কলকাতা, 1 জুন : পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে যুঝতে কোমড় বেঁধেছে রাজ্য পরিবহণ দফতর । তাই পথে নেমেছে ইলেকট্রিক ও সিএনজি চালিত বাস। আজ কসবার পরিবহণ ভবন 2-য়ে সিএনজি পাম্পের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Gas station inaugurated for CNG buses in Kolkata)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্রও (Madan Mitra) ৷
অনেক আগে থেকেই কসবা বাস ডিপোতে সিএনজি পাম্প তৈরি করার পরিকল্পনা থাকলেও এবার তা বাস্তবায়িত হল । এই পাম্পটি তৈরির জন্য বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) সঙ্গে 2021 সালের জুন মাসে চুক্তিবদ্ধ হয়েছে পরিবহণ দফতর । শুধুমাত্র সরকারি বাসই নয়, এখানে গ্যাস ভরাবার সুবিধা পাবে বেসরকারি বাস ও অন্যান্য যানও । যদিও এর আগে গড়িয়া ও নিউটাউনে বেসরকারি উদ্যোগে সিএনজি পাম্প চালু হয়েছে । তবে পরিবহণ দফতরের উদ্যোগে কসবায় চালু হল প্রথম এই সিএনজি পাম্পিং স্টেশন । পরিবেশ বাঁচাতে ও পেট্রোপণ্যের বিকল্প জ্বালানি হিসাবে পরিবহণ দফতর প্রথম থেকেই পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহারের উপরে জোর দিয়েছে । সেই মত একাধিক পদক্ষেপও করেছে পরিবহণ নিগম ।
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম(FirHad Hakim) বলেন, "আমরা ইতিমধ্যে 30টি সিএনজি বাস চালু করেছি ৷ দিনে দিনে এই বাসের সংখ্যা আরও বাড়বে ৷ তাই এই বাসে জ্বালানি সরবরাহ-এর জন্যই পাম্পগুলি তৈরি করা হচ্ছে ধাপে ধাপে । পরিবহণ নিগমের পরিকল্পনা রয়েছে যে শহরের মধ্যে ইলেকট্রিক বাস বেশি চালানো হবে এবং দূরপাল্লার রুটগুলোতে চালানো হবে সিএনজি অপারেটেড বাস । তবে দূরপাল্লার সিএনজির বাসগুলির জন্য রাজ্যের অন্যান্য জায়গায় দ্রুত তৈরি করতে হবে সিএনজি পাম্পিং স্টেশন ।"
আরও পড়ুন : Firhad on KK Death : কে কে-র মৃত্যুর জের ! নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির সুপারিশ
ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট লিমিটেড (WBTC)-এর ম্যানেজিং ডাইরেক্টর রঞ্জন বীরসিংহ কাপুর জানান, চুক্তি অনুসারে কলকাতার আরও সাতটি জায়গায় তৈরি করা হবে সিএনজি স্টেশন । হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘরিয়া, সাঁতরাগাছি, করুণাময়ী ও কসবা ৷ এই আটটি ডিপোতে তৈরি করা হবে পাম্পিং স্টেশন । প্রতিটি ডিপোয় সিএনজি স্টেশনের পরিকাঠামো তৈরি করতে খরচ পড়বে প্রায় 3.5 কোটি টাকা । এই পাম্প থেকে প্রতি ঘণ্টায় 15টি বাস গ্যাস ভরাতে পারবে ।