ETV Bharat / city

যাত্রীদের অত্যাধুনিক পরিষেবা দিতে বিভিন্ন স্টেশনে WiFi কানেকশন - উত্তর ও দক্ষিণ শাখা

রেলের তরফে সব স্টেশনে বিনামূল্য়ে WiFi পরিষেবার কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ পরিকল্পনা মাফিক দেশের একাদিক ছোটো-বড় স্টেশনগুলিকে এই কাজ শেষ হয়ে গেছে।

free_wifi_for_railway_passengers_in_sealdah_main_and_south_section_is_installed
শপিং মল, VIP লাউঞ্জের পর সব স্টেশনে WiFi পরিষেবা
author img

By

Published : Nov 1, 2020, 9:19 PM IST

কলকাতা, 1 নভেম্বর : শিয়ালদা ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখার সব স্টেশনে এবার WiFi পরিষেবা শুরু হচ্ছে ৷ রেলের পরিষেবাকে আরও উন্নত করতে ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই WiFi পরিষেবা দেওয়া হচ্ছে ৷ লকডাউনের মধ্য়ে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার জন্য় এইসব স্টেশনগুলিতে WiFi কানেকশন বসিয়েছে পূর্ব রেল ৷

রেলের তরফে সব স্টেশনে বিনামূল্য়ে WiFi পরিষেবার কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ পরিকল্পনা মাফিক দেশের একাদিক ছোটো-বড় স্টেশনগুলিকে এই কাজ শেষ হয়ে গেছে। অনেক সময় যাত্রীরা নিজেদের মোবাইলে নেটওয়ার্ক কানেকশনের সমস্যার জন্য ট্রেনে ইন্টারনেট পাওয়ার ক্ষেত্রে অসুবিধা পড়েন। তাই এর আগেই পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের স্টেশনগুলিকে বিনামূল্যে WiFi ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল রেল বোর্ড। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ সহ বড়-ছোটো একাধিক স্টেশনে শুরু হয়েছে WiFi পরিষেবা।

পূর্ব রেলের 116টি স্টেশনকে WiFi যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যদিও বড় স্টেশন যেমন- শিয়ালদা, কলকাতা স্টেশন ও নৈহাটি স্টেশনে WiFi চালু করা হয়েছে। অন্যদিকে চাঁদপাড়া, হালিশহর, লেক গার্ডেন্স, কৃষ্ণনগর সিটি জংশন, কৃষ্ণপুর, হাসনাবাদ, চামপাহাটি, টালিগঞ্জ, দমদম ক্যান্টনমেন্ট, লক্ষীকান্তপুর, বালিঘাট, হোতার মগরাহাট, কোসিম্বাজার, বরানগর, বারুইপুর ও বনগাঁ স্টেশনে লকডাউনের মধ্যেই WiFi যুক্ত করার কাজ এগিয়েছে। এরপর বাকি ন'টি স্টেশনে দ্রুত শুরু হবে WiFi চালু করার কাজ।

শিয়ালদহ স্টেশনকে আরও উন্নত করার জন্য বিভিন্ন পরিষেবা যেমন WiFi , CCTV, মেটাল ডিরেক্টর, VIP লাউঞ্জ, ডরমেটোরি সহ আরও অত্যাধুনিক পরিষেবা যুক্ত করা হয়েছে। স্টেশনগুলিকে আরও উন্নত করার দিকে আগে থেকেই জোর দিচ্ছে রেলমন্ত্রক।

কলকাতা, 1 নভেম্বর : শিয়ালদা ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখার সব স্টেশনে এবার WiFi পরিষেবা শুরু হচ্ছে ৷ রেলের পরিষেবাকে আরও উন্নত করতে ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই WiFi পরিষেবা দেওয়া হচ্ছে ৷ লকডাউনের মধ্য়ে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার জন্য় এইসব স্টেশনগুলিতে WiFi কানেকশন বসিয়েছে পূর্ব রেল ৷

রেলের তরফে সব স্টেশনে বিনামূল্য়ে WiFi পরিষেবার কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷ পরিকল্পনা মাফিক দেশের একাদিক ছোটো-বড় স্টেশনগুলিকে এই কাজ শেষ হয়ে গেছে। অনেক সময় যাত্রীরা নিজেদের মোবাইলে নেটওয়ার্ক কানেকশনের সমস্যার জন্য ট্রেনে ইন্টারনেট পাওয়ার ক্ষেত্রে অসুবিধা পড়েন। তাই এর আগেই পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের স্টেশনগুলিকে বিনামূল্যে WiFi ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল রেল বোর্ড। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ সহ বড়-ছোটো একাধিক স্টেশনে শুরু হয়েছে WiFi পরিষেবা।

পূর্ব রেলের 116টি স্টেশনকে WiFi যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যদিও বড় স্টেশন যেমন- শিয়ালদা, কলকাতা স্টেশন ও নৈহাটি স্টেশনে WiFi চালু করা হয়েছে। অন্যদিকে চাঁদপাড়া, হালিশহর, লেক গার্ডেন্স, কৃষ্ণনগর সিটি জংশন, কৃষ্ণপুর, হাসনাবাদ, চামপাহাটি, টালিগঞ্জ, দমদম ক্যান্টনমেন্ট, লক্ষীকান্তপুর, বালিঘাট, হোতার মগরাহাট, কোসিম্বাজার, বরানগর, বারুইপুর ও বনগাঁ স্টেশনে লকডাউনের মধ্যেই WiFi যুক্ত করার কাজ এগিয়েছে। এরপর বাকি ন'টি স্টেশনে দ্রুত শুরু হবে WiFi চালু করার কাজ।

শিয়ালদহ স্টেশনকে আরও উন্নত করার জন্য বিভিন্ন পরিষেবা যেমন WiFi , CCTV, মেটাল ডিরেক্টর, VIP লাউঞ্জ, ডরমেটোরি সহ আরও অত্যাধুনিক পরিষেবা যুক্ত করা হয়েছে। স্টেশনগুলিকে আরও উন্নত করার দিকে আগে থেকেই জোর দিচ্ছে রেলমন্ত্রক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.