ETV Bharat / city

AIFB Flag Controversy : নেতাজির আদর্শ মেনে পতাকায় বদল মানল না ফরওয়ার্ড ব্লকের বিক্ষুব্ধরা

author img

By

Published : Jun 22, 2022, 8:14 PM IST

পতাকায় বদল এনেছে ফরওয়ার্ড ব্লক৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মতাদর্শ অনুযায়ীই বদল আনা হয়েছে । তার পরও প্রতিষ্ঠা দিবসে বিতর্কের কেন্দ্রে রইল পতাকা বদল ৷

forward-bloc-flag-controversy-on-83rd-foundation-day
AIFB Flag Controversy : নেতাজির আদর্শ মেনে পতাকায় বদল মানল না ফরওয়ার্ড ব্লকের বিক্ষুব্ধরা

কলকাতা, 22 জুন : দলীয় পতাকা বদল নিয়ে শুরুতেই ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc Flag Controversy) অন্দরে বিতর্ক শুরু হয় । কয়েক মাস পরেও সেই দ্বন্দ্ব মিটল না । আর তাই দলের নতুন-পুরনো দুই রকম পতাকা উত্তোলনের মাধ্যমে 83তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ৷ মঙ্গলবার কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) রাজ্য অফিসে নতুন পতাকায় প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় । ঠিক তেমনি বাঁকুড়া, হাওড়া-সহ প্রায় 10টি জেলায় পুরনো পতাকাতেই প্রতিষ্ঠা দিবস পালন করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা । এই ঘটনার কথা ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস মেনে নিলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ।

Forward Bloc Flag Controversy on 83rd Foundation Day
পুরনো পতাকায় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস পালন

এখানে উল্লেখ করা প্রয়োজন, ফরওয়ার্ড ব্লকে বিতর্কের সূত্রপাত পতাকা পরিবর্তনকে কেন্দ্র করে । 1948 সাল থেকে ফরওয়ার্ড ব্লকের পতাকায় বাঘের সঙ্গে কাস্তে-হাতুড়ি ছিল। বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের বর্তমান নেতারা হঠাৎ পতাকা পরিবর্তন করলেন । তাঁদের কথায় গুরুত্ব না দিয়ে, কেন্দ্রীয় কাউন্সিলে প্রস্তাব পাশ করানো হয় । 22 জুন নতুন পতাকা নিয়ে অনুষ্ঠান করা হয়েছে।

Forward Bloc Flag Controversy on 83rd Foundation Day
ফরওয়ার্ড ব্লক অফিসে প্রতিষ্ঠা দিবস পালন

বিক্ষুব্ধদের মধ্যে আলি ইমরান রামজ, সুদীপ মুখোপাধ্যায়ের প্রশ্ন, "1948 সাল থেকে এই পতাকা নিয়েই আমরা লড়াই করছি । তাহলে অশোক ঘোষ, চিত্ত বসুরা কি ভুল করেছিলেন ?" পালটা দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের বক্তব্য, ‘‘একাধিক সম্মেলন ও বৈঠকের মাধ্যমে পার্টির সংবিধানে বদল আনা হয়েছে । নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মতাদর্শ অনুযায়ীই বদল আনা হয়েছে ।’’

ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের বক্তব্য

তারপরও মঙ্গলবার 83তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিভিন্ন জায়গায় দুই রকম পতাকা উত্তোলন করা হয়েছে । এ বিষয়ে দেবব্রতবাবু বক্তব্য, ‘‘এমন অনেক জায়গা আছে, যেখানে সকালে পুরনো পতাকা উত্তোলন করা হলেও পরে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে ।’’ বিষয়টাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন ।

আরও পড়ুন : Forward Block Flag : লাল ছেড়ে তেরঙ্গায় ফিরছে ফরওয়ার্ড ব্লকের পতাকা

কলকাতা, 22 জুন : দলীয় পতাকা বদল নিয়ে শুরুতেই ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc Flag Controversy) অন্দরে বিতর্ক শুরু হয় । কয়েক মাস পরেও সেই দ্বন্দ্ব মিটল না । আর তাই দলের নতুন-পুরনো দুই রকম পতাকা উত্তোলনের মাধ্যমে 83তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ৷ মঙ্গলবার কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) রাজ্য অফিসে নতুন পতাকায় প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় । ঠিক তেমনি বাঁকুড়া, হাওড়া-সহ প্রায় 10টি জেলায় পুরনো পতাকাতেই প্রতিষ্ঠা দিবস পালন করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা । এই ঘটনার কথা ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস মেনে নিলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ।

Forward Bloc Flag Controversy on 83rd Foundation Day
পুরনো পতাকায় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস পালন

এখানে উল্লেখ করা প্রয়োজন, ফরওয়ার্ড ব্লকে বিতর্কের সূত্রপাত পতাকা পরিবর্তনকে কেন্দ্র করে । 1948 সাল থেকে ফরওয়ার্ড ব্লকের পতাকায় বাঘের সঙ্গে কাস্তে-হাতুড়ি ছিল। বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের বর্তমান নেতারা হঠাৎ পতাকা পরিবর্তন করলেন । তাঁদের কথায় গুরুত্ব না দিয়ে, কেন্দ্রীয় কাউন্সিলে প্রস্তাব পাশ করানো হয় । 22 জুন নতুন পতাকা নিয়ে অনুষ্ঠান করা হয়েছে।

Forward Bloc Flag Controversy on 83rd Foundation Day
ফরওয়ার্ড ব্লক অফিসে প্রতিষ্ঠা দিবস পালন

বিক্ষুব্ধদের মধ্যে আলি ইমরান রামজ, সুদীপ মুখোপাধ্যায়ের প্রশ্ন, "1948 সাল থেকে এই পতাকা নিয়েই আমরা লড়াই করছি । তাহলে অশোক ঘোষ, চিত্ত বসুরা কি ভুল করেছিলেন ?" পালটা দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের বক্তব্য, ‘‘একাধিক সম্মেলন ও বৈঠকের মাধ্যমে পার্টির সংবিধানে বদল আনা হয়েছে । নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মতাদর্শ অনুযায়ীই বদল আনা হয়েছে ।’’

ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের বক্তব্য

তারপরও মঙ্গলবার 83তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিভিন্ন জায়গায় দুই রকম পতাকা উত্তোলন করা হয়েছে । এ বিষয়ে দেবব্রতবাবু বক্তব্য, ‘‘এমন অনেক জায়গা আছে, যেখানে সকালে পুরনো পতাকা উত্তোলন করা হলেও পরে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে ।’’ বিষয়টাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন ।

আরও পড়ুন : Forward Block Flag : লাল ছেড়ে তেরঙ্গায় ফিরছে ফরওয়ার্ড ব্লকের পতাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.