ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রাক্তন পুলিশ অফিসারদের - পেনশন

এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য এক্স পুলিশ অফিসার্স গিল্ডের ।

Former police officers
পুলিশ অফিসাররা
author img

By

Published : Apr 9, 2020, 11:11 PM IST

কলকাতা, 9 এপ্রিল: পেনশনের টাকা থেকেই কোরোনা মোকাবিলায় সাহায্য করলেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য কলকাতার নগরপালের হাতে তুলে দিলেন 50 হাজার টাকার চেক।


সংকটের এই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন ত্রাণ তহবিল । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনুদানের সেই টাকাতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কেনা হবে PPE, ভেন্টিলেটর ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী।

অনেকেই এই ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । এবার এগিয়ে এল এক্স পুলিশ অফিসার্স গিল্ডও।


একটা সময় কলকাতা শহরে রীতিমতো দাপটের সঙ্গে কাজ করা পুলিশ অফিসাররা এখন প্রবীণ। কেউ কেউ বয়সজনিত রোগে ভুগছেন, কারও সংসার চালানোর একমাত্র অবলম্বন পেনশনের টাকা। তাতেই চলে চিকিৎসা, সংসার। শেষ বয়সের সেই সম্বলটুকু থেকেও একটু একটু অংশ জুড়ে ফান্ড তৈরি করেছেন এক্স পুলিশ অফিসার্স গিল্ড। তা থেকেই 50 হাজার টাকার চেক আজ নগরপাল অনুজ শর্মার হাতে তুলে দিলেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কুমারেশ সেন।

কলকাতা, 9 এপ্রিল: পেনশনের টাকা থেকেই কোরোনা মোকাবিলায় সাহায্য করলেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য কলকাতার নগরপালের হাতে তুলে দিলেন 50 হাজার টাকার চেক।


সংকটের এই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন ত্রাণ তহবিল । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনুদানের সেই টাকাতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কেনা হবে PPE, ভেন্টিলেটর ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী।

অনেকেই এই ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । এবার এগিয়ে এল এক্স পুলিশ অফিসার্স গিল্ডও।


একটা সময় কলকাতা শহরে রীতিমতো দাপটের সঙ্গে কাজ করা পুলিশ অফিসাররা এখন প্রবীণ। কেউ কেউ বয়সজনিত রোগে ভুগছেন, কারও সংসার চালানোর একমাত্র অবলম্বন পেনশনের টাকা। তাতেই চলে চিকিৎসা, সংসার। শেষ বয়সের সেই সম্বলটুকু থেকেও একটু একটু অংশ জুড়ে ফান্ড তৈরি করেছেন এক্স পুলিশ অফিসার্স গিল্ড। তা থেকেই 50 হাজার টাকার চেক আজ নগরপাল অনুজ শর্মার হাতে তুলে দিলেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কুমারেশ সেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.