কলকাতা, 27 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ রবিবার বিকেলে এক প্রেস বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে রাজভবনের তরফে ৷ পৌরসভা নির্বাচনে সন্ত্রাসের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা করতেই সৌরভ দাসকে (Bengal Election Commissioner Saurab Das) ডাকা হয়েছে বলে ওই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, আজ রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন ছিল (Bengal Civic Polls 2022) ৷ কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভোট-সন্ত্রাসের নানা অভিযোগ এসেছে ৷ কোথাও কোথাও উত্তপ্ত পরিস্থিতির ছবিও সামনে এসেছে৷ আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও ৷
তা দেখেই রাজ্যপাল সৌরভ দাসকে ডেকে পাঠিয়েছেন ৷ এমনটাই দু’টি টুইট করে জানিয়েছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন যে কেন এমনভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হল, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য-সহ তাঁর কাছে রাজ্যের নির্বাচন কমিশনারকে আসতে বলা হয়েছে (governor dhankhar summon wb election commissioner to discuss poll violence issue) ৷
-
Re:Election to Municipalities- Constitutional Bodies under Part IX A of Constitution.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
State Election Commissioner Shri Saurab Das has been called upon to to be fully updated on developments in the election process on February 27 that prima facie indicate failure of democracy.
">Re:Election to Municipalities- Constitutional Bodies under Part IX A of Constitution.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 27, 2022
State Election Commissioner Shri Saurab Das has been called upon to to be fully updated on developments in the election process on February 27 that prima facie indicate failure of democracy.Re:Election to Municipalities- Constitutional Bodies under Part IX A of Constitution.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 27, 2022
State Election Commissioner Shri Saurab Das has been called upon to to be fully updated on developments in the election process on February 27 that prima facie indicate failure of democracy.
এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগেও একাধিকবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বিশেষ করে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে তাঁর সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য ৷ তখন তিনি অভিযোগ নিয়ে দিল্লিতেও গিয়েছিলেন ৷ এখন দেখার পৌরসভা নির্বাচনে হিংসার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রাজ্যপালের ভূমিকা ঠিক কী হয় !
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : ইভিএম ভাঙচুর, বিজেপির মহিলা প্রার্থীকে হেনস্তার অভিযোগ কাঁথিতে