ETV Bharat / city

দৌড়াচ্ছে জিপসি, নাগালে অপরাধী - জিপসি

কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডের অন্যতম সদস্য জিপসি ৷ জাতে জার্মান শেপার্ড ৷ বহু কেসের রহস্য উন্মোচন করেছে জিপসি ।

জিপসি
author img

By

Published : Jul 28, 2019, 8:47 PM IST

কলকাতা, 28 জুলাই : একটু আসছি বলে দুপুরে বেরিয়েছিলেন ৷ ঘড়ির কাঁটা তখন রাত দশটা পেরিয়েছে । তখনও ফেরেননি ৷ কোথায় গেল জলজ্যান্ত মানুষটা? 6 মাস আর 3 বছরের দুটি শিশুপুত্রকে নিয়ে রাতে চিন্তায় তখন ঘুম উড়েছে আমিনা বিবির ৷ রাত যখন আরেকটু বাড়ল, ছুটে গেলেন ভাসুর শানোয়ার আলি পুরকাইতের কাছে ৷ জানালেন ঘটনা ৷ সেটা ছিল শনিবার ৷ 2017 সালের 19 মার্চ ৷ রাতটা বিনিদ্রই কেটেছিল ৷ রবিবার সকালেও শওহর আনোয়ার আলি পুরকাইতকে না দেখতে পেয়ে সোজা গেছিলেন নাদিয়াল থানায় ৷ পুরোটা জানিয়েছিলেন ডিউটি অফিসারকে ৷ অফিসার সব শুনে প্রশ্ন করেছিলেন, “কারোর সঙ্গে শত্রুতা নেই তো?” মাথা নেড়েছিলেন আমিনা ৷ বাড়ির কাছেই কাজ ৷ নির্মীয়মাণ বহুতল বাজারের ম্যানেজার ৷ বাজারে কোনও দোকান ঘর বিক্রি হলে সেটি সাজানো, শ্রমিক জোগান দেওয়ার কাজ করতেন আনোয়ার ৷ এলাকার কেউ জোর গলায় কথা বলতে দেখেনি তাঁকে ৷ তবে কী এমন হল?

সব শুনে পুলিশ যায় লালপুল এলাকায় ৷ প্রথমে আনোয়ারের বাড়িতে ৷ ততক্ষণে ভিড় জমেছে সেখানে ৷ তদন্তকারী অফিসার দেখতে চাইলেন কর্মস্থান ৷ বাজারে কথা বলে জানতে পারলেন চারতলার একটি দোকান সাজানোর কাজ করছিলেন আনোয়ার ৷ অফিসার যান চারতলায় ৷ খোলেন নির্দিষ্ট দোকানের শাটার ৷ দেখা যায় মেঝেতে পড়ে আছে চাপ রক্ত ৷ মার্কেটের অন্যদের সঙ্গে কথা বলে কোনও ক্লু পাননি অফিসার ৷ বোঝা যাচ্ছিল না কিছুই ৷ জানা যায়, যক্ষ্মায় ভুগছিলেন আনোয়ার‍ ৷ তবে কি এ রক্ত কাশির? না কি অন্য কিছু । ধন্দে পড়েন অফিসার ৷ ফোন করেন বড়বাবুকে ৷ খবর যায় লালবাজারে ৷ এবার ময়দানে নামে কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দা ৷ রক্তের দাগ দেখে আর আশপাশের গন্ধ শুঁকে দৌড় শুরু করে সে ৷ বাজারের গলি পার হয়ে পার্ক, সেটিও পার হয়ে যায় ৷ পৌঁছে যায় এক পুকুরে ৷ তবে কি এই পুকুরেই আনোয়ারের দেহ? না ৷ সেখানেই থামা নয় ৷ এবার গোয়েন্দা পৌঁছায় একটু দূরে মনজ়ুর আলম মোল্লার বাড়ি ৷ সেখানে শুরু করে হাঁকডাক ৷ বাড়ি ছিলেন না মনজ়ুর ৷ বাড়ির এককোণে বালতির কাছে গিয়ে থমকে দাঁড়ায় গোয়েন্দা ৷ তারপর পুলিশ সেই বালতিতে পায় রক্তমাখা পাঞ্জাবি ৷

