কলকাতা, 28 অগস্ট : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University) স্নাতকে মোট আসন সংখ্যা 665টি ৷ এবছর তাতেই আবেদনপত্র জমা পড়েছে 58 হাজার । এই চিত্র শুধু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েরই নয়, প্রতিটি কলেজেরই ৷ সীমিত আসনে জন্য যে পরিমাণ আবেদনপত্র জমা পড়ছে তাতে আধিকারিকদের মুখ ঢেকে যাওয়ার জোগাড় ।
করোনার কারণে এই বছর বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । ঠিক তেমনভাবেই স্নাতকস্তরে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়কে প্রবেশিকা পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এছাড়াও দু'টি মেগা পরীক্ষায় পাশের হার 100 শতাংশের কাছাকাছি । সবক'টি প্রথম সারির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে ৷ তার একটি কারণ যেমন প্রবেশিকা পরীক্ষা না হওয়া । তেমনই অন্যান্য বছর যেমন আবেদন করার সময় ফর্মের জন্য ফি দিতে হয়, এই বছর সেই ফি দিতে হচ্ছে না । তাই প্রত্যেকেই একের বেশি কলেজে আবেদন করে রেখেছে, যাতে কোথাও না কোথাও ভর্তি হওয়া যায় ।
এবারে প্রথমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 2 অগস্ট ৷ তবে পরে সেই সময়সীমা বাড়িয়ে 20 অগস্ট করা হয় । তবে এবছর স্নাতক স্তরে ভর্তির সময় প্রবেশিকা পরীক্ষা নেওয়া না হলেও বেশ কয়েকটি কলেজ একাদশ ও দ্বাদশ এই দু'টি ফলাফল দেখে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছে । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও তাই ঘোষণা করেছে ৷ এখানে স্নাতকস্তরে 665টি আসনসংখ্যা হলেও আবেদনপত্র জমা পড়েছে প্রায় 58 হাজারের কাছাকাছি ।
এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, যেহেতু এই বছর পর কোনও প্রবেশিকা পরীক্ষা হয়নি ৷ তাই স্বাভাবিকভাবেই আবেদনপত্রের সংখ্যা অনেক বেশি । গত শুক্রবার আবেদনপত্র জমা করার শেষ দিন ছিল । 30 অগস্ট বিকেল চারটের পর মেধাতালিকা প্রকাশিত হবে ।
আরও পড়ুন : COVID Restrictions : রাজ্যে কোভিড বিধি বাড়ল 15 সেপ্টেম্বর পর্যন্ত