কলকাতা, 12 মে : আগামী শুক্রবার অর্থাৎ 14 মে ঈদের দিন 192 টির পরিবর্তে সারাদিনে 144 টি মেট্রো চলবে৷ আপ ও ডাউন মিলিয়ে এই সংখ্যার মেট্রো চলবে সেদিন । তবে দিনের প্রথম ও শেষ ট্রেনের সময়ের কোনও পরিবর্তন হয়নি ।
করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ার পর থেকেই কিছুটা হলেও ঘাটতি হয়েছে মেট্রোর যাত্রী সংখ্যায় । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, মেট্রোর পরিষেবা 50 শতাংশ কম করা হয়েছে । যদিও এর আগেও রবিবার ও অন্যান্য ছুটির দিনগুলিতে যাত্রী ভিড় এড়াতে পরিষেবার সংখ্যা তুলনামূলক কম রাখার সিদ্ধান্ত নেয় মেট্রো রেল কর্তৃপক্ষ ।
পাশাপাশি করোনা মোকাবেলায় একদিকে যেমন মেট্রো চত্বর ও কামরাগুলির নিয়মিতভাবে স্যানিটাইজেশইন চলছে, অন্যদিকে যাত্রীরা মাস্ক না পরলে তাঁদের জরিমানাও করা হচ্ছে ।
আরও পড়ুন : করোনা-পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধির দাবি মালিকদের
পাশাপাশি চলছে ‘নো মাস্ক, নো মেট্রো’ ক্যাম্পেনও । বারবার করোনা সংক্রমণ সম্পর্কে যাত্রীদের অবগত করার জন্য ঘোষণা চলছে বিভিন্ন মেট্রো স্টেশনে । স্টেশন চত্বরের টিভিতে দেখানো হচ্ছে প্রচারমূলক ফিল্ম । ট্রেনে ওঠার আগে যাত্রীরা যাতে নিজেদের হাত স্যানিটাইজ করে নেন, সেই বিষয় জোর দেওয়া হচ্ছে । ট্রেনের মধ্যে সামাজিক দূরত্ব মেনে দাঁড়াবার বা বসার কথাও বলা হচ্ছে ।