কলকাতা, 21 জানুয়ারি : নিজে স্বাস্থ্য বিভাগের কর্মী । স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নাকি ওঠাবসা । আর তাই স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়া তার বাঁ হাতের খেলা । এই সব বলেই বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করছিল ওই ব্যক্তি । সঙ্গে ছিল আরও কয়েকজন । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ৷ বাকিদের খোঁজ চলছে ।
লালবাজার সূত্রে খবর, কয়েকদিন আগে উলটোডাঙা থানায় অভিযোগ জমা পড়েছিল । এক বেকার যুবক অভিযোগ করেন, স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেওয়ার নামে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে এক ব্যক্তি । নাম অসিত দাস । তদন্তে নেমে পুলিশ জানতে পারে শুধু ওই যুবকই নয়, অসিতের প্রতারণার শিকার আরও অনেকে । শুধু স্বাস্থ্য দপ্তর নয়, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করে দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা নিত সে ৷ এই কাজে তাকে সহযোগিতা করত আরও কয়েকজন । এরপর থেকেই অসিতের খোঁজ চলছিল ৷
গতকাল তাকে ধরতে ফাঁদ পাতে পুলিশ । প্ল্যান করে তাকে ডেকে আনা হয় শ্যামবাজারের রাজা দীনেন্দ্র স্ট্রিটের জে বি রায় আয়ুর্বেদিক হাসপাতালের সামনে । চাকরিপ্রার্থী হিসেবে এক তদন্তকারী অফিসার সেখানে পৌঁছায় তার হাতে টাকা তুলে দেবে বলে ৷ আর টাকা নিতে এসেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে ৷ জানা যায়, অসিত জে বি রায় আয়ুর্বেদিক হাসপাতালে ফার্মাসিস্ট পদে কর্মরত । তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে । আজ ধৃতকে শিয়ালদা আদালতে তোলা হবে ।