ETV Bharat / city

রাজ‍্যে প্রথম কোরোনা আক্রান্ত হয়ে মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু - corona virus pandemic

কোরোনা আক্রান্ত হয়ে আগে রাজ্যে মৃত্যু হয়েছে দুই চিকিৎসক ও এক জন নার্সের ৷ এবার কোরোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম কোনও মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হল ৷ মৃতের বাড়ি দার্জিলিংয়ে ৷

image
মেডিকেল টেকনোলজ়িস্টের মৃত্যু
author img

By

Published : Jun 15, 2020, 3:41 AM IST

কলকাতা, 15 জুন: চিকিৎসক, নার্সের পর রাজ্যে এবার কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মেডিকেল টেকনোলজিস্টের ৷ 55 বছর বয়সি মৃত এই মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি) দার্জিলিং-র বাসিন্দা ছিলেন । শনিবার, 13 জুন উত্তরবঙ্গের একটি কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ রাজ‍্যে COVID-19-এ আক্রান্ত হয়ে দু’জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই দুই জনের মধ্যে এক জন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন । COVID-19-এ আক্রান্ত হয়ে রাজ্যে এক জন নার্সেরও মৃত্যু হয়েছে । উত্তর 24 পরগনার জেলা সদর হাসপাতালের সিস্টার ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন এই নার্স । এবার এক মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যুর খবর সামনে এল ৷ মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সমিত মণ্ডল বলেন, "COVID-19-এর বিরুদ্ধে চলা এই যুদ্ধে এক মেডিকেল টেকনোলজিস্টের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত‌ । রাজ‍্যে এই প্রথম COVID-19-এ আক্রান্ত কোনও মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হল । শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের একটি কোভিড হাসপাতালে এই মেডিকেল টেকনোলজিস্ট এর মৃত্যু হয় ।"

মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠনের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ায় ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে কর্মরত ছিলেন মৃত এই মেডিকেল টেকনোলজিস্ট । COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধে তাঁকে উত্তরবঙ্গের একটি কোয়ারানটিন সেন্টারে ডিউটি দেওয়া হয়েছিল । ডিউটির শেষে 14 দিনের হোম কোয়ারানটিনে ছিলেন তিনি । সেইসময় অসুস্থ হয়ে পড়েন ওই মেডিকেল টেকনোলজিস্ট । তাঁকে একটি নার্সিংহোমে ভরতি করা হয় । তাঁর COVID-19 পজ়িটিভ ধরা পড়ে । এর পরে উত্তরবঙ্গের ওই কোভিড হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । সেখানে শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় । জানা গিয়েছে, এই মেডিকেল টেকনোলজিস্টের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছিল । এছাড়া কিডনি সংক্রান্ত সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন তিনি ।

মৃত এই মেডিকেল টেকনোলজিস্টের পরিবারের প্রতি সমবেদনা জানান ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ৷ তিনি বলেন, "সরকারি যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলি যাতে মৃত এই মেডিকেল টেকনোলজিস্টের পরিবার পায়, সে বিষয়টি আমাদের সংগঠনের তরফে দেখা হবে । বিষয়টি সরকার দেখবে বলে আমরা আশা করি ।" তিনি আরও বলেন, "আমরা আশা করছি, যে সব মেডিকেল টেকনোলজিস্ট COVID-19-এর যুদ্ধে সরাসরি যুক্ত রয়েছেন, তাঁরা আগামী দিনে আরও ভালো সুরক্ষা পাবেন ৷ আধিকারিকরা প্রোটোকল মেনে মেডিকেল টেকনোলজিস্টদের কাজ করাবেন ।"

রাজ্যে এখনও পর্যন্ত 12 জনের মতো মেডিকেল টেকনোলজিস্ট COVID-19-এ আক্রান্ত হয়েছেন । সমিত মণ্ডল আরও বলেন, "ডিউটি নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট এবং আধিকারিকদের মধ্যে ঝামেলার আবহ তৈরি হয়েছে ৷ সবার কাছে আমাদের অনুরোধ, রাজ্য সরকারের নিয়ম মেনে মেডিকেল টেকনোলজিস্টদের যথোপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করা হোক । তবেই COVID-19-এ আক্রান্ত এবং মৃত্যুর হার কমানো যাবে ও সাধারণ মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া যাবে ।"

