ETV Bharat / city

2019-র PSC ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিল PSC - চাকরি

PSC ক্লার্কশিপ, 2019 (বিজ্ঞাপন নম্বর 5/2019) নিয়ে পরীক্ষার্থীদের একাধিক বিষয় স্পষ্ট করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ।

চাকরির খবর
চাকরির খবর
author img

By

Published : Oct 17, 2020, 7:01 AM IST

PSC ক্লার্কশিপ, 2019 (বিজ্ঞাপন নম্বর 5/2019) নিয়ে পরীক্ষার্থীদের একাধিক বিষয় পরিষ্কার করে জানাল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন । একটি বিজ্ঞপ্তি দিয়ে PSC ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ান থেকে প্রার্থী বাছাই, কম্পিউটার টাইপিং টেস্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি ড্রাফট প্রকাশ করেছে । নিচে প্রশ্ন-উত্তরগুলি বিস্তারিত ভাবে দেওয়া হল...

1) কতগুলি শূন্যপদ রয়েছে ?

উত্তর : PSC ক্লার্কশিপে মোট শূন্য আসন রয়েছে 7227টি । (UR- 2971, SC - 1406, ST - 430, OBC A - 716, OBC B - 505, PH (LV) - 120, PH (LDCP) - 89, PH (HI) - 109, MSP - 186, SC (LDCP) - 60, Ex SM - 476, SC(Ex SM) - 159)

2) কী ভিত্তিতে প্রার্থীদের দ্বিতীয় ভাগের পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে ?

উত্তর : মোট শূন্যপদের ভিত্তিতে এক একটি পদের জন্য 10 জন করে প্রার্থীদের দ্বিতীয় ভাগের পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে ।

3) কেন কিছু শ্রেণির ক্ষেত্রে 10 জনের কম প্রার্থী রয়েছে ?

উত্তর : শ্রেণি অনুযায়ী কাট-অফ মার্কস থাকার জন্য সব শ্রেণির পর্যাপ্ত প্রার্থী পাওয়া সম্ভব হয়নি ।

4) পার্ট ওয়ান ও পার্ট টু উভয় পেপারের নম্বর কি একত্রিত করে মেধা তালিকা প্রকাশিত হবে ?

উত্তর : হ্যাঁ । পার্ট টু পরীক্ষা হয়ে যাওয়ার পর পার্ট ওয়ান ও পার্ট টু উভয় পেপারের নম্বরের একত্র মূল্যায়নের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ হবে ।

5) কতজন প্রার্থীকে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ডাকা হবে ?

উত্তর : কম্পিউটার টাইপিং টেস্টে শূন্যপদ অনুযায়ী সমসংখ্যর প্রার্থীদের ডাকা হবে । সব প্রার্থী কম্পিউটার টেস্ট-এ সফল না হলে যতজন অসফল হবেন আরও ততজনকে মেরিট লিস্টের পরবর্তী প্রার্থী তালিকা ক্রমানুসারে ডাকা হবে ।

6) প্রার্থীদের কম্পিউটার বা টাইপিং নলেজের জন্য কোনও সার্টিফিকেট দাখিল করতে হবে ?

উত্তর : না ।

7) কম্পিউটার টাইপিং-এর জন্য কী মান থাকতে হবে ?

উত্তর : ইংরেজির জন্য প্রতি মিনিটে 20টি শব্দ, বাংলার জন্য প্রতি মিনিটে 10টি শব্দ টাইপ করতে হবে ।

8) কী কী ভাষা কম্পিউটার টেস্ট নেওয়া হবে ?

উত্তর : ইংরেজি বা বাংলা

9) প্রতিবন্ধী প্রার্থীরা কি লেখা পরীক্ষার জন্য অতিরিক্ত সময় পাবেন ?

উত্তর : হ্যাঁ । প্রতিবন্ধী প্রার্থীদের 20 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে ।

10) প্রতিবন্ধী প্রার্থীদের জন্য চূড়ান্ত পর্বের বাছাই-এর ক্ষেত্রে কী আলাদা আলাদা কোনও মেরিট লিস্ট থাকবে নাকি সব প্রতিবন্ধীর জন্য একটি মেরিট লিস্ট-ই থাকবে ?

উত্তর : PH (LV), PH (LDCP) এবং PH (HI)-র জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট থাকবে ।

11) কোন পরীক্ষার্থী আবেদন পত্রে দেওয়া পোস্টিং, ক্যাটেগরি বাছাই বা ভাষা নির্বাচন নিয়ে তথ্য এখনও আর কোনভাবে পরিবর্তন করতে পারবেন ?

উত্তর : না ।

12) PSC-র পার্ট টু পরীক্ষা কি শুধুমাত্র কলকাতাতেই হবে ?

