কলকাতা, 6 এপ্রিল : রোজভ্যালি এবং সারদাকাণ্ডে জামিন পেলেন দুই অন্যতম অভিযুক্ত গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেন (Goutam Kundu and Sudipta Sen get bail in money laundering case)। দীর্ঘ 7 বছর পর ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও যেহেতু তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই এখনই জেল থেকে ছাড়া হচ্ছে না দু'জনকে ৷ এদিন ইডির বিশেষ আদালতে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই রোজভ্যালি-কাণ্ডের দুই অন্যতম অভিযুক্তের আইনজীবীরা তাঁদের মক্কেলদের হয়ে জামিনের ব্যাপারে জোরাল সওয়াল করেন ৷
গৌতম-সুদীপ্তর আইনজীবীদের দাবি ছিল, এই মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর পর্যন্ত ৷ কিন্তু তাঁদের মক্কেলরা ইতিমধ্যেই হাজতবাসে সেই সময়সীমা পার করে ফেলেছেন ৷ সুতরাং, সিআরপিসি 428 ধারায় দু'জনকে মুক্তি দেওয়া হোক ৷ কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে 436 ধারায় ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে ৷ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জুর হয় জামিন ৷
2015 রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে গৌতম কুণ্ডুর তিন হাজারের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করে বাজার থেকে প্রায় 17 হাজার কোটি টাকা তুলেছিলেন তিনি, দাবি করেছিল ইডি ৷ এমনকী এই আর্থিক প্রতারণার জাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বিস্তৃত ছিল ওড়িশা এবং ত্রিপুরাতেও ৷
আরও পড়ুন : ভুল বুঝিয়ে 464 কোটি আত্মসাৎ, রোজভ্যালির বিরুদ্ধে ত্রিপুরায় চার্জশিট সিবিআইয়ের
অন্যদিকে 2013 সর্বপ্রথম প্রকাশ্যে আসে সারদা কেলেঙ্কারি। তারপরেই গা ঢাকা দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ৷ দিনকয়েক বাদেই যদিও গ্রেফতার হতে হয় সারদা-কর্তাকে ৷ সেই থেকে বিচারাধীন এই মামলা ৷