ETV Bharat / city

"BJP-র লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক" কটাক্ষ পার্থর - partha chatterjee

উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বললেন, "BJP দলের লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক ।"

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 25, 2019, 11:08 PM IST

কলকাতা, 25 নভেম্বর : উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বললেন, "BJP দলের লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক ।" করিমপুরে জয়প্রকাশ মজুমদারের উপরে আক্রমণের ঘটনাকে এভাবেই কটাক্ষ করলেন তিনি । আরও বলেন, "এই সবকিছুই পরিকল্পনামাফিক ৷ এই সমস্ত কিছু করে যদি সহানুভূতি আদায় করা যায় ...৷"

ভিডিয়োয় দেখুন কী বলছেন পার্থ চট্টোপাধ্যায়

দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয় নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ ৷ করিমপুরের ঘিয়াঘাটে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । লাথি মেরে তাঁকে রাস্তার পাশে ঝোপে ফেলে দেওয়া হয় । পুলিস ও CRPF-র সামনেই ঘটে এই ঘটনা ৷ সেই ঘটনায় 9 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে রাজ্য BJP ৷

ঘটনাকে কেন্দ্র করে দিনভর তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ জয়প্রকাশ মজুমদার বলেন, " এই আক্রমণ দেখিয়ে দিল বাংলায় কোনও গণতন্ত্র নেই । এতে আমার মোটেও মন খারাপ নেই । আজ আমি সমস্ত বুথ ঘুরে দেখেছি । আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি ।"

পার্থ চট্টোপাধ্যায় BJP প্রার্থীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, " BJP-র লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক । এই সমস্ত করে যদি সহানুভূতি আদায় করা যায় ।" একইসঙ্গে তোপ দাগেন একদা 'বন্ধু' মুকুল রায়কেও ৷ পুরোনো রাজনৈতিক সঙ্গীকে নিশানা করে তৃণমূলের মহাসচিব বলেন," (মুকুল) রায় বাবু বলছেন পুলিশ সুপার , জেলা শাসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই যে তিনটি উপনির্বাচনের জন্য এত সময় ব্যয় করবেন । এ সব আজগুবি কথা বার্তা বলে BJP-র মুখ হওয়ার চেষ্টা করছেন তাতে লাভ হবে না।"

কলকাতা, 25 নভেম্বর : উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ বললেন, "BJP দলের লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক ।" করিমপুরে জয়প্রকাশ মজুমদারের উপরে আক্রমণের ঘটনাকে এভাবেই কটাক্ষ করলেন তিনি । আরও বলেন, "এই সবকিছুই পরিকল্পনামাফিক ৷ এই সমস্ত কিছু করে যদি সহানুভূতি আদায় করা যায় ...৷"

ভিডিয়োয় দেখুন কী বলছেন পার্থ চট্টোপাধ্যায়

দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয় নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ ৷ করিমপুরের ঘিয়াঘাটে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । লাথি মেরে তাঁকে রাস্তার পাশে ঝোপে ফেলে দেওয়া হয় । পুলিস ও CRPF-র সামনেই ঘটে এই ঘটনা ৷ সেই ঘটনায় 9 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে রাজ্য BJP ৷

ঘটনাকে কেন্দ্র করে দিনভর তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ জয়প্রকাশ মজুমদার বলেন, " এই আক্রমণ দেখিয়ে দিল বাংলায় কোনও গণতন্ত্র নেই । এতে আমার মোটেও মন খারাপ নেই । আজ আমি সমস্ত বুথ ঘুরে দেখেছি । আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি ।"

পার্থ চট্টোপাধ্যায় BJP প্রার্থীর মন্তব্যকে কটাক্ষ করে বলেন, " BJP-র লাথি, না জনগণের লাথি, তা আগে ঠিক হোক । এই সমস্ত করে যদি সহানুভূতি আদায় করা যায় ।" একইসঙ্গে তোপ দাগেন একদা 'বন্ধু' মুকুল রায়কেও ৷ পুরোনো রাজনৈতিক সঙ্গীকে নিশানা করে তৃণমূলের মহাসচিব বলেন," (মুকুল) রায় বাবু বলছেন পুলিশ সুপার , জেলা শাসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই যে তিনটি উপনির্বাচনের জন্য এত সময় ব্যয় করবেন । এ সব আজগুবি কথা বার্তা বলে BJP-র মুখ হওয়ার চেষ্টা করছেন তাতে লাভ হবে না।"

Intro:বিজেপির দলের না জনগণের লাথি, তা আগে ঠিক হোক : জয়প্রকাশকে লাথি মারা নিয়ে কটাক্ষ পার্থর

কলকাতা, ২৫ নভেম্বর: বিজেপির দলের লাথি না জনগণের লাথি, তা আগে ঠিক হোক। এই সমস্ত কিছু করে যদি সহানুভূতি আদায় করা যায়। একটা পরিকল্পনা মাফিক এগিয়েছে।' করিমপুরে জয়প্রকাশের ওপরে আক্রমণের ঘটনাকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Body:অন্য দুটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি আজ নদিয়ার করিমপুরেও ছিল উপনির্বাচনের ভোটগ্রহণ। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয় ভোটগ্রহণ। করিমপুরের ঘিয়াঘাটে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তাঁকে লাথি মেরে রাস্তার পাশে ঝোপে ফেলে দেন এক ব্যক্তি। পুলিস ও সিআরপির সামনেই ঘটে এই ঘটনা বলে অভিযোগ। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছে রাজ্য বিজেপি। গোটা ঘটনাকে কেন্দ্র করে দিনভর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জয়প্রকাশ বলেন, 'এই আক্রমণ দেখিয়ে দিল বাংলায় কোনও গণতন্ত্র নেই। এতে আমার মোটেও মন খারাপ নেই। আজ আমি সমস্ত বুথ ঘুরে দেখেছি। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি।' জয়প্রকাশের ঘটনা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন, 'বিজেপির নিজেদের লাথি না জনগণের লাথি তা আগে ঠিক হোক। এই সমস্ত করে যদি সহানুভূতি আদায় করা যায়। রায় বাবু বলছেন পুলিশ সুপার , জেলা শাসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই যে তিনটি উপনির্বাচনের জন্য এই সময় ব্যয় করবেন যাতে এসপি, ডিএমরা ভোট লুট করতে পারে। এ সব আজগুবি কথা বার্তা বলে বিজেপির মুখ হওয়ার চেষ্টা করছেন তাতে লাভ হবে না।'Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.