ETV Bharat / city

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাঙ্কার থেকে নজরদারি, শহরজুড়ে আঁটসাট নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল রাত থেকেই শহরের সবক'টি এন্ট্রিপয়েন্টে চলবে নাকা চেকিং । এছাড়াও রেড রোড এলাকাকে কেন্দ্র করে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় । কুচকাওয়াজের জন্য আগামীকাল রাত দশটা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড চত্বরের যান চলাচল । যা বহাল থাকবে 26 জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত । লালবাজার সূত্রে এমন খবরই পাওয়া গেছে ।

Republic day security
ফাইল ছবি
author img

By

Published : Jan 25, 2020, 1:54 AM IST

Updated : Jan 25, 2020, 11:59 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আঁটসাট করা হচ্ছে কলকাতার নিরাপত্তা । ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দর এবং কলকাতা-হাওড়ার মত দু'টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে । আগামীকাল রাত থেকেই শহরের সবক'টি এন্ট্রিপয়েন্টে চলবে নাকা চেকিং । এছাড়াও রেড রোড এলাকাকে কেন্দ্র করে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় । লালবাজার সূত্রে এমন খবরই পাওয়া গেছে ।

জানা গেছে, রেড রোডে থাকবে প্রথমে গার্ড রেল, তারপর কাঠ এবং বাঁশের ব্যারিকেড । সবশেষে থাকবে পুলিশের সজাগ নিরাপত্তা বেষ্টনী । শুধুমাত্র রেড রোডেই মোতায়েন থাকছে 3000 পুলিশকর্মী । কুড়িজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার মূল দায়িত্বে । তাঁদের সঙ্গে থাকবেন 50 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । রেড রোডে থাকবেন স্বয়ং পুলিশ কমিশনার, স্পেশাল কমিশনার, তিনজন অতিরিক্ত পুলিশ কমিশনার, এবং যুগ্ম কমিশনাররা ।

লালবাজার সূত্রে খবর, পুরো রেড রোডকে ভাগ করা হয়েছে দু'টি সেক্টরে । তৈরি করা হয়েছে 30 টির বেশী পয়েন্ট । এই পয়েন্টগুলোতে স্বয়ংক্রিয় রাইফেল, কারবাইন, সেলফ লোডেড রাইফেলসহ আর্মড পুলিশের কর্মীরা থাকবেন । এছাড়াও মহিলাদের দল ওয়ারিয়র্স মোতায়েন থাকবে রেড রোডের বিভিন্ন পয়েন্টে । সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে 10 টি স্যান্ড বাঙ্কার । এছাড়াও তৈরি করা হচ্ছে দশটি ওয়াচ টাওয়ার । থাকবে কুইক রেসপন্স টিম । এছাড়াও HRFS এবং RFS-এর গাড়িও থাকবে ওই চত্বরে । গোটা শহরে থাকতে চলেছে 23 টি RFS-এর এবং 11 টি HRFS-এর গাড়ি । কুচকাওয়াজের জন্য আগামীকাল রাত দশটা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড চত্বরের যান চলাচল । যা বহাল থাকবে 26 জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ।

26 জনুয়ারি মুখ্যমন্ত্রী রেড রোডে পৌঁছবেন সকাল 9 টা 53 মিনিট নাগাদ । রাজ্যপাল পৌঁছাবেন 9 টা 55 মিনিটে ৷ পতাকা উত্তোলন হবে 9 টা 59 মিনিটে । 10 টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান । এদিকে 25 তারিখ রাতে শহরজুড়ে ব্লকরেইড এবং নাকা চেকিং চালাবে পুলিশ । শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবক'টি ফেরিঘাটে থাকতে চলেছে অতিরিক্ত পুলিশকর্মী । গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা সাদা পোশাক নজর রাখবেন শহরে । সক্রিয় থাকবে ওয়ারিয়র্স টিম । শহরের সবক'টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশকর্মী । শহরে অতিরিক্ত 2000 পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গেছে ।

কলকাতা, 25 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আঁটসাট করা হচ্ছে কলকাতার নিরাপত্তা । ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দর এবং কলকাতা-হাওড়ার মত দু'টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে । আগামীকাল রাত থেকেই শহরের সবক'টি এন্ট্রিপয়েন্টে চলবে নাকা চেকিং । এছাড়াও রেড রোড এলাকাকে কেন্দ্র করে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় । লালবাজার সূত্রে এমন খবরই পাওয়া গেছে ।

জানা গেছে, রেড রোডে থাকবে প্রথমে গার্ড রেল, তারপর কাঠ এবং বাঁশের ব্যারিকেড । সবশেষে থাকবে পুলিশের সজাগ নিরাপত্তা বেষ্টনী । শুধুমাত্র রেড রোডেই মোতায়েন থাকছে 3000 পুলিশকর্মী । কুড়িজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার মূল দায়িত্বে । তাঁদের সঙ্গে থাকবেন 50 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । রেড রোডে থাকবেন স্বয়ং পুলিশ কমিশনার, স্পেশাল কমিশনার, তিনজন অতিরিক্ত পুলিশ কমিশনার, এবং যুগ্ম কমিশনাররা ।