উত্তর : এই পার্ট টু পরীক্ষার জন্য চারটি কেন্দ্র থাকবে । কলকাতা, শিলিগুড়ি, আসানসোল ও বহরমপুরে পরীক্ষা কেন্দ্র থাকবে ।

PSC ক্লার্কশিপ, 2019 (বিজ্ঞাপন নম্বর 5/2019) নিয়ে পরীক্ষার্থীদের একাধিক বিষয় পরিষ্কার করে জানাল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন । একটি বিজ্ঞপ্তি দিয়ে PSC ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ান থেকে প্রার্থী বাছাই, কম্পিউটার টাইপিং টেস্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি ড্রাফট প্রকাশ করেছে । নিচে প্রশ্ন-উত্তরগুলি বিস্তারিত ভাবে দেওয়া হল...

1) কতগুলি শূন্যপদ রয়েছে ?

উত্তর : PSC ক্লার্কশিপে মোট শূন্য আসন রয়েছে 7227টি । (UR- 2971, SC - 1406, ST - 430, OBC A - 716, OBC B - 505, PH (LV) - 120, PH (LDCP) - 89, PH (HI) - 109, MSP - 186, SC (LDCP) - 60, Ex SM - 476, SC(Ex SM) - 159)

2) কী ভিত্তিতে প্রার্থীদের দ্বিতীয় ভাগের পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে ?

উত্তর : মোট শূন্যপদের ভিত্তিতে এক একটি পদের জন্য 10 জন করে প্রার্থীদের দ্বিতীয় ভাগের পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে ।

3) কেন কিছু শ্রেণির ক্ষেত্রে 10 জনের কম প্রার্থী রয়েছে ?

উত্তর : শ্রেণি অনুযায়ী কাট-অফ মার্কস থাকার জন্য সব শ্রেণির পর্যাপ্ত প্রার্থী পাওয়া সম্ভব হয়নি ।

4) পার্ট ওয়ান ও পার্ট টু উভয় পেপারের নম্বর কি একত্রিত করে মেধা তালিকা প্রকাশিত হবে ?

উত্তর : হ্যাঁ । পার্ট টু পরীক্ষা হয়ে যাওয়ার পর পার্ট ওয়ান ও পার্ট টু উভয় পেপারের নম্বরের একত্র মূল্যায়নের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ হবে ।

5) কতজন প্রার্থীকে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ডাকা হবে ?

উত্তর : কম্পিউটার টাইপিং টেস্টে শূন্যপদ অনুযায়ী সমসংখ্যর প্রার্থীদের ডাকা হবে । সব প্রার্থী কম্পিউটার টেস্ট-এ সফল না হলে যতজন অসফল হবেন আরও ততজনকে মেরিট লিস্টের পরবর্তী প্রার্থী তালিকা ক্রমানুসারে ডাকা হবে ।

6) প্রার্থীদের কম্পিউটার বা টাইপিং নলেজের জন্য কোনও সার্টিফিকেট দাখিল করতে হবে ?

উত্তর : না ।

7) কম্পিউটার টাইপিং-এর জন্য কী মান থাকতে হবে ?

উত্তর : ইংরেজির জন্য প্রতি মিনিটে 20টি শব্দ, বাংলার জন্য প্রতি মিনিটে 10টি শব্দ টাইপ করতে হবে ।

8) কী কী ভাষা কম্পিউটার টেস্ট নেওয়া হবে ?

উত্তর : ইংরেজি বা বাংলা

9) প্রতিবন্ধী প্রার্থীরা কি লেখা পরীক্ষার জন্য অতিরিক্ত সময় পাবেন ?

উত্তর : হ্যাঁ । প্রতিবন্ধী প্রার্থীদের 20 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে ।

10) প্রতিবন্ধী প্রার্থীদের জন্য চূড়ান্ত পর্বের বাছাই-এর ক্ষেত্রে কী আলাদা আলাদা কোনও মেরিট লিস্ট থাকবে নাকি সব প্রতিবন্ধীর জন্য একটি মেরিট লিস্ট-ই থাকবে ?

উত্তর : PH (LV), PH (LDCP) এবং PH (HI)-র জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট থাকবে ।

11) কোন পরীক্ষার্থী আবেদন পত্রে দেওয়া পোস্টিং, ক্যাটেগরি বাছাই বা ভাষা নির্বাচন নিয়ে তথ্য এখনও আর কোনভাবে পরিবর্তন করতে পারবেন ?

উত্তর : না ।

12) PSC-র পার্ট টু পরীক্ষা কি শুধুমাত্র কলকাতাতেই হবে ?

উত্তর : এই পার্ট টু পরীক্ষার জন্য চারটি কেন্দ্র থাকবে । কলকাতা, শিলিগুড়ি, আসানসোল ও বহরমপুরে পরীক্ষা কেন্দ্র থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.