ETV Bharat / city

কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম অনলাইন লোক আদালত - হাইকোর্টে অনলাইন লোক আদালত

22 অগাস্ট সকাল 11টায় কলকাতা হাইকোর্টের মূল ভবনের একতলায় অনলাইন লোক আদালত অনুষ্ঠিত হবে । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ সেদিন সকাল সাড়ে দশটায় অনলাইন লোক আদালত কর্মসূচির উদ্বোধন করবেন ।

high court
high court
author img

By

Published : Aug 20, 2020, 6:46 PM IST

Updated : Aug 20, 2020, 8:26 PM IST

কলকাতা, 20 অগাস্ট : কলকাতা হাইকোর্টে বসতে চলেছে প্রথম অনলাইন লোক আদালত । 22 অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের লিগাল সার্ভিস কমিটির তত্ত্বাবধানে সকাল 11টায় কলকাতা হাইকোর্টের মূল ভবনের দোতলায় অনলাইন লোক আদালত অনুষ্ঠিত হবে ।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ সেদিন সকাল সাড়ে দশটায় অনলাইন লোক আদালত কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে । কোরোনার কারণে গত ছ'মাস ধরে জাতীয় লোক আদালত বসানো সম্ভব হয়নি । হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটি সূত্রে জানা যাচ্ছে, তিনটি বেঞ্চে ওইদিন দুই পক্ষের সম্মতিতে প্রায় 120টি মামলার শুনানি করা হবে । মূলত বিদ্যুৎ, পেনশন-গ্র্যাচুইটি, গাড়ি দুর্ঘটনাজনিত বীমার সুবিধা, কম্পশেনট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত মামলার শুনানি করা হবে । পাশাপাশি অনলাইন লোক আদালত যাতে সাধারণ মানুষকে দেখানো যায় তার জন্য ইউটিউব সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সাধারণত যেসব মামলার দীর্ঘদিন কোনও নিষ্পত্তি হয়নি, বিচারের আগে অন্য কোনও আদালত বা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের পাঠানো বিষয় লোক আদালতে বিচারের জন্য গ্রহণ করা হয় । ক্ষতিপূরণ সম্পর্কিত দাবি, বিবাহ সংক্রান্ত বিরোধ, বীমা কোম্পানির কাছে অর্থ দাবি ইত্যাদি বিষয়ে লোক আদালতে বিচার করা হয় । লোক আদালতের রায়ের বিরুদ্ধে কোনও আপিল করা যায় না । লোক আদালতের রায়ই চূড়ান্ত ।

কলকাতা, 20 অগাস্ট : কলকাতা হাইকোর্টে বসতে চলেছে প্রথম অনলাইন লোক আদালত । 22 অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের লিগাল সার্ভিস কমিটির তত্ত্বাবধানে সকাল 11টায় কলকাতা হাইকোর্টের মূল ভবনের দোতলায় অনলাইন লোক আদালত অনুষ্ঠিত হবে ।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ সেদিন সকাল সাড়ে দশটায় অনলাইন লোক আদালত কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে । কোরোনার কারণে গত ছ'মাস ধরে জাতীয় লোক আদালত বসানো সম্ভব হয়নি । হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটি সূত্রে জানা যাচ্ছে, তিনটি বেঞ্চে ওইদিন দুই পক্ষের সম্মতিতে প্রায় 120টি মামলার শুনানি করা হবে । মূলত বিদ্যুৎ, পেনশন-গ্র্যাচুইটি, গাড়ি দুর্ঘটনাজনিত বীমার সুবিধা, কম্পশেনট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত মামলার শুনানি করা হবে । পাশাপাশি অনলাইন লোক আদালত যাতে সাধারণ মানুষকে দেখানো যায় তার জন্য ইউটিউব সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সাধারণত যেসব মামলার দীর্ঘদিন কোনও নিষ্পত্তি হয়নি, বিচারের আগে অন্য কোনও আদালত বা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের পাঠানো বিষয় লোক আদালতে বিচারের জন্য গ্রহণ করা হয় । ক্ষতিপূরণ সম্পর্কিত দাবি, বিবাহ সংক্রান্ত বিরোধ, বীমা কোম্পানির কাছে অর্থ দাবি ইত্যাদি বিষয়ে লোক আদালতে বিচার করা হয় । লোক আদালতের রায়ের বিরুদ্ধে কোনও আপিল করা যায় না । লোক আদালতের রায়ই চূড়ান্ত ।

Last Updated : Aug 20, 2020, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.