তখন ঘটনাটা মনে পড়ে যায় আনোয়ারের দাদার ৷ প্রোমোটার মনজ়ুরের কাছে ছ’লাখ টাকা পেতেন আনোয়ার ৷ শ্রমিক সাপ্লাই, ইট-বালির দাম বাবদ ওই টাকা পেত ৷ দিন কয়েক আগে দিয়েছিলেন তাগাদাও ৷ তবে কি খুনই হয়েছেন আনোয়ার? ধারণাটা বদ্ধমূল হতে শুরু করে ৷ নাদিয়াল থানায় খুনের অভিযোগ দায়ের করে আনোয়ারের পরিবার ৷ শুরু হয় 302, 102-বি ধারায় মামলা ৷ নিখোঁজের ঘটনা মোড় নেয় খুনের মামলায় ৷ সৌজন্যে সেই গোয়েন্দা ৷ নাম তার জিপসি ৷ কলকাতা পুলিশের এই মুহূর্তে সবচেয়ে ক্ষুরধার গন্ধ সন্ধানী জিপসি৷ বয়স মাত্র সাড়ে চার ৷

মুচিপাড়ার কোটি টাকার ঘড়ি চুরি হোক বা হরিদেবপুরের সোনার দোকানে ডাকাতি ৷ জিপসিই তদন্তকারী অফিসারদের হাতে তুলে দিয়েছিল নানা প্রমাণ৷ তার ভিত্তিতেই সমাধান হয়েছিল রহস্য ৷ আর নাদিয়াল থানার এই ঘটনায় জিপসির দেওয়া সূত্রেই শুরু হয় তদন্ত ৷

আইন বলছে, খুনের কেস সাজাতে প্রথমেই চাই দেহ ৷ সেই মৃতদেহের খোঁজ শুরু হয় ৷ জিপসির হ্যান্ডলার কনস্টবেল এম মণ্ডল তদন্তকারী অফিসারকে জানান, পুকুরে মিলতে পারে গুরুত্বপূর্ণ ক্লু ৷ তবে কি আনোয়ারের দেহ পাওয়া যাবে পুকুরেই ? জিপসির দেওয়া সূত্র ধরে নামানো হয় ডুবুরি ৷ না, দেহ মেলেনি ৷ তবে যেটা মেলে তাও কম কিছু নয় ৷ একটা হাতুড়ি ৷ এদিকে, রবিবার সকাল থেকেই বেপাত্তা মনজু়র ৷ পুলিশ মোবাইলের টাওয়ার লোকেট করে জানতে পারে সে ফোন ফেলে গেছে বাড়িতে ৷ আনোয়ারের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওইদিনই বিকেলে স্থানীয় এক ইটভাটা থেকে পাকড়াও করা হয় সইফুদ্দিন নামে একজনকে ৷ সে মনজু়রের ছায়াসঙ্গী ৷ তাকে জেরা করতেই ভেঙে পড়ে ৷ জানায়, খুনই করা হয়েছে আনোয়ারকে ৷

জানা যায়, পাওনা 6 লাখ টাকার কিছুটা মিটিয়ে দেবেন বলে আনোয়ারকে বাজারে ডেকে পাঠায় মনজ়ুর ৷ ওই বাড়ির ছাদে তখন কাজ করছিলেন চারজন শ্রমিক ৷ দুপুর দেড়টা নাগাদ ওই শ্রমিকদের চলে যেতে বলে সে ৷ তারপর দোকান ঘরের শাটার নামিয়ে হাতুড়ি আর ইট দিয়ে আঘাত করে খুন করে আনোয়ারকে ৷ মৃত্যু নিশ্চিত করতে এরপর গলায় লাগানো হয় ফাঁস ৷ আনোয়ারকে দিনদুপুরে খুন করে বস্তায় মুড়ে সেখানেই ফেলে রাখা হয় ৷ তারপর শাটারে তালা লাগিয়ে তখনকার মতো চলে যায় মনজ়ুর৷ পরে ভোররাতে আনোয়ারের দেহ ফেলে দেওয়া হয় একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ৷ পরে সেখান থেকে উদ্ধার হয় আনোয়ারের দেহ ৷

খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধান আগেই জিপসির লম্বা নাকে ভর করে পেয়েছিল পুলিশ ৷ সেই চিহ্নিত করেছিল খুনি ৷ কলকাতা পুলিশের বড়কর্তারা বলছেন, পুরো তদন্তে নায়ক একজনই ৷ সে জিপসি ৷ কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডের অন্যতম সদস্য ৷ জাতে এক জার্মান শেপার্ড ৷

কলকাতা, 28 জুলাই : একটু আসছি বলে দুপুরে বেরিয়েছিলেন ৷ ঘড়ির কাঁটা তখন রাত দশটা পেরিয়েছে । তখনও ফেরেননি ৷ কোথায় গেল জলজ্যান্ত মানুষটা? 6 মাস আর 3 বছরের দুটি শিশুপুত্রকে নিয়ে রাতে চিন্তায় তখন ঘুম উড়েছে আমিনা বিবির ৷ রাত যখন আরেকটু বাড়ল, ছুটে গেলেন ভাসুর শানোয়ার আলি পুরকাইতের কাছে ৷ জানালেন ঘটনা ৷ সেটা ছিল শনিবার ৷ 2017 সালের 19 মার্চ ৷ রাতটা বিনিদ্রই কেটেছিল ৷ রবিবার সকালেও শওহর আনোয়ার আলি পুরকাইতকে না দেখতে পেয়ে সোজা গেছিলেন নাদিয়াল থানায় ৷ পুরোটা জানিয়েছিলেন ডিউটি অফিসারকে ৷ অফিসার সব শুনে প্রশ্ন করেছিলেন, “কারোর সঙ্গে শত্রুতা নেই তো?” মাথা নেড়েছিলেন আমিনা ৷ বাড়ির কাছেই কাজ ৷ নির্মীয়মাণ বহুতল বাজারের ম্যানেজার ৷ বাজারে কোনও দোকান ঘর বিক্রি হলে সেটি সাজানো, শ্রমিক জোগান দেওয়ার কাজ করতেন আনোয়ার ৷ এলাকার কেউ জোর গলায় কথা বলতে দেখেনি তাঁকে ৷ তবে কী এমন হল?

সব শুনে পুলিশ যায় লালপুল এলাকায় ৷ প্রথমে আনোয়ারের বাড়িতে ৷ ততক্ষণে ভিড় জমেছে সেখানে ৷ তদন্তকারী অফিসার দেখতে চাইলেন কর্মস্থান ৷ বাজারে কথা বলে জানতে পারলেন চারতলার একটি দোকান সাজানোর কাজ করছিলেন আনোয়ার ৷ অফিসার যান চারতলায় ৷ খোলেন নির্দিষ্ট দোকানের শাটার ৷ দেখা যায় মেঝেতে পড়ে আছে চাপ রক্ত ৷ মার্কেটের অন্যদের সঙ্গে কথা বলে কোনও ক্লু পাননি অফিসার ৷ বোঝা যাচ্ছিল না কিছুই ৷ জানা যায়, যক্ষ্মায় ভুগছিলেন আনোয়ার‍ ৷ তবে কি এ রক্ত কাশির? না কি অন্য কিছু । ধন্দে পড়েন অফিসার ৷ ফোন করেন বড়বাবুকে ৷ খবর যায় লালবাজারে ৷ এবার ময়দানে নামে কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দা ৷ রক্তের দাগ দেখে আর আশপাশের গন্ধ শুঁকে দৌড় শুরু করে সে ৷ বাজারের গলি পার হয়ে পার্ক, সেটিও পার হয়ে যায় ৷ পৌঁছে যায় এক পুকুরে ৷ তবে কি এই পুকুরেই আনোয়ারের দেহ? না ৷ সেখানেই থামা নয় ৷ এবার গোয়েন্দা পৌঁছায় একটু দূরে মনজ়ুর আলম মোল্লার বাড়ি ৷ সেখানে শুরু করে হাঁকডাক ৷ বাড়ি ছিলেন না মনজ়ুর ৷ বাড়ির এককোণে বালতির কাছে গিয়ে থমকে দাঁড়ায় গোয়েন্দা ৷ তারপর পুলিশ সেই বালতিতে পায় রক্তমাখা পাঞ্জাবি ৷

