ETV Bharat / city

"ভারতের গণতান্ত্রিক শক্তি একজন লোকের থেকে অনেক বেশি শক্তিশালী" - সিএএ

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলবদলকে ব্যক্তিগত ব্যাপার বললেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ৷ CAA নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন তিনি ৷

সাংবাদিক বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি
সাংবাদিক বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি
author img

By

Published : Mar 11, 2020, 11:13 AM IST

কলকাতা, 11 মার্চ : কোনও একজন ব্যক্তির দল বদল গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির সূচক হতে পারে না । ভারতের গণতান্ত্রিক শক্তি একজন ব্যক্তির থেকে অনেক বেশি শক্তিশালী । মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়া নিয়ে এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় ।

কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি BJP-তে যোগ দিতে চলেছেন ৷ গতকাল কলকাতা প্রেস ক্লাবে উই দা পিপল নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্যর দলবদল নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি ৷ এরপরই প্রাক্তন এই বিচারপতি বলেন, "ভারতের প্রতিবাদী রাজনীতি শুধু একটি মাত্র ব্যক্তির উপর নির্ভরশীল নয় । আমাদের দেশের কোটি কোটি মানুষ দিল্লির হিংসার নিন্দা ও বিরোধিতা করছে । তাই কোনও একজন ব্যক্তি যদি দলবদল করেন তাতে কিছু যায় আসে না ।" পাশাপাশি তিনি আরও বলেন, দেশজুড়ে CAA ও NRC-র বিরোধিতায় যে প্রতিবাদ হচ্ছে সেই মঞ্চগুলিতে রাজনৈতিক দলের কোনও নেতা বা প্রতিনিধি যাননি ।

ভারতের প্রতিবাদী রাজনীতি শুধু একটি মাত্র ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বললেন প্রাক্তন বিচারপতি

অন্যদিকে সংগঠনের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অভীক সাহা বলেন, "বিভিন্ন সোশাল মিডিয়ার মাধমে গত কয়েকদিনে আমরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পোস্টগুলি দেখেছি । সেগুলি থেকে খুব পরিষ্কার যে গণতন্ত্র, বিভাজন ও সাধারণ মানুষের অধিকার নিয়ে তিনি কোনওরকম মতামত রাখেননি । তাই এই অবস্থায় তাঁর থেকে সাধারণ মানুষ হিসেবে আমাদের তেমন আশা নেই ।"

কলকাতা, 11 মার্চ : কোনও একজন ব্যক্তির দল বদল গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির সূচক হতে পারে না । ভারতের গণতান্ত্রিক শক্তি একজন ব্যক্তির থেকে অনেক বেশি শক্তিশালী । মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়া নিয়ে এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় ।

কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি BJP-তে যোগ দিতে চলেছেন ৷ গতকাল কলকাতা প্রেস ক্লাবে উই দা পিপল নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্যর দলবদল নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি ৷ এরপরই প্রাক্তন এই বিচারপতি বলেন, "ভারতের প্রতিবাদী রাজনীতি শুধু একটি মাত্র ব্যক্তির উপর নির্ভরশীল নয় । আমাদের দেশের কোটি কোটি মানুষ দিল্লির হিংসার নিন্দা ও বিরোধিতা করছে । তাই কোনও একজন ব্যক্তি যদি দলবদল করেন তাতে কিছু যায় আসে না ।" পাশাপাশি তিনি আরও বলেন, দেশজুড়ে CAA ও NRC-র বিরোধিতায় যে প্রতিবাদ হচ্ছে সেই মঞ্চগুলিতে রাজনৈতিক দলের কোনও নেতা বা প্রতিনিধি যাননি ।

ভারতের প্রতিবাদী রাজনীতি শুধু একটি মাত্র ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বললেন প্রাক্তন বিচারপতি

অন্যদিকে সংগঠনের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অভীক সাহা বলেন, "বিভিন্ন সোশাল মিডিয়ার মাধমে গত কয়েকদিনে আমরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পোস্টগুলি দেখেছি । সেগুলি থেকে খুব পরিষ্কার যে গণতন্ত্র, বিভাজন ও সাধারণ মানুষের অধিকার নিয়ে তিনি কোনওরকম মতামত রাখেননি । তাই এই অবস্থায় তাঁর থেকে সাধারণ মানুষ হিসেবে আমাদের তেমন আশা নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.