশ করেছেন ৷ পরে আবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি (dhankhar writes letter to wb election commission) দিয়ে জানিয়েছেন যে রাজ্যে সমস্ত পৌরসভা ও পৌরনিগমের ভোট একই সঙ্গে হোক ৷

Last Updated : Nov 23, 2021, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.