ETV Bharat / city

Goutam Kundu and Sudipta Sen get bail : সারদা-রোজভ্যালি কাণ্ডে জামিন মঞ্জুর সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর - Goutam Kundu and Sudipta Sen get bail in money laundering case

দুই অভিযুক্তের আইনজীবী সিআরপিসি 428 ধারায় তাঁদের মক্কেলদের মুক্তি দেওয়ার দাবি জানালেও আদালত তা প্রত্যাখ্যান করে 436 ধারায় ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে (Goutam Kundu and Sudipta Sen get bail in money laundering case) ৷

Goutam Kundu and Sudipta Sen get bail
সারদা-রোজভ্যালি কাণ্ডে জামিন মঞ্জুর সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর
author img

By

Published : Apr 6, 2022, 5:39 PM IST

Updated : Apr 6, 2022, 6:05 PM IST

কলকাতা, 6 এপ্রিল : রোজভ্যালি এবং সারদাকাণ্ডে জামিন পেলেন দুই অন্যতম অভিযুক্ত গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেন (Goutam Kundu and Sudipta Sen get bail in money laundering case)। দীর্ঘ 7 বছর পর ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও যেহেতু তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই এখনই জেল থেকে ছাড়া হচ্ছে না দু'জনকে ৷ এদিন ইডির বিশেষ আদালতে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই রোজভ্যালি-কাণ্ডের দুই অন্যতম অভিযুক্তের আইনজীবীরা তাঁদের মক্কেলদের হয়ে জামিনের ব্যাপারে জোরাল সওয়াল করেন ৷

গৌতম-সুদীপ্তর আইনজীবীদের দাবি ছিল, এই মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর পর্যন্ত ৷ কিন্তু তাঁদের মক্কেলরা ইতিমধ্যেই হাজতবাসে সেই সময়সীমা পার করে ফেলেছেন ৷ সুতরাং, সিআরপিসি 428 ধারায় দু'জনকে মুক্তি দেওয়া হোক ৷ কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে 436 ধারায় ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে ৷ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জুর হয় জামিন ৷

2015 রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে গৌতম কুণ্ডুর তিন হাজারের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করে বাজার থেকে প্রায় 17 হাজার কোটি টাকা তুলেছিলেন তিনি, দাবি করেছিল ইডি ৷ এমনকী এই আর্থিক প্রতারণার জাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বিস্তৃত ছিল ওড়িশা এবং ত্রিপুরাতেও ৷

আরও পড়ুন : ভুল বুঝিয়ে 464 কোটি আত্মসাৎ, রোজভ্যালির বিরুদ্ধে ত্রিপুরায় চার্জশিট সিবিআইয়ের

অন্যদিকে 2013 সর্বপ্রথম প্রকাশ্যে আসে সারদা কেলেঙ্কারি। তারপরেই গা ঢাকা দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ৷ দিনকয়েক বাদেই যদিও গ্রেফতার হতে হয় সারদা-কর্তাকে ৷ সেই থেকে বিচারাধীন এই মামলা ৷

কলকাতা, 6 এপ্রিল : রোজভ্যালি এবং সারদাকাণ্ডে জামিন পেলেন দুই অন্যতম অভিযুক্ত গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেন (Goutam Kundu and Sudipta Sen get bail in money laundering case)। দীর্ঘ 7 বছর পর ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও যেহেতু তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই এখনই জেল থেকে ছাড়া হচ্ছে না দু'জনকে ৷ এদিন ইডির বিশেষ আদালতে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই রোজভ্যালি-কাণ্ডের দুই অন্যতম অভিযুক্তের আইনজীবীরা তাঁদের মক্কেলদের হয়ে জামিনের ব্যাপারে জোরাল সওয়াল করেন ৷

গৌতম-সুদীপ্তর আইনজীবীদের দাবি ছিল, এই মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর পর্যন্ত ৷ কিন্তু তাঁদের মক্কেলরা ইতিমধ্যেই হাজতবাসে সেই সময়সীমা পার করে ফেলেছেন ৷ সুতরাং, সিআরপিসি 428 ধারায় দু'জনকে মুক্তি দেওয়া হোক ৷ কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে 436 ধারায় ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে ৷ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জুর হয় জামিন ৷

2015 রোজভ্যালি কাণ্ডে তদন্তে নেমে গৌতম কুণ্ডুর তিন হাজারের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা করে বাজার থেকে প্রায় 17 হাজার কোটি টাকা তুলেছিলেন তিনি, দাবি করেছিল ইডি ৷ এমনকী এই আর্থিক প্রতারণার জাল পশ্চিমবঙ্গের পাশাপাশি বিস্তৃত ছিল ওড়িশা এবং ত্রিপুরাতেও ৷

আরও পড়ুন : ভুল বুঝিয়ে 464 কোটি আত্মসাৎ, রোজভ্যালির বিরুদ্ধে ত্রিপুরায় চার্জশিট সিবিআইয়ের

অন্যদিকে 2013 সর্বপ্রথম প্রকাশ্যে আসে সারদা কেলেঙ্কারি। তারপরেই গা ঢাকা দিয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ৷ দিনকয়েক বাদেই যদিও গ্রেফতার হতে হয় সারদা-কর্তাকে ৷ সেই থেকে বিচারাধীন এই মামলা ৷

Last Updated : Apr 6, 2022, 6:05 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.