লালবাজার সূত্রে খবর, পুরো রেড রোডকে ভাগ করা হয়েছে দু'টি সেক্টরে । তৈরি করা হয়েছে 30 টির বেশী পয়েন্ট । এই পয়েন্টগুলোতে স্বয়ংক্রিয় রাইফেল, কারবাইন, সেলফ লোডেড রাইফেলসহ আর্মড পুলিশের কর্মীরা থাকবেন । এছাড়াও মহিলাদের দল ওয়ারিয়র্স মোতায়েন থাকবে রেড রোডের বিভিন্ন পয়েন্টে । সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে 10 টি স্যান্ড বাঙ্কার । এছাড়াও তৈরি করা হচ্ছে দশটি ওয়াচ টাওয়ার । থাকবে কুইক রেসপন্স টিম । এছাড়াও HRFS এবং RFS-এর গাড়িও থাকবে ওই চত্বরে । গোটা শহরে থাকতে চলেছে 23 টি RFS-এর এবং 11 টি HRFS-এর গাড়ি । কুচকাওয়াজের জন্য আগামীকাল রাত দশটা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড চত্বরের যান চলাচল । যা বহাল থাকবে 26 জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ।

26 জনুয়ারি মুখ্যমন্ত্রী রেড রোডে পৌঁছবেন সকাল 9 টা 53 মিনিট নাগাদ । রাজ্যপাল পৌঁছাবেন 9 টা 55 মিনিটে ৷ পতাকা উত্তোলন হবে 9 টা 59 মিনিটে । 10 টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান । এদিকে 25 তারিখ রাতে শহরজুড়ে ব্লকরেইড এবং নাকা চেকিং চালাবে পুলিশ । শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবক'টি ফেরিঘাটে থাকতে চলেছে অতিরিক্ত পুলিশকর্মী । গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা সাদা পোশাক নজর রাখবেন শহরে । সক্রিয় থাকবে ওয়ারিয়র্স টিম । শহরের সবক'টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশকর্মী । শহরে অতিরিক্ত 2000 পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গেছে ।

Intro:কলকাতা, 24 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আটোসাঁটো করা হচ্ছে কলকাতা শহরের নিরাপত্তা। ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দর এবং কলকাতা-হাওড়ার মত দুটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে। আগামীকাল রাত থেকেই শহরের সবকটি এন্ট্রিপয়েন্ট চলবে নাকা চেকিং। এছাড়াও রেড রোড এলাকাকে কেন্দ্র করে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। লালবাজার সূত্রে এমন খবরই পাওয়া গেছে।


Body:জানা গেছে, রেড রোডে থাকবে প্রথমে গার্ড রেল, তারপর কাঠ এবং বাঁশের ব্যারিকেড। সবশেষে থাকবে পুলিশের সজাগ নিরাপত্তা বেষ্টনী। শুধুমাত্র রেড রোডে মোতায়েন থাকছে 3000 পুলিশকর্মী। কুড়িজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার মূল দায়িত্বে। তাদের সঙ্গে থাকবে 50 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রেড রোডে থাকবেন স্বয়ং পুলিশ কমিশনার, স্পেশাল কমিশনার, তিনজন অতিরিক্ত পুলিশ কমিশনার, এবং যুগ্ম কমিশনাররা।



Conclusion:লালবাজার সূত্রের খবর পুরো রেড রোড কে ভাগ করা হয়েছে দুটি সেক্টরে। তৈরি করা হয়েছে 30 টির বেশী পয়েন্ট। এই পয়েন্ট গুলোতে স্বয়ংক্রিয় রাইফেল, কারবাইন,সেলফ লোডেড রাইফেল সহ আর্মড পুলিশের কর্মীরা থাকবেন। এছাড়াও মহিলাদের দল ওয়ারিয়র্স মোতায়েন থাকবে রেড রোডের বিভিন্ন পয়েন্টে। সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে 10 টি স‍্যান্ড বাঙ্কার। এছাড়াও তৈরি করা হচ্ছে দশটি ওয়াচ টাওয়ার। থাকবে কুইক রেসপন্স টিম। এছাড়াও এই আরএফএস এবং আর এফ এসের গাড়ি ও থাকবে ওই চত্বরে। গোটা শহরে থাকতে চলেছে 23 টি আরএফএস গাড়ি এবং 11টি এইচআরএফএস। কুচকাওয়াজের জন্য আগামীকাল রাত দশটা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড চত্ত্বরের যান চলাচল। যা বহাল থাকবে 26 জানুয়ারি কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত।

26 জনুয়ারি মুখ্যমন্ত্রী রেড রোডে পৌঁছবেন সকাল ন'টা 53 মিনিট নাগাদ। রাজ্যপাল পৌঁছবেন 9:55তে। পতাকা উত্তোলন হবে 09:59 এ। দশটা থেকে শুরু হয়ে যাবে মূল অনুষ্ঠান। এদিকে 25 তারিখ রাতে শহরজুড়ে ব্লকরেইড এবং নাকা চেকিং চালাবে পুলিশ। শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবকটি ফেরিঘাটে থাকতে চলেছে অতিরিক্ত পুলিশ কর্মী। গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি সেকশনের অফিসাররা সাদা পোশাকের নজর রাখবেন শহরে। সক্রিয় থাকবে ওয়ারিয়র্স টিম। শহরের সবকটি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত পুলিশ কর্মী। শহরে অতিরিক্ত 2000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে জানা গেছে।
Last Updated : Jan 25, 2020, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.