ETV Bharat / city

Weather Forecast : আগামিকাল থেকে দক্ষিণের পাশাপাশি উত্তরেও ভারী বৃষ্টির সর্তকতা - Weather Forecast of West Bengal

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যে বাড়তে চলেছে বৃষ্টিপাত ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গে থাকবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ৷

আগামিকাল থেকে পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টিপাত
আগামিকাল থেকে পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টিপাত
author img

By

Published : Jul 6, 2021, 10:02 AM IST

কলকাতা, 6 জুলাই : আগামিকাল থেকে ফের রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টিপাত ৷ উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপ বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । তার সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । ওড়িশার দক্ষিণ অংশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে এই ঘূর্ণাবর্ত । এই দুইয়ের প্রভাবেই রাজ্যের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে আগামী 24 ঘণ্টায় ।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামিকাল বুধবার থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ । উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে ৷ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামিকাল উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রির বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা

কলকাতা, 6 জুলাই : আগামিকাল থেকে ফের রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টিপাত ৷ উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপ বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । তার সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত । ওড়িশার দক্ষিণ অংশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে এই ঘূর্ণাবর্ত । এই দুইয়ের প্রভাবেই রাজ্যের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে আগামী 24 ঘণ্টায় ।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামিকাল বুধবার থেকে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ । উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে ৷ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামিকাল উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রির বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.