কলকাতা, 23 অক্টোবর: এবারে IPS ও IAS-দের মতো পুরসভার ইঞ্জিনিয়রদের জন্যও ক্যাডার সার্ভিস চালু করছে রাজ্য সরকার । ফলে এবার থেকে ইঞ্জিনিয়র নিয়োগের ক্ষেত্রে আর কোনও ভূমিকা থাকবে না পুর বোর্ডের । মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়রদের । রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রের খবর এমনই ।
এতদিন পর্যন্ত পুরসভার একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা ইঞ্জিনিয়রদের নিয়োগ করা হত । ইঞ্জিনিয়র নিয়োগে স্বচ্ছতার প্রশ্নও উঠত । পাশাপাশি দীর্ঘ দিন ধরে ইঞ্জিনিয়াররা একই জায়গায় থাকার কারণে তাঁদের বিরুদ্ধে প্রোমোটার চক্র বা অসাধু চক্র চালানোর অভিযোগও উঠত । এ বার পুরসভার ইঞ্জিনিয়র নিয়োগে স্বচ্ছতা আনতে চাইছে রাজ্য সরকার । একই সঙ্গে স্পষ্ট বদলি নীতি আনতে চাইছে রাজ্য ।
নবান্ন সূত্রে খবর, পুরবোর্ডের দ্বারা ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে না বলেই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার । IPS এবং IAS নিয়োগের মতো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের দ্বারা পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন । পাশাপাশি ইঞ্জিনিয়রদের রুটিন বদলি প্রক্রিয়া চালু করার বন্দোবস্ত হচ্ছে বলে জানা গিয়েছে । বেশ কিছু দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়রদের সঙ্গে অসাধু প্রোমোটারদের চক্র ভাঙতে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে, বলেই নবান্ন সূত্রে খবর ।