ETV Bharat / city

KK Demise : কে কে-র মৃত্য়ুর তদন্তে ধর্মতলার হোটেলে ফরেন্সিক দল - কে কের মৃত্য়ুর তদন্তে হোটেলে ফরেন্সিক দল

কলকাতায় অনুষ্ঠান শেষে প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ গতকাল রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষের পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (KK Demise) ৷

Forensic team at hotel to investigate KKs death
KK Demise
author img

By

Published : Jun 1, 2022, 2:26 PM IST

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় নিউ মার্কেট থানায় (KK Demise)। কলকাতায় এসে ধর্মতলার একটি পাঁচতারা হোটেলে ছিলেন কে কে । অসুস্থ হওয়ার আগে তিনি ছিলেন ওই হোটেলেই ।

হোটেলে সঠিক কী হয়েছিল, তা জানতে ঘটনাস্থলের একাধিক নমুনা সংগ্রহ করতে সেখানে গেলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা (Forensic team at hotel to investigate KKs death)। এদিন ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি(সেন্ট্রাল) রূপেশ কুমারও । পরে একাধিক নমুনা সংগ্রহ করে নিউমার্কেট থানায় নিয়ে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ।

আরও পড়ুন : Gun Salute to KK : বিমানবন্দর নয়, রবীন্দ্রসদনে গান স্যালুট প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র

প্রসঙ্গত, গত সোমবার কে কে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে গান গাইতে ৷ প্রথমটি ছিল সোমবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের এবং মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্ট ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গতকালের সেই শো’তে পারফর্ম করার পর রাতেই মৃত্যু হয় তাঁর ৷ স্টেজে ওঠার আগে থেকেই অস্বস্তিবোধ করছিলেন ৷ স্টেজের আলোয় কষ্ট হচ্ছিল তাঁর ৷ গানের মাঝে বারে বারে বিরতি নিচ্ছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মঞ্চ ছাড়েননি কৃষ্ণকুমার কুন্নাথ ৷ শো শেষ করে হোটেলে ফিরে আসেন ৷ সেখানে ফের অস্বস্তিবোধ করেন ৷ দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় নিউ মার্কেট থানায় (KK Demise)। কলকাতায় এসে ধর্মতলার একটি পাঁচতারা হোটেলে ছিলেন কে কে । অসুস্থ হওয়ার আগে তিনি ছিলেন ওই হোটেলেই ।

হোটেলে সঠিক কী হয়েছিল, তা জানতে ঘটনাস্থলের একাধিক নমুনা সংগ্রহ করতে সেখানে গেলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা (Forensic team at hotel to investigate KKs death)। এদিন ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি(সেন্ট্রাল) রূপেশ কুমারও । পরে একাধিক নমুনা সংগ্রহ করে নিউমার্কেট থানায় নিয়ে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ।

আরও পড়ুন : Gun Salute to KK : বিমানবন্দর নয়, রবীন্দ্রসদনে গান স্যালুট প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র

প্রসঙ্গত, গত সোমবার কে কে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে গান গাইতে ৷ প্রথমটি ছিল সোমবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের এবং মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্ট ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গতকালের সেই শো’তে পারফর্ম করার পর রাতেই মৃত্যু হয় তাঁর ৷ স্টেজে ওঠার আগে থেকেই অস্বস্তিবোধ করছিলেন ৷ স্টেজের আলোয় কষ্ট হচ্ছিল তাঁর ৷ গানের মাঝে বারে বারে বিরতি নিচ্ছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মঞ্চ ছাড়েননি কৃষ্ণকুমার কুন্নাথ ৷ শো শেষ করে হোটেলে ফিরে আসেন ৷ সেখানে ফের অস্বস্তিবোধ করেন ৷ দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.