ETV Bharat / city

Sushmita Dev : কংগ্রেস ছেড়ে তৃণমূলে সুস্মিতা দেব - Sushmita dev join TMC today

সাম্প্রতিককালে একাধিক বিষয়ে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছিল সুস্মিতার ৷ অন্যদিকে ত্রিপুরার মতোই অসমেও পায়ের তলার মাটি শক্ত করতে চাইছিল তৃণমূল ৷ দুয়ে দুয়ে চার হল সুস্মিতার তৃণমূলে যোগদান ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

s
s
author img

By

Published : Aug 16, 2021, 3:00 PM IST

Updated : Aug 16, 2021, 8:37 PM IST

কলকাতা, 16 অগস্ট: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব। গতকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সুস্মিতা দেব। এর পর আজ কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন তিনি ।

সোমবার দুপুরে কলকাতায় আসেন সুস্মিতা । সরাসরি যান ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে। সেই সময় অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। ডেরেকের উপস্থিতিতেই সুস্মিতা দেবকে তৃণমূলে যোগদান করান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

গতকাল সনিয়া গান্ধিকে লেখা চিঠিতে সুস্মিতা উল্লেখ করেন, "জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি। আমার পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি আমি সারা জীবন মনে রাখব।" ব্যক্তিগতভাবে সহযোগিতার জন্য সনিয়াকে ধন্যবাদও জানান সুস্মিতা । তবে দল ছাড়তে দ্বিধা করেননি ৷

শুনুন কী বললেন সুস্মিতা দেব৷

2014 সালে শিলচরের সাংসদ হয়েছিলেন সুস্মিতা দেব । তবে সাম্প্রতিককালে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল বলে রাজনৈতিক মহলের মত । যে কারণে গত কয়েকদিন ধরে জল্পনা ছিলই, যে সুস্মিতা তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷ বাস্তবেও তাই ঘটল ৷ ত্রিপুরার পরে অসমেও মাটি শক্ত করার কাজে নামল তৃণমূল। সেই সূত্রে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান বড় ঘটনা বটেই ৷ উল্লেখ্য, সন্তোষমোহন দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ছিল ৷ কট্টর বামবিরোধী রাজনীতিক হিসেবে কাছাকাছে এসেছিলেন দু‘জন ৷ সুস্মিতা দেবের তৃণমূলে অন্তর্ভুক্তি সেইদিক থেকেও উল্লেখযোগ্য ৷

আরও পড়ুন: Sushmita Dev Resigns : কংগ্রেস ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ?

সুস্মিতা দেব দলে যোগ দেওয়ার পরেই আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটারে প্রাক্তন কংগ্রেস সাংসদকে স্বাগত জানানো হয় ৷ যোগদানের সময়ের অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও ডেরেক ও'ব্রায়নের সঙ্গে সুস্মিতা দেবের একাধিক ছবি পোস্ট করা হয় টুইটারে ৷ এইসঙ্গে লেখা হয়, "প্রাক্তন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতিকে উষ্ণ স্বাগত তৃণমূল পরিবারে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণীত হয়ে তিনি আজ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়নের উপস্থিতে আমাদের দলে যোগ দিয়েছেন ৷"

কলকাতা, 16 অগস্ট: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব। গতকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সুস্মিতা দেব। এর পর আজ কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন তিনি ।

সোমবার দুপুরে কলকাতায় আসেন সুস্মিতা । সরাসরি যান ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে। সেই সময় অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। ডেরেকের উপস্থিতিতেই সুস্মিতা দেবকে তৃণমূলে যোগদান করান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

গতকাল সনিয়া গান্ধিকে লেখা চিঠিতে সুস্মিতা উল্লেখ করেন, "জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি। আমার পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি আমি সারা জীবন মনে রাখব।" ব্যক্তিগতভাবে সহযোগিতার জন্য সনিয়াকে ধন্যবাদও জানান সুস্মিতা । তবে দল ছাড়তে দ্বিধা করেননি ৷

শুনুন কী বললেন সুস্মিতা দেব৷

2014 সালে শিলচরের সাংসদ হয়েছিলেন সুস্মিতা দেব । তবে সাম্প্রতিককালে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল বলে রাজনৈতিক মহলের মত । যে কারণে গত কয়েকদিন ধরে জল্পনা ছিলই, যে সুস্মিতা তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷ বাস্তবেও তাই ঘটল ৷ ত্রিপুরার পরে অসমেও মাটি শক্ত করার কাজে নামল তৃণমূল। সেই সূত্রে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান বড় ঘটনা বটেই ৷ উল্লেখ্য, সন্তোষমোহন দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ছিল ৷ কট্টর বামবিরোধী রাজনীতিক হিসেবে কাছাকাছে এসেছিলেন দু‘জন ৷ সুস্মিতা দেবের তৃণমূলে অন্তর্ভুক্তি সেইদিক থেকেও উল্লেখযোগ্য ৷

আরও পড়ুন: Sushmita Dev Resigns : কংগ্রেস ছেড়ে তৃণমূলের পথে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ?

সুস্মিতা দেব দলে যোগ দেওয়ার পরেই আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটারে প্রাক্তন কংগ্রেস সাংসদকে স্বাগত জানানো হয় ৷ যোগদানের সময়ের অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও ডেরেক ও'ব্রায়নের সঙ্গে সুস্মিতা দেবের একাধিক ছবি পোস্ট করা হয় টুইটারে ৷ এইসঙ্গে লেখা হয়, "প্রাক্তন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতিকে উষ্ণ স্বাগত তৃণমূল পরিবারে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণীত হয়ে তিনি আজ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়নের উপস্থিতে আমাদের দলে যোগ দিয়েছেন ৷"

Last Updated : Aug 16, 2021, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.