কলকাতা, 13 জানুয়ারি : কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর জিন্সের প্যান্টের খোপ থেকে উদ্ধার হল প্রায় দেড় কেজি সোনা (Illegal Gold Seized) । কাঁচি দিয়ে প্যান্টের খোপ কেটে কাস্টমস আধিকারিকরা ওই সোনা বাইরে বের করে আনেন । এই ঘটনায় দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে । কী কারণে এবং কোথায় তারা এই সোনা পাচার করছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।
আরও পড়ুন : আমহার্স্ট স্ট্রিটের গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু
গোপন সূত্রে কাস্টমস আধিকারিকরা জানতে পারেন দুবাই ফেরত দুই যাত্রী বিপুল পরিমাণ সোনা নিয়ে আসছে । এরপরেই সতর্ক হন কাস্টমস আধিকারিরকরা ৷ সন্দেহ হওয়াতে বিমানবন্দরে 2 ব্যক্তিকে আটক করা হয় ৷ পরে তাদের সঙ্গে কথা বলে সন্দেহ হয় কাস্টমস আধিকারিকদের । ওই দুই যাত্রীর জিনিসপত্র তল্লাশির পর সন্দেহ আরও বেড়ে যায় তদন্তকারীদের । এক যাত্রীর জিন্সের প্যান্টের কোমরে লুকনো খোপ দেখতে পান তারা । এরপরেই কাচি দিয়ে সেই খোপ কাটতেই বেড়িয়ে আসে একের পর এক সোনা । সব সোনা উদ্ধারের পর তা ওজন করে দেখা যায় প্রায় দেড় কেজি সোনা । যার বাজার মূল্য প্রায় 66 লক্ষ টাকা ।