ETV Bharat / city

''সবটাই গট আপ'', রুজিরাকাণ্ডে তোপ বিরোধীদের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

বামফ্রন্ট-কংগ্রেস আইএসএফ জোটকে ভয় পেয়েছে বিজেপি। তাই লোক দেখানো তদন্ত করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই-এর নোটিশ পাঠানোর ঘটনায় এই প্রতিক্রিয়া জানালেন বিরোধীরা।

got-up-case-left-congress-reacts-on-rujira-banerjee-incident
''সবটাই গট আপ'', রুজিরাকাণ্ডে তোপ বিরোধীদের
author img

By

Published : Feb 22, 2021, 12:40 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা মোটেই অস্বাভাবিক নয়, বলছেন এ রাজ্যে বিরোধীরা । রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নোটিশ দিয়ে আসে তাঁর স্ত্রীর নামে। কয়লা পাচারে বেআইনি টাকার হদিশ জানতে চায় সিবিআই । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেইসময় নিরাপত্তারক্ষীরা ছিলেন । সমগ্র ঘটনায় মোটেই আশ্চর্য নয় বলে দাবি করেছেন এ রাজ্যের বিরোধী দলের নেতারা। এমন ঘটনা যে কেন আগে ঘটেনি সেই প্রশ্ন করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।

নির্বাচন দোরগোড়ায়, এই সময় সিবিআই থানার পেছনে উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীরা । সুজন চক্রবর্তী বলেছেন,"অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা নতুন কিছু নয়। সকলেই জানেন গোরু, বালি, কয়লা, সোনা, পাচারের এত টাকা কোথায় যাচ্ছে। বেআইনি সম্পদ জমছে কোথায় ? মাঝরাতে আসানসোলের দিক থেকে আসা কালো কাঁচে ঘেরা গাড়ি কালীঘাটের কোন ঠিকানায় যায়, কী নিয়ে যায়, রাজ্য পুলিশ সব জানত। পুলিশ মন্ত্রীর উচিত ছিল তদন্ত করানো । তদন্ত করেননি পুলিশ মন্ত্রী । পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য সিবিআই সুযোগ পেল । রাজ্য পুলিশ তদন্ত করে ধামা চাপা দিয়েছে । গত কয়েক বছরে যে তদন্ত হতে পারত তা না হওয়ার জন্যই সিবিআই এ বার তদন্ত করছে । কিন্তু সিবিআই তদন্ত এত পরে কেন? ভোটের মুখে মনে পড়ে গেল ? ভোটের সময় । এতদিন সিবিআই কোথায় ছিল ? অপরাধীদের সনাক্ত করতে হবে । কার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে জানতে হবে । কালীঘাটে ৩৫টা বাড়ি কোন টাকায় কেনা হয়েছে তাও জানতে হবে । কোনও রাজনৈতিক মনোভাবের সঙ্গে তদন্ত না-করে সঠিক তদন্ত হোক। সিবিআই যেন কোনও সুযোগ না-নেয়। অপরাধী ধরা পড়ুক। রাজনীতি নিয়ে ব্যবসা যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।"

আরও পড়ুন: আগামীকাল সিবিআইয়ের সঙ্গে দেখা করবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, ''সমগ্র বিষয় গট আপ গেম । তৃণমূল এবং বিজেপির মধ্যে বিরোধিতা মিছিমিছি দেখানোর জন্য সিবিআইয়ের এই খেলা । বামফ্রন্ট-কংগ্রেস আইএসএফ জোটকে ভয় পেয়েছে বিজেপি। তাই এমন লোক দেখানো তদন্ত করছে । সবটাই গড়াপেটা ।''

কলকাতা, 22 ফেব্রুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা মোটেই অস্বাভাবিক নয়, বলছেন এ রাজ্যে বিরোধীরা । রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নোটিশ দিয়ে আসে তাঁর স্ত্রীর নামে। কয়লা পাচারে বেআইনি টাকার হদিশ জানতে চায় সিবিআই । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেইসময় নিরাপত্তারক্ষীরা ছিলেন । সমগ্র ঘটনায় মোটেই আশ্চর্য নয় বলে দাবি করেছেন এ রাজ্যের বিরোধী দলের নেতারা। এমন ঘটনা যে কেন আগে ঘটেনি সেই প্রশ্ন করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।

নির্বাচন দোরগোড়ায়, এই সময় সিবিআই থানার পেছনে উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীরা । সুজন চক্রবর্তী বলেছেন,"অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা নতুন কিছু নয়। সকলেই জানেন গোরু, বালি, কয়লা, সোনা, পাচারের এত টাকা কোথায় যাচ্ছে। বেআইনি সম্পদ জমছে কোথায় ? মাঝরাতে আসানসোলের দিক থেকে আসা কালো কাঁচে ঘেরা গাড়ি কালীঘাটের কোন ঠিকানায় যায়, কী নিয়ে যায়, রাজ্য পুলিশ সব জানত। পুলিশ মন্ত্রীর উচিত ছিল তদন্ত করানো । তদন্ত করেননি পুলিশ মন্ত্রী । পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য সিবিআই সুযোগ পেল । রাজ্য পুলিশ তদন্ত করে ধামা চাপা দিয়েছে । গত কয়েক বছরে যে তদন্ত হতে পারত তা না হওয়ার জন্যই সিবিআই এ বার তদন্ত করছে । কিন্তু সিবিআই তদন্ত এত পরে কেন? ভোটের মুখে মনে পড়ে গেল ? ভোটের সময় । এতদিন সিবিআই কোথায় ছিল ? অপরাধীদের সনাক্ত করতে হবে । কার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে জানতে হবে । কালীঘাটে ৩৫টা বাড়ি কোন টাকায় কেনা হয়েছে তাও জানতে হবে । কোনও রাজনৈতিক মনোভাবের সঙ্গে তদন্ত না-করে সঠিক তদন্ত হোক। সিবিআই যেন কোনও সুযোগ না-নেয়। অপরাধী ধরা পড়ুক। রাজনীতি নিয়ে ব্যবসা যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।"

আরও পড়ুন: আগামীকাল সিবিআইয়ের সঙ্গে দেখা করবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানিয়েছেন, ''সমগ্র বিষয় গট আপ গেম । তৃণমূল এবং বিজেপির মধ্যে বিরোধিতা মিছিমিছি দেখানোর জন্য সিবিআইয়ের এই খেলা । বামফ্রন্ট-কংগ্রেস আইএসএফ জোটকে ভয় পেয়েছে বিজেপি। তাই এমন লোক দেখানো তদন্ত করছে । সবটাই গড়াপেটা ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.