কলকাতা, 16 অগস্ট: টাকা পয়সা নিয়ে গণ্ডগোল । আর তার জেরেই যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে (Friends accused of murder young man at Ekbalpur)। দক্ষিণ কলকাতার একবালপুর থানা এলাকায় সোমবার রাতে এই ঘটনা ঘটেছে ৷ মৃত যুবকের নাম সন্দীপ পুন(22)। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একবালপুর থানায় ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ । পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা । বাকিদের খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ।
বেশ কয়েকদিন ধরেই টাকা পয়সাকে কেন্দ্র করে বন্ধুদের সঙ্গে ঝামেলা হচ্ছিল সন্দীপের ৷ অভিযোগ, সোমবার রাতে একবালপুরে বাড়িতে দু'জন বন্ধু এসে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারতে শুরু করে সন্দীপকে । কোনওরকমে ছেলেকে সেখান থেকে নিয়ে ঘরের ভেতর নিয়ে আসেন তাঁর মা । এরপরেই চিৎকার চেঁচামেচির খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এলে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায় । এলাকার বাসিন্দাদের সাহায্যেই রক্তাক্ত অবস্থায় সন্দীপকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসকরা সন্দীপকে মৃত ঘোষণা করেন ।
মৃতের পরিবারের তরফে অভিযোগ, বন্ধুদের সঙ্গে বেশ কিছুদিন ধরে সন্দীপের টাকা নিয়ে গোলমাল চলছিল । কিন্তু তার জেরে যে এই ঘটনা ঘটবে তা আন্দাজ করতে পারেননি কেউই ৷ তদন্ত নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বাকি অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করছেন ।
আরও পড়ুন : হাওড়ায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে খুন, গ্রেফতার গৃহবধূ