কলকাতা, 2 নভেম্বর: কলকাতার থিয়েটার রোড এলাকার একটি বহুতলে 91 বছরের বৃদ্ধা রেনুকা চৌধুরী খুনে বাড়ির প্রাক্তন গাড়ি চালককে ডানকুনি থেকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা ৷ তদন্তকারীদের অনুমান বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
গতকাল রাত 12টা নাগাদ তাঁকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে নেমে প্রথমেই কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা বহুতলের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেন। দেখা যায়, রেনুকা দেবীর ফ্ল্যাট থেকে একজন বেড়চ্ছে ৷ ঘটনায় মৃতার ছেলেকে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখানো হয়। তিনিই ওই ব্যক্তিকে তাঁদের পুরনো গাড়ি চালক চিহ্নিত করেন। কয়েকবছর আগে টাকা পয়সা চুরির অভিযোগে ওই গাড়ি চালককে বাড়ি থেকে বের করে দেয় চৌধুরী পরিবার। কাজ হারানোর পরও একাধিকবার ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসেছিল ওই গাড়ি চালক।
এদিন সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। মৃতার ছেলে প্রথমে তাঁর মাকে দেখতে পান। দফায় দফায় ছেলে অভয় চৌধুরীর সঙ্গে কথা বলেন খুনের কিনারা করার চেষ্টা করেন লালবাজারের গোয়েন্দারা। মৃতার ছেলের কাছ থেকে ঘটনার বিষয়ে আরও বিশদে জানেন গোয়েন্দারা ৷ বৃদ্ধাকে খুন করার পাশাপাশি ঘর থেকে একটি সোনার চেন, দুটি মোবাইল, একটি হাতের সোনার বালা-সহ একাধিক সামগ্রী খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: টেস্ট বাড়তেই রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুও
ঘটনাস্থল 28বি থিয়েটার রোডের একটি বহুতল। অভয় চৌধুরী নামে ওই বৃদ্ধার ছেলে নিজের বহুতলের নিচেই ব্যাডমিন্টন খেলছিলেন। অভিযোগ ব্যাডমিন্টন খেলে তিনি নিজের ঘরে ঢুকতেই দেখেন তাঁর 91 বছরের বৃদ্ধা মা পড়ে রয়েছেন। নাকে সামান্য রক্ত ছিল বৃদ্ধার। অভয় চৌধুরী খবর দেন স্থানীয় শেক্সপিয়র সরণি থানায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি নিয়ে যায়।