হাওড়া, 3 জুন: আগামী 6 জুন থেকে রাজ্যের 29 টি রুটে সচল হবে লঞ্চ পরিষেবা। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, 29 টি রুটে দৈনিক 40 টি লঞ্চ যাতায়াত করবে৷ এদিকে, হাওড়া লঞ্চঘাট থেকে বাগবাজার সহ অন্যান্য রুটে যাত্রী পরিষেবা ইতিমধ্যে চালু হলেও যাত্রীর অভাবে ধুঁকছে পরিষেবা৷ নতুন 29 টি রুটে লঞ্চ পরিষেবা দেওয়া হলেও পর্যাপ্ত যাত্রী মিলবে কি-না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়৷
পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আগামী 6 জুন থেকে যে নদীঘাটগুলিতে লঞ্চ পরিষেবা চালু হচ্ছে সেগুলি হল: শ্রীরামপুর-ধবিঘাট (ব্যারাকপুর), উত্তরপাড়া-আরিয়াদহ, উত্তরপাড়া-অচিপূর, উত্তরপাড়া-বাগবাজার, বেলুড়-আড়িয়াদহ, মণিরামপুর-শেওরাফুলি, উত্তরপাড়া-কুটিঘাট, তেলেনিপাড়া-শ্যামনগর, কোন্নগর-পানিহাটি, বেলুড়-বাগবাজার, বেলুড়-শিপিং, বেলুড়-মেটিয়াবুরুজ, হাওড়া-কুটিঘাট, কাশিপুর-হাওড়া, বেলুড়-হাওড়া, বেলুড়-কাশিপুর, বেলুড়-বাগবাজার, হাওড়া-আর্মেনিয়াম, হাওড়া-শিপিং, হাওড়া-ফেয়ারলি, ফেয়ারলি-কুটিঘাট, কুটিঘাট-বেলুড়, নূরপুর-গাদিয়ার, নাজিরগঞ্জ-মেটিয়াবুরুজ, রামকৃষ্ণপুর-চাঁদপাল, চাঁদপাল-হাওড়া (ভায়া ফেয়ারলি), হাওড়া-বাগবাজার৷ মোট 29 টি রুটে সচল হবে পরিষেবা৷ আপাতত 29 টি রুটে ৪০ টি লঞ্চ চলাচল করবে বলে জানা গিয়েছে পরিবহন দফতর সূত্রে। সর্বনিম্ন 30 মিনিট অন্তর, সর্বাধিক 1 ঘণ্টা 10 মিনিট অন্তর লঞ্চ চলাচল করবে৷
এদিকে, ইতিমধ্যে হাওড়া লঞ্চঘাট থেকে বাগবাজার সহ অন্যান্য রুটে যাত্রী পরিষেবা চালু হলেও কম সংখ্যক যাত্রী হচ্ছে ফেরিতে৷ যার ফলে দৈনিক 3 লাখ টাকার বেশি লোকসান হচ্ছে বলে জানাচ্ছে হুগলি নদী জলপথ পরিবহন সমিতি। নতুন করে 29 টি রুটে পরিষেবা চালু হলেও যাত্রী মিলবে কি-না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়৷