তখন ঘটনাটা মনে পড়ে যায় আনোয়ারের দাদার ৷ প্রোমোটার মনজ়ুরের কাছে ছ’লাখ টাকা পেতেন আনোয়ার ৷ শ্রমিক সাপ্লাই, ইট-বালির দাম বাবদ ওই টাকা পেত ৷ দিন কয়েক আগে দিয়েছিলেন তাগাদাও ৷ তবে কি খুনই হয়েছেন আনোয়ার? ধারণাটা বদ্ধমূল হতে শুরু করে ৷ নাদিয়াল থানায় খুনের অভিযোগ দায়ের করে আনোয়ারের পরিবার ৷ শুরু হয় 302, 102-বি ধারায় মামলা ৷ নিখোঁজের ঘটনা মোড় নেয় খুনের মামলায় ৷ সৌজন্যে সেই গোয়েন্দা ৷ নাম তার জিপসি ৷ কলকাতা পুলিশের এই মুহূর্তে সবচেয়ে ক্ষুরধার গন্ধ সন্ধানী জিপসি৷ বয়স মাত্র সাড়ে চার ৷

মুচিপাড়ার কোটি টাকার ঘড়ি চুরি হোক বা হরিদেবপুরের সোনার দোকানে ডাকাতি ৷ জিপসিই তদন্তকারী অফিসারদের হাতে তুলে দিয়েছিল নানা প্রমাণ৷ তার ভিত্তিতেই সমাধান হয়েছিল রহস্য ৷ আর নাদিয়াল থানার এই ঘটনায় জিপসির দেওয়া সূত্রেই শুরু হয় তদন্ত ৷

আইন বলছে, খুনের কেস সাজাতে প্রথমেই চাই দেহ ৷ সেই মৃতদেহের খোঁজ শুরু হয় ৷ জিপসির হ্যান্ডলার কনস্টবেল এম মণ্ডল তদন্তকারী অফিসারকে জানান, পুকুরে মিলতে পারে গুরুত্বপূর্ণ ক্লু ৷ তবে কি আনোয়ারের দেহ পাওয়া যাবে পুকুরেই ? জিপসির দেওয়া সূত্র ধরে নামানো হয় ডুবুরি ৷ না, দেহ মেলেনি ৷ তবে যেটা মেলে তাও কম কিছু নয় ৷ একটা হাতুড়ি ৷ এদিকে, রবিবার সকাল থেকেই বেপাত্তা মনজু়র ৷ পুলিশ মোবাইলের টাওয়ার লোকেট করে জানতে পারে সে ফোন ফেলে গেছে বাড়িতে ৷ আনোয়ারের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওইদিনই বিকেলে স্থানীয় এক ইটভাটা থেকে পাকড়াও করা হয় সইফুদ্দিন নামে একজনকে ৷ সে মনজু়রের ছায়াসঙ্গী ৷ তাকে জেরা করতেই ভেঙে পড়ে ৷ জানায়, খুনই করা হয়েছে আনোয়ারকে ৷

জানা যায়, পাওনা 6 লাখ টাকার কিছুটা মিটিয়ে দেবেন বলে আনোয়ারকে বাজারে ডেকে পাঠায় মনজ়ুর ৷ ওই বাড়ির ছাদে তখন কাজ করছিলেন চারজন শ্রমিক ৷ দুপুর দেড়টা নাগাদ ওই শ্রমিকদের চলে যেতে বলে সে ৷ তারপর দোকান ঘরের শাটার নামিয়ে হাতুড়ি আর ইট দিয়ে আঘাত করে খুন করে আনোয়ারকে ৷ মৃত্যু নিশ্চিত করতে এরপর গলায় লাগানো হয় ফাঁস ৷ আনোয়ারকে দিনদুপুরে খুন করে বস্তায় মুড়ে সেখানেই ফেলে রাখা হয় ৷ তারপর শাটারে তালা লাগিয়ে তখনকার মতো চলে যায় মনজ়ুর৷ পরে ভোররাতে আনোয়ারের দেহ ফেলে দেওয়া হয় একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ৷ পরে সেখান থেকে উদ্ধার হয় আনোয়ারের দেহ ৷

খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধান আগেই জিপসির লম্বা নাকে ভর করে পেয়েছিল পুলিশ ৷ সেই চিহ্নিত করেছিল খুনি ৷ কলকাতা পুলিশের বড়কর্তারা বলছেন, পুরো তদন্তে নায়ক একজনই ৷ সে জিপসি ৷ কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডের অন্যতম সদস্য ৷ জাতে এক জার্মান শেপার্ড ৷

Intro:কলকাতা, ১৬ জুলাই: তৃতীয় দফায় বিচ্ছিন্ন হলেও অশান্তি হয়েছিল বেশ কিছু। মুর্শিদাবাদে ঘটেছিল প্রাণহানির ঘটনা। কোথাও পড়েছিল বোম। কোথাও চলেছিল গুলি। বেশিরভাগ বুকে কেন্দ্রীয় বাহিনী রাখার পরেও এড়ানো যায়নি অশান্তি। সেই সূত্রেই চতুর্থ দফায় আরও বেশি সতর্ক কমিশন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন চতুর্থ দফার সবকটি কেন্দ্রের অবজারভারকে দিলেন বিশেষ পরামর্শ। সূত্র বলছে, আসানসোল এবং বীরভূমের দুটি কেন্দ্রের অবজারভারকে দিয়েছেন বিশেষ নির্দেশ।


Body:বিরোধীদের একের পর এক অভিযোগ। অভিযোগের তীরে, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। বিষয়টি নজরে পড়েছে নির্বাচন সদনের। এমনিতেই কমিশনের কাছে বীরভূম নিয়ে যে রিপোর্ট আছে, তা চিন্তার। আসলে ওই জেলায় নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি ঘটনা ঘটেছে অতীতে। ঘটেছে রক্তপাত, প্রাণহানির ঘটনা। এবার বিরোধীদের অভিযোগ ভোটের দিন রিগিং করা হবে। এই জেলায় বিশেষ নজর রাখতে বিরোধিতা বারবার অনুরোধ করেছে কমিশনকে। সেই সূত্রেই কমিশন মনে করছে ওই জেলায় শান্তিপূর্ণ ভোট পরিচালনা রীতিমতো চ্যালেঞ্জ হবে। যে 580 কোম্পানি বাহিনী দিয়ে ভোট হবে তৃতীয় দফার, তার অনেকটাই মোতায়েন থাকবে এই জেলায়। সূত্র জানাচ্ছে তৃতীয় দফায় যেভাবে মুর্শিদাবাদের সর্বোচ্চ বাহিনী দেওয়া হয়েছিল, চতুর্থ দফায় বীরভূম জেলায় থাকবে সর্বোচ্চ বাহিনী। বুকের বাইরের যে কোনো ঘটনাতেও থাকবে বিশেষ নজর। তেমন বড় কোনো অভিযোগ গেলে দ্রুত পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম। কমিশন সূত্রে খবর, চতুর্থ দফায় বাড়ানো হচ্ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা। পাশাপাশি এবার নজর রয়েছে আসানসোলও। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। অন‍্যদিকে এই আসন এবার তৃণমূলের কাছে চ‍্যালেঞ্জ। বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে, এবার এই আসনে হবে রিগিং। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের সর্বদল বৈঠক কেউ এমন দাবি জানিয়েছে বিজেপি। সর্বদল বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের পর অজয় নায়ক আসানসোলে দাঁড়িয়েই বলেছিলেন এবারে কেন্দ্রে 100% কেন্দ্রীয় বাহিনী থাকবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.