কলকাতা, 11 মার্চ : কোনও একজন ব্যক্তির দল বদল গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির সূচক হতে পারে না । ভারতের গণতান্ত্রিক শক্তি একজন ব্যক্তির থেকে অনেক বেশি শক্তিশালী । মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়া নিয়ে এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় ।
কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি BJP-তে যোগ দিতে চলেছেন ৷ গতকাল কলকাতা প্রেস ক্লাবে উই দা পিপল নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্যর দলবদল নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি ৷ এরপরই প্রাক্তন এই বিচারপতি বলেন, "ভারতের প্রতিবাদী রাজনীতি শুধু একটি মাত্র ব্যক্তির উপর নির্ভরশীল নয় । আমাদের দেশের কোটি কোটি মানুষ দিল্লির হিংসার নিন্দা ও বিরোধিতা করছে । তাই কোনও একজন ব্যক্তি যদি দলবদল করেন তাতে কিছু যায় আসে না ।" পাশাপাশি তিনি আরও বলেন, দেশজুড়ে CAA ও NRC-র বিরোধিতায় যে প্রতিবাদ হচ্ছে সেই মঞ্চগুলিতে রাজনৈতিক দলের কোনও নেতা বা প্রতিনিধি যাননি ।
অন্যদিকে সংগঠনের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অভীক সাহা বলেন, "বিভিন্ন সোশাল মিডিয়ার মাধমে গত কয়েকদিনে আমরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পোস্টগুলি দেখেছি । সেগুলি থেকে খুব পরিষ্কার যে গণতন্ত্র, বিভাজন ও সাধারণ মানুষের অধিকার নিয়ে তিনি কোনওরকম মতামত রাখেননি । তাই এই অবস্থায় তাঁর থেকে সাধারণ মানুষ হিসেবে আমাদের তেমন আশা নেই ।"