ETV Bharat / city

ট্যাক্সিতে উঠলেই 50 টাকা, 1 অগাস্ট থেকে বাড়ছে ভাড়া - 1 আগস্ট থেকে বাড়ছে ট্যাক্সির ভাড়া

রাজ্যের অপেক্ষায় না থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল বেঙ্গল ট্যাক্সি উইনিয়ন ৷

minimum taxi fare is 50 rupees
বাড়ছে ভাড়া
author img

By

Published : Jul 15, 2020, 9:33 PM IST

কলকাতা, 15 জুলাই : এবার থেকে ট্যাক্সিতে উঠলেই দিতে হবে 50 টাকা । আজ এমনটাই জানালেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ । লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কোরোনার প্রকোপে যাত্রী অমিল । এমন পরিস্থিতিতে সরকারের কাছে বারবার ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি করা সত্ত্বেও লাভ হয়নি ৷ এবার ট্যাক্সি সংগঠিনগুলি নিজেরাই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল । সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানানো হবে ৷ জানাল সংগঠন ।

সম্প্রতি লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ট্যাক্সির ন্যূনতম ভাড়া 50 টাকা করার দাবি জানিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি । যার পর রাজ্যের পরিবহন দপ্তর সংগঠনগুলির কাছে সিদ্ধান্ত নিতে সময় চায় । সেই মেয়াদ শেষ হওয়ার পরেও রাজ্য কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ এবার তাই সংগঠন নিজেই সিদ্ধান্ত ঘোষণা করল ।

বুধবার বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, "সরকারের তরফে ট্যাক্সির বিষয়ে একটা সুরাহা বেরোবে আশা করেছিলাম । কিছুই হল না ! অগত্যা, সবকটি হলুদ ট্যাক্সি অ্যাসোসিয়েশন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে । পুরোনো ভাড়ায় আর গাড়ি চালানো যাচ্ছে না বলেই ভাড়া বৃদ্ধির বিষয়ে একমত হয়েছি । 1 আগস্ট থেকে ভাড়া বাড়ানো হচ্ছে । মাস পয়লা থেকে ট্যাক্সিতে উঠলেই 30 টাকার বদলে দিতে হবে 50 টাকা ।"

এর আগে 2018 সালের জুলাই মাসে ট্যাক্সির ন্যূনতম ভাড়া বেড়েছিল 5 টাকা । পাঁচ টাকা বাড়ার পর ন্যূনতম ভাড়া হয় 30 টাকা ।

কলকাতা, 15 জুলাই : এবার থেকে ট্যাক্সিতে উঠলেই দিতে হবে 50 টাকা । আজ এমনটাই জানালেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ । লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কোরোনার প্রকোপে যাত্রী অমিল । এমন পরিস্থিতিতে সরকারের কাছে বারবার ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি করা সত্ত্বেও লাভ হয়নি ৷ এবার ট্যাক্সি সংগঠিনগুলি নিজেরাই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল । সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানানো হবে ৷ জানাল সংগঠন ।

সম্প্রতি লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ট্যাক্সির ন্যূনতম ভাড়া 50 টাকা করার দাবি জানিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি । যার পর রাজ্যের পরিবহন দপ্তর সংগঠনগুলির কাছে সিদ্ধান্ত নিতে সময় চায় । সেই মেয়াদ শেষ হওয়ার পরেও রাজ্য কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ এবার তাই সংগঠন নিজেই সিদ্ধান্ত ঘোষণা করল ।

বুধবার বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, "সরকারের তরফে ট্যাক্সির বিষয়ে একটা সুরাহা বেরোবে আশা করেছিলাম । কিছুই হল না ! অগত্যা, সবকটি হলুদ ট্যাক্সি অ্যাসোসিয়েশন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে । পুরোনো ভাড়ায় আর গাড়ি চালানো যাচ্ছে না বলেই ভাড়া বৃদ্ধির বিষয়ে একমত হয়েছি । 1 আগস্ট থেকে ভাড়া বাড়ানো হচ্ছে । মাস পয়লা থেকে ট্যাক্সিতে উঠলেই 30 টাকার বদলে দিতে হবে 50 টাকা ।"

এর আগে 2018 সালের জুলাই মাসে ট্যাক্সির ন্যূনতম ভাড়া বেড়েছিল 5 টাকা । পাঁচ টাকা বাড়ার পর ন্যূনতম ভাড়া হয় 30 টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.