কলকাতা, 3 জুলাই: ইতিহাস গড়ল এসএসকেএম হাসপাতাল ৷ স্তন ক্যানসারের চিকিৎসায় ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম হাসপাতাল হিসাবে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করল এসএসকেএম ৷ আর যাঁর হাত ধরে তৈরি হল ইতিহাস, তিনি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার ৷ তাঁর উদ্যোগেই ইংল্যান্ড থেকে ভারতে ম্যাট্রিক্স নিয়ে এসে এই চিকিৎসা সম্ভব হল (First in South Asia SSKM successfully operated breast reconstruction by matrix process) ৷
কিন্তু, প্রশ্ন হল কী এই ম্যাট্রিক্স ?
স্তন ক্যানসার আক্রান্ত মহিলাদের নতুন জীবন দিতে ব্যবহৃত হয় ম্যাট্রিক্স । ক্যানসারে মহিলাদের দু’টি স্তন বাদ যাওয়ার পর এই ম্যাট্রিক্সের সাহায্যে কৃত্রিম স্তন প্রতিস্থাপন করা হয় ৷ যে চিকিৎসা পদ্ধতি এতদিন ভারতে অনুমোদিত ছিল না ৷ সম্প্রতি ড্রাগ কন্ট্রলার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ, ডিসিজিআই ভারতে স্তন ক্যানসার আক্রান্ত মহিলাদের নতুন জীবন দিতে ম্যাট্রিক্স পদ্ধতিতে চিকিৎসায় ছাড়পত্র দিয়েছে ৷
এই সাফল্যের কান্ডারি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, কলকাতার বাসিন্দা 37 বছরের এক মহিলার ডান দিকে স্তনে একটি টিউমার ধরা পড়ে ৷ পরীক্ষার পর দেখা যায়, টিউমারটি সক্রিয় ৷ অর্থাৎ, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত ৷ ওই মহিলাই চিকিৎসকদের জানান, তাঁর দু’টি স্তন কেটে বাদ দিতে ৷ এই পরিস্থিতিতে তাঁর বিআরসিএ টেস্ট অর্থাৎ, ক্যানসারের জিন পরীক্ষা করা হয় ৷ দেখা যায় জিনগত কারণেই তাঁর ক্যানসার হয়েছে ৷ ফলে রোগীর দু’টি স্তনের পাশাপাশি, জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷
চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান, অস্ত্রোপচারের বেশ কয়েকদিন আগে ড্রাগ কন্ট্রলার জেনারেল অফ ইন্ডিয়া ম্যাট্রিক্স, যার বৈজ্ঞানিক নাম অ্যাসেলুলার ডার্মাল ম্যাট্রিক্স পদ্ধতিকে ছাড়পত্র দেয় ৷ তখন তিনিই ব্রিটেনে তাঁর এক চিকিৎসক বন্ধুর সাহায্যে এই ম্যাট্রিক্স পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন ৷ এর পর সম্প্রতি ওই মহিলার দু’টি স্তন কেটে বাদ দেওয়া হয় এবং ম্যাট্রিক্সের সাহায্যে কৃত্রিম স্তন তাঁর শরীরে পুনর্গঠন করা হয় ৷ সবশেষে ল্যাপারোস্কপির মাধ্যমে জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দেন চিকিৎসকরা ৷
তবে, স্তন পুনর্গঠনে কীভাবে কাজ করে এই ম্যাট্রিক্স ?
চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, এই ধরনের চিকিৎসায় ম্যাট্রিক্সের সাহায্যে যে কৃত্রিম স্তন বসানো হবে সেটাকে চাদরের মত জড়িয়ে দেওয়া হয় ৷ স্তনের অংশে চামড়ার তলায় মাংসের উপরে একটা পকেট তৈরি করে সেখানে ওই কঙ্কালটি বসিয়ে দেওয়া হয় ৷ এরপর সময়ের সঙ্গে স্তন পুনর্গঠিত হওয়া শুরু করে ৷ এই পদ্ধতিতে স্তন ক্যানসার ফিরে আসার সম্ভাবনা 95 শতাংশ কমে যায় ৷
আরও পড়ুন: Rare Surgery in SSKM : এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি
এতদিন এই পদ্ধতিতে চিকিৎসা একমাত্র বিদেশে হতো ৷ এক দশকেরও বেশি সময় ধরে এই পদ্ধতিতে চিকিৎসা চলছে বিদেশে ৷ প্রথমবার তা দক্ষিণ এশিয়া তথা এ রাজ্যের এসএসকেএম হাসপাতালে সাফল্যের সঙ্গে ব্যবহার করা হল ৷ প্রসঙ্গত, ক্যানসারের কারণে অস্ত্রোপচার করে দু’টি স্তন বাদ পড়েছিল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ৷ তাঁরও এই ম্যাট্রিক্স পদ্ধতিতেই স্তন পুনর্গঠন করেছিলেন চিকিৎসকরা ৷