ETV Bharat / city

Golf Garden Pumping Station: উদ্বোধনের বছর পার, এখনও চালু হয়নি গলফ গার্ডেন পাম্পিং স্টেশন - চালু হয়নি গল্ফগার্ডেন পাম্পিং স্টেশন

2021 এর ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয় গলফ গার্ডেন পাম্পিং স্টেশনের । কিন্তু এর সম্পূর্ণ কাজ এখনও শেষ করে উঠতে পারেনি পৌরনিগম (golf garden pumping station work delay)। সম্প্রতি এখানে বসানো হয়েছে জার্মানি থেকে আনা শক্তিশালী পাম্প । যদিও জল না-জমারই আশ্বাস দিচ্ছে কলকাতা পৌরনিগম ৷

kolkata municipal corporation
চালু হয়নি গলফ গার্ডেন পাম্পিং স্টেশন
author img

By

Published : Jul 9, 2022, 10:09 PM IST

Updated : Jul 10, 2022, 6:07 AM IST

কলকাতা, 9 জুলাই: উদ্বোধনের পর বছর ঘুরলেও চালু হয়নি নিকাশি পাম্পিং স্টেশন (golf garden pumping station work delay) ৷ 2021 বিধানসভা নির্বাচনের আগে আগে তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়েছিল গলফ গার্ডেন পাম্পিং স্টেশনের । তাই আশঙ্কা করা হচ্ছে এবারের বর্ষাতেও ভারি বৃষ্টি হলে ভাসতে পারে গলফগ্রিন, গলফ গার্ডেন, প্রিন্স আনোয়ার শাহ রোডের মতো এলাকা ৷

দক্ষিণ কলকাতার 94 ও 95 নম্বর ওয়ার্ডে বেশিরভাগ এলাকা জলের তলায় ডুবে থাকে বর্ষার মরশুমে । ফলে জমা জলের সমস্যায় ভুগতে হয় গলফগ্রিন থেকে গলফ গার্ডেন, প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দাদের ৷ জলমগ্ন হয়ে পড়ে 96 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকাও ৷ বছর বছর সেই একই জলছবি ৷ কিন্তু এই জমা জলের দুর্ভোগ থেকে বাসিন্দাদের মুক্তি দিতেই তৈরি হয়েছিল গলফ গার্ডেনের নিকাশি পাম্পিং স্টেশন । কিন্তু বাস্তব অন্য কথাই বলছে ৷

উদ্বোধনের বছর পার, এখনও চালু হয়নি গলফ গার্ডেন পাম্পিং স্টেশন

2021 এর ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয় এই পাম্পিং স্টেশনের । কিন্তু এর সম্পূর্ণ কাজ এখনও শেষ করে উঠতে পারেনি পৌরনিগম । সম্প্রতি এখানে বসানো হয়েছে জার্মানি থেকে আনা শক্তিশালী পাম্প । পরিকল্পনা অনুযায়ী, এই পাম্পিং স্টেশন থেকে বর্ষার জমা জল ফেলা হবে টালিনালাতে । তবে পৌরনিগমের তরফে দাবি করা হচ্ছে, ভারি বৃষ্টি হলেও আর জল যন্ত্রণার মুখে পড়তে হবে না এলাকাবাসীকে । কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং বলেন, "উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প বসে গিয়েছে । পাম্পিং স্টেশন থেকে টালি নালা পর্যন্ত নিকাশি নালার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ গলফ ক্লাবের প্রাচীরের কাছে থেকে পুরনো নিকাশি নালায় জমা জল ফেলা হবে । ওই কাজটুকু হয়ে গেলে আর কোনও সমস্যাই থাকবে না ।"

আরও পড়ুন: 11 জুলাই উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রোর, থাকতে পারেন স্মৃতি ইরানি

2021 এর 5 জুলাইয়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ৷ তবে এখন কাজ চলছে তা । উল্লেখ্য, এই নিকাশি পাম্পিং স্টেশনে তৈরি করতে খরচ হচ্ছে প্রায় 38 কোটি টাকা । থাকছে চারটি 36 কিউসেক ক্ষমতাসম্পন্ন জার্মান থেকে আনা পাম্প । এছাড়াও সারা বছর চলার জন্য 4.5 কিউসেক ক্ষমতা সম্পন্ন আরও তিনটি পাম্প । গলফ গার্ডেন থেকে টলি ক্লাবের পাশে টালি নালা পর্যন্ত 1400 মিলিমিটার ব্যাসার্ধের নিকাশি পাইপলাইন বসানোর কথা হলেও টলি ক্লাবের প্রাচীর সংলগ্ন জমি জটের কারণে সেই পাইপলাইন দেশপ্রাণ শাসমল রোড পর্যন্ত গিয়েছে । বাকি 200 মিটার অংশের জন্য পুরনো নিকাশি নালাই ভরসা ।