কলকাতা, 15 জুন: চিকিৎসক, নার্সের পর রাজ্যে এবার কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মেডিকেল টেকনোলজিস্টের ৷ 55 বছর বয়সি মৃত এই মেডিকেল টেকনোলজিস্ট (অপটোমেট্রি) দার্জিলিং-র বাসিন্দা ছিলেন । শনিবার, 13 জুন উত্তরবঙ্গের একটি কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ রাজ‍্যে COVID-19-এ আক্রান্ত হয়ে দু’জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই দুই জনের মধ্যে এক জন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক হিসাবে কর্মরত ছিলেন । COVID-19-এ আক্রান্ত হয়ে রাজ্যে এক জন নার্সেরও মৃত্যু হয়েছে । উত্তর 24 পরগনার জেলা সদর হাসপাতালের সিস্টার ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন এই নার্স । এবার এক মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যুর খবর সামনে এল ৷ মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সমিত মণ্ডল বলেন, "COVID-19-এর বিরুদ্ধে চলা এই যুদ্ধে এক মেডিকেল টেকনোলজিস্টের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত‌ । রাজ‍্যে এই প্রথম COVID-19-এ আক্রান্ত কোনও মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হল । শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের একটি কোভিড হাসপাতালে এই মেডিকেল টেকনোলজিস্ট এর মৃত্যু হয় ।"

মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠনের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ায় ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে কর্মরত ছিলেন মৃত এই মেডিকেল টেকনোলজিস্ট । COVID-19-এর বিরুদ্ধে চলা যুদ্ধে তাঁকে উত্তরবঙ্গের একটি কোয়ারানটিন সেন্টারে ডিউটি দেওয়া হয়েছিল । ডিউটির শেষে 14 দিনের হোম কোয়ারানটিনে ছিলেন তিনি । সেইসময় অসুস্থ হয়ে পড়েন ওই মেডিকেল টেকনোলজিস্ট । তাঁকে একটি নার্সিংহোমে ভরতি করা হয় । তাঁর COVID-19 পজ়িটিভ ধরা পড়ে । এর পরে উত্তরবঙ্গের ওই কোভিড হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । সেখানে শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় । জানা গিয়েছে, এই মেডিকেল টেকনোলজিস্টের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছিল । এছাড়া কিডনি সংক্রান্ত সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন তিনি ।

মৃত এই মেডিকেল টেকনোলজিস্টের পরিবারের প্রতি সমবেদনা জানান ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ৷ তিনি বলেন, "সরকারি যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলি যাতে মৃত এই মেডিকেল টেকনোলজিস্টের পরিবার পায়, সে বিষয়টি আমাদের সংগঠনের তরফে দেখা হবে । বিষয়টি সরকার দেখবে বলে আমরা আশা করি ।" তিনি আরও বলেন, "আমরা আশা করছি, যে সব মেডিকেল টেকনোলজিস্ট COVID-19-এর যুদ্ধে সরাসরি যুক্ত রয়েছেন, তাঁরা আগামী দিনে আরও ভালো সুরক্ষা পাবেন ৷ আধিকারিকরা প্রোটোকল মেনে মেডিকেল টেকনোলজিস্টদের কাজ করাবেন ।"

রাজ্যে এখনও পর্যন্ত 12 জনের মতো মেডিকেল টেকনোলজিস্ট COVID-19-এ আক্রান্ত হয়েছেন । সমিত মণ্ডল আরও বলেন, "ডিউটি নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট এবং আধিকারিকদের মধ্যে ঝামেলার আবহ তৈরি হয়েছে ৷ সবার কাছে আমাদের অনুরোধ, রাজ্য সরকারের নিয়ম মেনে মেডিকেল টেকনোলজিস্টদের যথোপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করা হোক । তবেই COVID-19-এ আক্রান্ত এবং মৃত্যুর হার কমানো যাবে ও সাধারণ মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.