কলকাতা, 27 জুন : চলে গেলেন বাংলার কিংবদন্তি ক্রিকেটার শ্যামসুন্দর মিত্র । আজ সকালে নিজের বাড়িতে প্রয়াত হন তিনি । বয়স হয়েছিল ৮২ বছর।
1936 সালের 8 নভেম্বর জন্ম শ্যামসুন্দরের। ডান হাতে ব্যাট করার পাশাপাশি সুইং বলের জন্য বিখ্যাত ছিলেন । প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলার হয়ে সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন । কিন্তু, ভারতীয় দলে জায়গা পাননি । অসাধারণ প্রতিভাবান হয়েও কেন ডাক পাননি তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে শ্যামসুন্দর মিত্রের ক্রিকেটীয় নৈপুণ্য নিয়ে কারও কোনও সন্দেহ ছিল না।
বাংলার হয়ে 1958 সালে অভিষেক হয়েছিল । বাহাত্তর সালে শেষবার বাংলার হয়ে নেমেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে 59টি ম্যাচে প্রতিনিধিত্ব করে 78টি ইনিংসে 3058 রান করেছেন। গড় 55.13 । সাতটি সেঞ্চুরি ও 17টি অর্ধশতরানের মালিক শ্যামসুন্দর মিত্রের সর্বোচ্চ স্কোর 155। বল হাতে 15টি উইকেট নিয়েছেন। মোহনবাগান ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন । এবং 2106-17 সালে মোহনবাগান তাঁকে বিশেষভাবে সম্মানিত করে । বাংলা ক্রিকেট দলের নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বও একসময় পালন করেছেন ।
সদাহাস্যময় শ্যামসুন্দর বহু ক্রিকেটারের উত্থানের কারিগর। কয়েকবছর আগে CAB লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করে। তাঁর মৃত্যুর খবর পেয়ে ময়দানে শোকের ছায়া নেমে আসে। CAB কর্তারা সকলেই তাঁর সল্টলেকের বাড়িতে যান ।
তাঁর মৃত্যুর খবর পেয়ে বাংলার প্রাক্তন বোলার বরুণ বর্মণ বলেন, তিনি অভিভাবক হারালেন। বড় মাপের ক্রিকেটার । একই সঙ্গে বড় মাপের মানুষ। সকলের সঙ্গে মিশতে পারার অদ্ভুত ক্ষমতা ছিল ।
রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা শোক প্রকাশ করেছেন। শ্যামসুন্দর মিত্রের মৃত্যু ক্রীড়াজগতের অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি ।