ETV Bharat / city

SSC Recruitment Scam: পরপর 2 দিন ম্যারাথন জেরার পর আজ ফের এসকে সিনহাকে তলব সিবিআইয়ের

পরপর 2 দিন ম্যারাথন জেরার পর আজ ফের এসএসসির প্রাক্তন উপদেষ্টা (Former SSC adviser) এসকে সিনহাকে তলব করেছে সিবিআই (SK Sinha to appear before CBI)৷

Former SSC adviser SK Sinha to appear before CBI today after last two day's marathon interrogation
পরপর 2 দিন ম্যারাথন জেরার পর আজ ফের এসকে সিনহাকে তলব সিবিআইয়ের
author img

By

Published : May 20, 2022, 9:29 AM IST

কলকাতা, 20 মে: পরপর দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের নিজাম প্যালেসে ডাকা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা (Former SSC adviser) শান্তি প্রসাদ সিনহাকে (SSC Recruitment Scam)। বুধবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের বৃহস্পতিবারও তিনি সিবিআই দফতরে হাজিরা দেন ৷ তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা (SK Sinha to appear before CBI)৷

বুধবার দুপুরে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি । তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । কীভাবে এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ? প্যানেলে কারা কারা ছিলেন ? কোনও প্রভাবশালী নিজেদের প্রভাব খাটিয়েছিলেন কি না, সমস্ত কিছু জানতে চাওয়া হয় শান্তি প্রসাদ সিনহার কাছ থেকে । সিবিআই আধিকারিকরা একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তাঁর কাছে ৷ গভীর রাতে তাঁকে নিজাম প্যালেস থেকে ছাড়া হয় । তারপর ফের বৃহস্পতিবার একাধিক নথিপত্র সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি হন শান্তি প্রসাদ সিনহা ।

তাঁর বয়ান রেকর্ড করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ এসকে সিনহা যে নথিগুলি নিয়ে গিয়েছিলেন, তার ফটোকপি করে রাখা হয়েছে ৷ এরপর আজ তাঁকে ফের হাজিরা দিতে বলেছে সিবিআই ৷

আরও পড়ুন: SSC Group D Recruitment Case : আজ দুপুরেই সিবিআই দফতরে শান্তিপ্রসাদ সিনহাকে জেরার নির্দেশ হাইকোর্টের

বুধবার শান্তি প্রসাদ সিনহা ছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা । পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে এসকে সিনহার বক্তব্য মিলিয়ে দেখার জন্যই বৃহস্পতিবার ফের তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বলে সূত্রের খবর ৷ আর সেই মতোই তিনি নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে উপস্থিত হন । দুপুর থেকে সন্ধে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ ৷

কলকাতা, 20 মে: পরপর দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের নিজাম প্যালেসে ডাকা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা (Former SSC adviser) শান্তি প্রসাদ সিনহাকে (SSC Recruitment Scam)। বুধবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের বৃহস্পতিবারও তিনি সিবিআই দফতরে হাজিরা দেন ৷ তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা (SK Sinha to appear before CBI)৷

বুধবার দুপুরে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি । তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । কীভাবে এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ? প্যানেলে কারা কারা ছিলেন ? কোনও প্রভাবশালী নিজেদের প্রভাব খাটিয়েছিলেন কি না, সমস্ত কিছু জানতে চাওয়া হয় শান্তি প্রসাদ সিনহার কাছ থেকে । সিবিআই আধিকারিকরা একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তাঁর কাছে ৷ গভীর রাতে তাঁকে নিজাম প্যালেস থেকে ছাড়া হয় । তারপর ফের বৃহস্পতিবার একাধিক নথিপত্র সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি হন শান্তি প্রসাদ সিনহা ।

তাঁর বয়ান রেকর্ড করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ এসকে সিনহা যে নথিগুলি নিয়ে গিয়েছিলেন, তার ফটোকপি করে রাখা হয়েছে ৷ এরপর আজ তাঁকে ফের হাজিরা দিতে বলেছে সিবিআই ৷

আরও পড়ুন: SSC Group D Recruitment Case : আজ দুপুরেই সিবিআই দফতরে শান্তিপ্রসাদ সিনহাকে জেরার নির্দেশ হাইকোর্টের

বুধবার শান্তি প্রসাদ সিনহা ছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা । পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে এসকে সিনহার বক্তব্য মিলিয়ে দেখার জন্যই বৃহস্পতিবার ফের তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বলে সূত্রের খবর ৷ আর সেই মতোই তিনি নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে উপস্থিত হন । দুপুর থেকে সন্ধে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.