ETV Bharat / city

Kolkata Medical College: দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে উত্তপ্ত মেডিক্যাল কলেজের গেট - ইডেন হাসপাতাল রোড

কলকাতা মেডিক্যাল কলেজে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ ৷ হাসপাতালের 5 নং গেটের বাইরে এই ঝামেলা হয় বলে অভিযোগ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ইডেন হাসপাতাল রোড ৷ পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ৷

gang-war-in-gate-no-5-of-kolkata-medical-college-and-hospital
দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে উত্তপ্ত মেডিক্যাল কলেজের 5নং গেট
author img

By

Published : Oct 24, 2021, 7:56 PM IST

কলকাতা, 24 অক্টোবর : দুই দুষ্কৃতী দলের মধ্যে তুুমুল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন হাসপাতাল রোডের 5 নম্বর গেট ৷ দুই গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঝামেলার শুরু হয় ৷ তার পর সেখান থেকেই মদের বোতল ছোড়াছুড়ি এবং হাতাহাতি শুরু হয় ৷ দু’দলের মধ্যে হাতাহাতির মধ্যেই গুলি চলে বলে অভিযোগ ৷ ঘটনায় দু’তরফের 10 থেকে 12 জন আহত হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামানো হয় ৷

এই ঘটনায় ভিকি আলি বলে এক দুষ্কৃতীর দলের বিরুদ্ধে মহিলাদের ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে ৷ এনিয়ে পুলিশে একাধিকবার অভিযোগ করা হলেও, বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ সেই ঘটনাকে কেন্দ্র করেই আজ ঝামেলার শুরু হয় বলে ৷ এর পর রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ নম্বর গেট চত্বর ৷ গন্ডগোলের রেশ যাতে হাসপাতালের ভিতরে না ছড়ায়, তার জন্য হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এই ঘটনায় 4 জনকে বৌবাজার থানার পুলিশ আটক করেছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Covid-19 Infection: কলকাতায় সংক্রমণের তথ্য নিয়ে মতানৈক্য স্বাস্থ্য দফতর ও পৌরনিগমের

অভিযোগ, দু’পক্ষের মধ্যে মদের বোতল ছোড়াছুড়ি হয় ৷ এমনকি গুলিও চলে ৷ যদিও, পুলিশ কোনও গুলির খোল উদ্ধার করেনি বলেই জানা গিয়েছে ৷ তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের আবাসিকরা জানিয়েছেন, একদল দুষ্কৃতী গত কয়েকদিন ধরে হাসপাতালের 5 নং গেটের কাছে দাপাদাপি শুরু করেছে ৷ সেখান দিয়ে মহিলারা গেলে, তাঁদের কূটক্তি করা হচ্ছিল ৷ এ নিয়ে পুলিশে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা ৷

কলকাতা, 24 অক্টোবর : দুই দুষ্কৃতী দলের মধ্যে তুুমুল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজের ইডেন হাসপাতাল রোডের 5 নম্বর গেট ৷ দুই গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঝামেলার শুরু হয় ৷ তার পর সেখান থেকেই মদের বোতল ছোড়াছুড়ি এবং হাতাহাতি শুরু হয় ৷ দু’দলের মধ্যে হাতাহাতির মধ্যেই গুলি চলে বলে অভিযোগ ৷ ঘটনায় দু’তরফের 10 থেকে 12 জন আহত হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামানো হয় ৷

এই ঘটনায় ভিকি আলি বলে এক দুষ্কৃতীর দলের বিরুদ্ধে মহিলাদের ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে ৷ এনিয়ে পুলিশে একাধিকবার অভিযোগ করা হলেও, বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ সেই ঘটনাকে কেন্দ্র করেই আজ ঝামেলার শুরু হয় বলে ৷ এর পর রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ নম্বর গেট চত্বর ৷ গন্ডগোলের রেশ যাতে হাসপাতালের ভিতরে না ছড়ায়, তার জন্য হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় ৷ এই ঘটনায় 4 জনকে বৌবাজার থানার পুলিশ আটক করেছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Covid-19 Infection: কলকাতায় সংক্রমণের তথ্য নিয়ে মতানৈক্য স্বাস্থ্য দফতর ও পৌরনিগমের

অভিযোগ, দু’পক্ষের মধ্যে মদের বোতল ছোড়াছুড়ি হয় ৷ এমনকি গুলিও চলে ৷ যদিও, পুলিশ কোনও গুলির খোল উদ্ধার করেনি বলেই জানা গিয়েছে ৷ তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের আবাসিকরা জানিয়েছেন, একদল দুষ্কৃতী গত কয়েকদিন ধরে হাসপাতালের 5 নং গেটের কাছে দাপাদাপি শুরু করেছে ৷ সেখান দিয়ে মহিলারা গেলে, তাঁদের কূটক্তি করা হচ্ছিল ৷ এ নিয়ে পুলিশে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.