কলকাতা, 9 জুলাই: উদ্বোধনের পর বছর ঘুরলেও চালু হয়নি নিকাশি পাম্পিং স্টেশন (golf garden pumping station work delay) ৷ 2021 বিধানসভা নির্বাচনের আগে আগে তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়েছিল গলফ গার্ডেন পাম্পিং স্টেশনের । তাই আশঙ্কা করা হচ্ছে এবারের বর্ষাতেও ভারি বৃষ্টি হলে ভাসতে পারে গলফগ্রিন, গলফ গার্ডেন, প্রিন্স আনোয়ার শাহ রোডের মতো এলাকা ৷

দক্ষিণ কলকাতার 94 ও 95 নম্বর ওয়ার্ডে বেশিরভাগ এলাকা জলের তলায় ডুবে থাকে বর্ষার মরশুমে । ফলে জমা জলের সমস্যায় ভুগতে হয় গলফগ্রিন থেকে গলফ গার্ডেন, প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দাদের ৷ জলমগ্ন হয়ে পড়ে 96 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকাও ৷ বছর বছর সেই একই জলছবি ৷ কিন্তু এই জমা জলের দুর্ভোগ থেকে বাসিন্দাদের মুক্তি দিতেই তৈরি হয়েছিল গলফ গার্ডেনের নিকাশি পাম্পিং স্টেশন । কিন্তু বাস্তব অন্য কথাই বলছে ৷

উদ্বোধনের বছর পার, এখনও চালু হয়নি গলফ গার্ডেন পাম্পিং স্টেশন

2021 এর ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয় এই পাম্পিং স্টেশনের । কিন্তু এর সম্পূর্ণ কাজ এখনও শেষ করে উঠতে পারেনি পৌরনিগম । সম্প্রতি এখানে বসানো হয়েছে জার্মানি থেকে আনা শক্তিশালী পাম্প । পরিকল্পনা অনুযায়ী, এই পাম্পিং স্টেশন থেকে বর্ষার জমা জল ফেলা হবে টালিনালাতে । তবে পৌরনিগমের তরফে দাবি করা হচ্ছে, ভারি বৃষ্টি হলেও আর জল যন্ত্রণার মুখে পড়তে হবে না এলাকাবাসীকে । কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং বলেন, "উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প বসে গিয়েছে । পাম্পিং স্টেশন থেকে টালি নালা পর্যন্ত নিকাশি নালার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ গলফ ক্লাবের প্রাচীরের কাছে থেকে পুরনো নিকাশি নালায় জমা জল ফেলা হবে । ওই কাজটুকু হয়ে গেলে আর কোনও সমস্যাই থাকবে না ।"

আরও পড়ুন: 11 জুলাই উদ্বোধন হতে পারে শিয়ালদা মেট্রোর, থাকতে পারেন স্মৃতি ইরানি

2021 এর 5 জুলাইয়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ৷ তবে এখন কাজ চলছে তা । উল্লেখ্য, এই নিকাশি পাম্পিং স্টেশনে তৈরি করতে খরচ হচ্ছে প্রায় 38 কোটি টাকা । থাকছে চারটি 36 কিউসেক ক্ষমতাসম্পন্ন জার্মান থেকে আনা পাম্প । এছাড়াও সারা বছর চলার জন্য 4.5 কিউসেক ক্ষমতা সম্পন্ন আরও তিনটি পাম্প । গলফ গার্ডেন থেকে টলি ক্লাবের পাশে টালি নালা পর্যন্ত 1400 মিলিমিটার ব্যাসার্ধের নিকাশি পাইপলাইন বসানোর কথা হলেও টলি ক্লাবের প্রাচীর সংলগ্ন জমি জটের কারণে সেই পাইপলাইন দেশপ্রাণ শাসমল রোড পর্যন্ত গিয়েছে । বাকি 200 মিটার অংশের জন্য পুরনো নিকাশি নালাই ভরসা ।

Last Updated : Jul 10, 2022, 6:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.