ETV Bharat / city

বনধে হাজিরা স্বাভাবিক রাজ্য় সরকারি দপ্তরে - গড় হাজিরা

বাম-কংগ্রেসের ডাকা হরতালে স্বাভাবিক রাজ্য় সরকারি দপ্তরের হাজিরা৷ শুক্রবার দুপুর একটা পর্যন্ত নবান্ন ও বিধাননগরের রাজ্য সরকারি অফিসগুলিতে গড় হাজিরা ছিল 96 শতাংশ। ইটিভি ভারতকে এই তথ্য জানান রাজ্য কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের এক আধিকারিক৷

government offices work normally during hartal on friday
হরতালে হাজিরা স্বাভাবিক রাজ্য় সরকারি দপ্তরে
author img

By

Published : Feb 12, 2021, 3:26 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : শুক্রবার 16টি বাম সংগঠন এবং ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের ডাকা 12 ঘণ্টার হরতালে সরকারি অফিসগুলিতে হাজিরা স্বাভাবিক রাখতে মরিয়া ছিল রাজ্য প্রশাসন ৷ বৃহস্পতিবার বাম-কংগ্রেসের তরফে এই কর্মসূচি ঘোষিত হওয়ার পর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তর ৷ কিন্তু সরকারি তথ্য মোতাবেক, এদিন দুপুর একটা পর্যন্ত নবান্ন ও বিধাননগরের রাজ্য সরকারি অফিসগুলিতে গড় হাজিরা ছিল 96 শতাংশ। অন্য়ান্য় দিনও মোটামুটি এরকমই হাজিরা থাকে কর্মী-আধিকারিকদের৷ ইটিভি ভারতকে এই তথ্য জানান রাজ্য কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের এক আধিকারিক৷ এদিন জেলার দপ্তরগুলিতেও হাজিরা স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তিনি৷

শুক্রবার সরকারি অফিসগুলিতে হাজিরা স্বাভাবিক রাখতে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দপ্তর। তাতে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রত্য়েক কর্মী ও আধিকারিককে নির্দিষ্ট সময়ে নিজ নিজ দপ্তরে হাজিরা দিতে হবে ৷ নির্দেশ না মানলে কাটা যাবে বেতন ৷ পাশাপাশি, কোনও কর্মী এদিন ‘ক্য়াজুয়াল লিভ’ বা অর্ধদিবস ছুটিও নিতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয় ওই বিবৃতিতে৷

আরও পড়ুন: লাইভ: শ্যামবাজারে বনধ সমর্থনকারীদের গ্রেপ্তার করল পুলিশ

34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার ৷ তারপর থেকেই যে কোনও হরতালে রাজ্য সরকারি অফিসে হাজিরা স্বাভাবিক রাখতে কঠোর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ যদিও বিরোধীদের অভিযোগ, বিরোধীনেত্রীর আসনে থাকাকালীন এই মমতাই কথায় কথায় হরতাল ডাকতেন৷

কলকাতা, 12 ফেব্রুয়ারি : শুক্রবার 16টি বাম সংগঠন এবং ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের ডাকা 12 ঘণ্টার হরতালে সরকারি অফিসগুলিতে হাজিরা স্বাভাবিক রাখতে মরিয়া ছিল রাজ্য প্রশাসন ৷ বৃহস্পতিবার বাম-কংগ্রেসের তরফে এই কর্মসূচি ঘোষিত হওয়ার পর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তর ৷ কিন্তু সরকারি তথ্য মোতাবেক, এদিন দুপুর একটা পর্যন্ত নবান্ন ও বিধাননগরের রাজ্য সরকারি অফিসগুলিতে গড় হাজিরা ছিল 96 শতাংশ। অন্য়ান্য় দিনও মোটামুটি এরকমই হাজিরা থাকে কর্মী-আধিকারিকদের৷ ইটিভি ভারতকে এই তথ্য জানান রাজ্য কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের এক আধিকারিক৷ এদিন জেলার দপ্তরগুলিতেও হাজিরা স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তিনি৷

শুক্রবার সরকারি অফিসগুলিতে হাজিরা স্বাভাবিক রাখতে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দপ্তর। তাতে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রত্য়েক কর্মী ও আধিকারিককে নির্দিষ্ট সময়ে নিজ নিজ দপ্তরে হাজিরা দিতে হবে ৷ নির্দেশ না মানলে কাটা যাবে বেতন ৷ পাশাপাশি, কোনও কর্মী এদিন ‘ক্য়াজুয়াল লিভ’ বা অর্ধদিবস ছুটিও নিতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয় ওই বিবৃতিতে৷

আরও পড়ুন: লাইভ: শ্যামবাজারে বনধ সমর্থনকারীদের গ্রেপ্তার করল পুলিশ

34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল সরকার ৷ তারপর থেকেই যে কোনও হরতালে রাজ্য সরকারি অফিসে হাজিরা স্বাভাবিক রাখতে কঠোর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ যদিও বিরোধীদের অভিযোগ, বিরোধীনেত্রীর আসনে থাকাকালীন এই মমতাই কথায় কথায় হরতাল ডাকতেন৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.