ETV Bharat / city

চাকরির নামে প্রতারণা চক্র, গ্রেপ্তার আয়ুর্বেদিক হাসপাতালের ফার্মাসিস্ট - কলকাতা

বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে প্রতারণা ৷ গ্রেপ্তার জি বি রায় আয়ুর্বেদিক হাসপাতালের ফার্মাসিস্ট অসিত দাস ৷ গতকাল তাকে গ্রেপ্তার করা হয় ৷ আজ তাকে শিয়ালদা আদালতে তোলা হবে ।

one pharmacist arrested by police
গ্রেপ্তার আয়ুর্বেদিক হাসপাতালের ফার্মাসিস্ট
author img

By

Published : Jan 21, 2020, 3:47 AM IST

কলকাতা, 21 জানুয়ারি : নিজে স্বাস্থ্য বিভাগের কর্মী । স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নাকি ওঠাবসা । আর তাই স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়া তার বাঁ হাতের খেলা । এই সব বলেই বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করছিল ওই ব্যক্তি । সঙ্গে ছিল আরও কয়েকজন । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ৷ বাকিদের খোঁজ চলছে ।

লালবাজার সূত্রে খবর, কয়েকদিন আগে উলটোডাঙা থানায় অভিযোগ জমা পড়েছিল । এক বেকার যুবক অভিযোগ করেন, স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়ার নামে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে এক ব্যক্তি । নাম অসিত দাস । তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু ওই যুবকই নয়, অসিতের প্রতারণার শিকার আরও অনেকে । শুধু স্বাস্থ্য দপ্তর নয়, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করে দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা নিত সে ৷ এই কাজে তাকে সহযোগিতা করত আরও কয়েকজন । এরপর থেকেই অসিতের খোঁজ চলছিল ৷

গতকাল তাকে ধরতে ফাঁদ পাতে পুলিশ । প্ল্যান করে তাকে ডেকে আনা হয় শ্যামবাজারের রাজা দীনেন্দ্র স্ট্রিটের জে বি রায় আয়ুর্বেদিক হাসপাতালের সামনে । চাকরিপ্রার্থী হিসেবে এক তদন্তকারী অফিসার সেখানে পৌঁছায় তার হাতে টাকা তুলে দেবে বলে ৷ আর টাকা নিতে এসেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে ৷ জানা যায়, অসিত জে বি রায় আয়ুর্বেদিক হাসপাতালে ফার্মাসিস্ট পদে কর্মরত । তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে । আজ ধৃতকে শিয়ালদা আদালতে তোলা হবে ।

কলকাতা, 21 জানুয়ারি : নিজে স্বাস্থ্য বিভাগের কর্মী । স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নাকি ওঠাবসা । আর তাই স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়া তার বাঁ হাতের খেলা । এই সব বলেই বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করছিল ওই ব্যক্তি । সঙ্গে ছিল আরও কয়েকজন । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ৷ বাকিদের খোঁজ চলছে ।

লালবাজার সূত্রে খবর, কয়েকদিন আগে উলটোডাঙা থানায় অভিযোগ জমা পড়েছিল । এক বেকার যুবক অভিযোগ করেন, স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়ার নামে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে এক ব্যক্তি । নাম অসিত দাস । তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু ওই যুবকই নয়, অসিতের প্রতারণার শিকার আরও অনেকে । শুধু স্বাস্থ্য দপ্তর নয়, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করে দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা নিত সে ৷ এই কাজে তাকে সহযোগিতা করত আরও কয়েকজন । এরপর থেকেই অসিতের খোঁজ চলছিল ৷

গতকাল তাকে ধরতে ফাঁদ পাতে পুলিশ । প্ল্যান করে তাকে ডেকে আনা হয় শ্যামবাজারের রাজা দীনেন্দ্র স্ট্রিটের জে বি রায় আয়ুর্বেদিক হাসপাতালের সামনে । চাকরিপ্রার্থী হিসেবে এক তদন্তকারী অফিসার সেখানে পৌঁছায় তার হাতে টাকা তুলে দেবে বলে ৷ আর টাকা নিতে এসেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে ৷ জানা যায়, অসিত জে বি রায় আয়ুর্বেদিক হাসপাতালে ফার্মাসিস্ট পদে কর্মরত । তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে । আজ ধৃতকে শিয়ালদা আদালতে তোলা হবে ।

Intro:কলকাতা, 20 জানুয়ারি: তিনি স্বাস্থ্য বিভাগের কর্মী। স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে নাকি তাঁর ওঠাবসা। সেই সূত্রে স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়া বাঁ হাতের খেলা। আর এসব বলেই বেকার যুবকদের প্রতারণা করছিল ওই ব্যক্তি। সঙ্গে নিয়েছিল আরো কয়েকজনকে। জমিয়ে চলছিল বেকার যুবকদের টাকায় ফুর্তি।জারিজুরি অবশ্য দীর্ঘস্থায়ী হলো না। কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। বাকিদের খোঁজ চলছে।



Body:লালবাগের সূত্রে খবর, কিছুদিন আগে উল্টোডাঙা থানায় জমা পড়ে অভিযোগ। এক বেকার যুবক জানায় তাকে স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়ার জন্য লক্ষাধিক টাকা নিয়েছে এক ব্যক্তি। তার নাম অসিত দাস। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু ওই এক যুবককে নয়, অসিতের প্রতারণার শিকার আরও অনেকে। শুধু স্বাস্থ্য দপ্তর নয়, রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে চাকরি করে দেওয়ার নামে প্রতারণা শুরু করেছিল ওই ব‍্যাক্তি। তার সঙ্গে ছিল আরো কয়েকজন। তারপর থেকেই ওই ব্যক্তির খোঁজ চলছিল।


Conclusion:আজ ফাঁদ পাতে পুলিশ। তাকে ডেকে আনা হয় উল্টোডাঙা থানা এলাকার শ্যামবাজারের রাজা দীনেন্দ্র স্ট্রিটের জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালের সামনে। চাকরি প্রার্থী হিসেবে তদন্তকারী অফিসার বলে টাকা দেওয়া হবে তাকে। আর তাতেই কলকাতা পুলিশের হাতে ধরা দেয় বছর পঞ্চাশের ওই ব্যক্তি। জানা যায়, অসিত জেবি রায় আয়ুর্বেদিক হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। এখন অবশ্য সে ছুটিতে রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চলছে। তাকে আগামীকাল শিয়ালদা আদালতে তোলা হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.