ETV Bharat / city

লকডাউনের জের, পিকের শ্রাদ্ধানুষ্ঠানে থাকবেন না 10 জনের বেশি লোক - লক ডাউনের মাঝে পিকের শ্রাদ্ধবাসর

লকডাউনের মাঝেই পিকে বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে । তবে সরকারি নির্দেশিকা মেনেই ।

Funeral of Late PK Banerjee amid lockdown
লক ডাউনের মাঝে পিকের শ্রাদ্ধবাসর
author img

By

Published : Mar 30, 2020, 1:12 PM IST

কলকাতা, 30 মার্চ : পিকে বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানেও মানা হচ্ছে সরকারি নির্দেশিকা । নির্দেশিকা মেনেই শ্রাদ্ধানুষ্ঠানে থাকবেন শুধু নিকট আত্মীয়রা ।

রবীন্দ্রনাথের গান বড় প্রিয় ছিল কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের । সচিনকর্তার গানও ভালোবাসতেন । আড্ডার আসরে দরাজ গলায় গাইতেন সচিন দেববর্মনের গান । প্রিয় মানুষদের সঙ্গে অনন্ত আড্ডায় তাঁর উৎসাহ ছিল দেখার মতো । কিন্তু তাঁরই শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকা হবে না অনেকের । দুই মেয়ে পলা এবং পিঙ্কি যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন সেখানে আন্তরিকতা আছে । একই সঙ্গে রয়েছে পরিস্থিতির প্রেক্ষাপটে উপস্থিত না হওয়ার অনুরোধও ।

সল্টলেকের DH 131 নম্বর বাড়িতে প্রয়াত প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দশজনের বেশি উপস্থিত থাকতে পারবে না । তাঁর বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার বাবা চিরকালই স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন । আইন মেনে চলতে পছন্দ করতেন । তাই তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে বিরাট সংখ্যক মানুষ ডেকে লকডাউনের নির্দেশিকা ভাঙতে পারি না । তাই কড়জোরে অনুরোধ করছি সবাইকে । ছোটো করে শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে । অত্যন্ত নিকট আত্মীয়রাই থাকবেন এবং সংখ্যাটা দশের বেশি নয় । আমরা পরে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান করব । তখন সবাই আসতে পারবেন । শ্রাদ্ধানুষ্ঠানে সংবাদমাধ্যমকেও প্রবেশের অনুমতি দিচ্ছি না ।"

Funeral of Late PK Banerjee amid lockdown
পিকের শ্রাদ্ধবাসরের আমন্ত্রণ পত্র

দাদাকে চিরকাল বাবার মতোই দেখে এসেছেন অর্জুন সম্মান পাওয়া প্রাক্তন ফুটবলার, বর্তমান সাংসদ । বলছেন, "প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের জন্য সবাই আসবেন সেটাই স্বাভাবিক । কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের হাত-পা বাঁধা ।" ব্যক্তি জীবনে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মিষ্টি ছিল রসগোল্লা । সেটাও জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে জানালেন প্রসুন বন্দ্যোপাধ্যায় । অতিকষ্টে কিছু সন্দেশ আনানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন তিনি । পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানিয়েছেন তিনি ।

কলকাতা, 30 মার্চ : পিকে বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানেও মানা হচ্ছে সরকারি নির্দেশিকা । নির্দেশিকা মেনেই শ্রাদ্ধানুষ্ঠানে থাকবেন শুধু নিকট আত্মীয়রা ।

রবীন্দ্রনাথের গান বড় প্রিয় ছিল কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের । সচিনকর্তার গানও ভালোবাসতেন । আড্ডার আসরে দরাজ গলায় গাইতেন সচিন দেববর্মনের গান । প্রিয় মানুষদের সঙ্গে অনন্ত আড্ডায় তাঁর উৎসাহ ছিল দেখার মতো । কিন্তু তাঁরই শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকা হবে না অনেকের । দুই মেয়ে পলা এবং পিঙ্কি যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন সেখানে আন্তরিকতা আছে । একই সঙ্গে রয়েছে পরিস্থিতির প্রেক্ষাপটে উপস্থিত না হওয়ার অনুরোধও ।

সল্টলেকের DH 131 নম্বর বাড়িতে প্রয়াত প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দশজনের বেশি উপস্থিত থাকতে পারবে না । তাঁর বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার বাবা চিরকালই স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন । আইন মেনে চলতে পছন্দ করতেন । তাই তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে বিরাট সংখ্যক মানুষ ডেকে লকডাউনের নির্দেশিকা ভাঙতে পারি না । তাই কড়জোরে অনুরোধ করছি সবাইকে । ছোটো করে শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে । অত্যন্ত নিকট আত্মীয়রাই থাকবেন এবং সংখ্যাটা দশের বেশি নয় । আমরা পরে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান করব । তখন সবাই আসতে পারবেন । শ্রাদ্ধানুষ্ঠানে সংবাদমাধ্যমকেও প্রবেশের অনুমতি দিচ্ছি না ।"

Funeral of Late PK Banerjee amid lockdown
পিকের শ্রাদ্ধবাসরের আমন্ত্রণ পত্র

দাদাকে চিরকাল বাবার মতোই দেখে এসেছেন অর্জুন সম্মান পাওয়া প্রাক্তন ফুটবলার, বর্তমান সাংসদ । বলছেন, "প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের জন্য সবাই আসবেন সেটাই স্বাভাবিক । কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের হাত-পা বাঁধা ।" ব্যক্তি জীবনে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মিষ্টি ছিল রসগোল্লা । সেটাও জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে জানালেন প্রসুন বন্দ্যোপাধ্যায় । অতিকষ্টে কিছু সন্দেশ আনানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন তিনি । পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.