ETV Bharat / city

TMC 21 July Rally: শিয়ালদায় তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির নামে চাঁদা আদায়ের অভিযোগ

আগামী বৃহস্পতিবার 21 জুলাই ৷ ওই দিন তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি (TMC 21 July Rally) ৷ সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদায় আদায়ের অভিযোগ উঠল শিয়ালদা স্টেশন চত্বরে (Sealdah Railway Station) ৷ কলকাতার এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷

Fund raised in Sealdah on pretext of TMC Martyrs Day
TMC 21 July Rally: শিয়ালদায় তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচির নামে চাঁদা আদায়ের অভিযোগ
author img

By

Published : Jul 15, 2022, 6:07 PM IST

কলকাতা, 15 জুলাই : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবস কর্মসূচির চাঁদা তোলার অভিযোগ উঠল ৷ সেই চাঁদা নেওয়ার ঘটনাকে ঘিরে বচসা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি শিয়ালদা স্টেশন (Sealdah Railway Station) চত্বরের ট্যাক্সি স্ট্যান্ডে ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এর জেরে অভিযোগ দায়ের হয়েছে কলকাতার এন্টালি থানায় ৷ পুলিশ এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ ৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে ধরাও যায়নি বলে খবর ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূলের কংগ্রেসের সবস্তরের নেতা-কর্মীদের কাছে 21 জুলাই শহিদ দিবস কর্মসূচির (TMC 21 July Rally) গুরুত্ব আলাদা ৷ এই কর্মসূচি থেকে যেমন যুব কংগ্রেসের হয়ে আন্দোলন করতে যাওয়া নিহত কর্মীদের শ্রদ্ধা জানানো হয়, তেমনই ভিক্টোরিয়া হাউজের সামনে থেকে ঘাসফুল শিবিরের জন্য সারাবছরের দিকনির্দেশ দেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC Chief Mamata Banerjee) ৷ তাই বাংলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা দলে দলে ভিড় জমান কলকাতায় ৷

কিন্তু করোনা পরিস্থিতির জেরে 2020 ও 2021-এর শহিদ দিবসের অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের তরফে ভার্চুয়ালি করতে হয়েছে ৷ ঘরে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে হয়েছে ঘাসফুলের নেতা-কর্মীদের ৷ দু’বছর পর এবার আবার ভিক্টোরিয়া হাউজের সামনে ফিরছে 21 জুলাইয়ের কর্মসূচি ৷ প্রকাশ্য সমাবেশেই ভাষণ দেবেন তৃণমূল নেত্রী ৷

তাই এবার তৃণমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা চরমে ৷ প্রস্তুতিও চলছে জোরকদমে ৷ কিন্তু প্রস্তুতি পর্বের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) স্পষ্ট করে দিয়েছিলেন যে এবার কোনওভাবে চাঁদা তোলা যাবে না 21 জুলাইয়ের কর্মসূচির নাম করে ৷ তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন যে এমন কোনও ঘটনা ঘটলে পুলিশের কাছে অভিযোগও দায়ের করতে পরামর্শ দিয়েছিলেন ৷

কার্যত সেটাই ঘটল শিয়ালদা স্টেশন চত্বরে ৷ অভিযোগ, জোর করে শিয়ালদা চত্বরে ট্যাক্সিচালকদের কাছ থেকে 21 জুলাইয়ের কর্মসূচির জন্য চাঁদা চাওয়া হয় ৷ তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয় ৷ ট্যাক্সিচালকরা টাকা দিতে অস্বীকার করেন ৷ তার জেরে তাঁদের হুমকি দেওয়া হয় ৷ এর পরই এন্টালি থানায় ওই ট্যাক্সিচালকরা লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন : TMC 21 July Rally: তৃণমূলের 'শহিদ দিবস' পালনের আগে চিকিৎসাকেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশ ! স্বাস্থ্য দফতরের পদক্ষেপে বিতর্ক

কলকাতা, 15 জুলাই : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবস কর্মসূচির চাঁদা তোলার অভিযোগ উঠল ৷ সেই চাঁদা নেওয়ার ঘটনাকে ঘিরে বচসা হয় বলে অভিযোগ ৷ ঘটনাটি শিয়ালদা স্টেশন (Sealdah Railway Station) চত্বরের ট্যাক্সি স্ট্যান্ডে ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এর জেরে অভিযোগ দায়ের হয়েছে কলকাতার এন্টালি থানায় ৷ পুলিশ এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ ৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে ধরাও যায়নি বলে খবর ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূলের কংগ্রেসের সবস্তরের নেতা-কর্মীদের কাছে 21 জুলাই শহিদ দিবস কর্মসূচির (TMC 21 July Rally) গুরুত্ব আলাদা ৷ এই কর্মসূচি থেকে যেমন যুব কংগ্রেসের হয়ে আন্দোলন করতে যাওয়া নিহত কর্মীদের শ্রদ্ধা জানানো হয়, তেমনই ভিক্টোরিয়া হাউজের সামনে থেকে ঘাসফুল শিবিরের জন্য সারাবছরের দিকনির্দেশ দেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC Chief Mamata Banerjee) ৷ তাই বাংলার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা দলে দলে ভিড় জমান কলকাতায় ৷

কিন্তু করোনা পরিস্থিতির জেরে 2020 ও 2021-এর শহিদ দিবসের অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের তরফে ভার্চুয়ালি করতে হয়েছে ৷ ঘরে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে হয়েছে ঘাসফুলের নেতা-কর্মীদের ৷ দু’বছর পর এবার আবার ভিক্টোরিয়া হাউজের সামনে ফিরছে 21 জুলাইয়ের কর্মসূচি ৷ প্রকাশ্য সমাবেশেই ভাষণ দেবেন তৃণমূল নেত্রী ৷

তাই এবার তৃণমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা চরমে ৷ প্রস্তুতিও চলছে জোরকদমে ৷ কিন্তু প্রস্তুতি পর্বের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) স্পষ্ট করে দিয়েছিলেন যে এবার কোনওভাবে চাঁদা তোলা যাবে না 21 জুলাইয়ের কর্মসূচির নাম করে ৷ তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন যে এমন কোনও ঘটনা ঘটলে পুলিশের কাছে অভিযোগও দায়ের করতে পরামর্শ দিয়েছিলেন ৷

কার্যত সেটাই ঘটল শিয়ালদা স্টেশন চত্বরে ৷ অভিযোগ, জোর করে শিয়ালদা চত্বরে ট্যাক্সিচালকদের কাছ থেকে 21 জুলাইয়ের কর্মসূচির জন্য চাঁদা চাওয়া হয় ৷ তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হয় ৷ ট্যাক্সিচালকরা টাকা দিতে অস্বীকার করেন ৷ তার জেরে তাঁদের হুমকি দেওয়া হয় ৷ এর পরই এন্টালি থানায় ওই ট্যাক্সিচালকরা লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন : TMC 21 July Rally: তৃণমূলের 'শহিদ দিবস' পালনের আগে চিকিৎসাকেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশ ! স্বাস্থ্য দফতরের পদক্ষেপে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.