কলকাতা, 7 মে : ফের বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম (Domestic LPG Price Hike) ৷ 2021-এর জুলাই থেকে সব মিলিয়ে ছ’বার বাড়ল এলপিজির মূল্য ৷ ফলে এই ইস্যুতে বিরোধীরা তোপ দাগতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে (Opposition Parties Targeting BJP ON LPG Price Hike Issue) ৷ শনিবার কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও সমালোচনা করলেন কেন্দ্রের মোদি সরকারের (Firhad Hakim Slams Modi Government on LPG Price Hike) ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের প্রশ্ন, ‘‘আর কত মানুষ সহ্য করবে ?’’ এর পর তিনি বলেন, ‘‘গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গেল । রান্নাঘরের উজ্জ্বলা এখন আন্ধেরা হয়ে গেল ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর জুলাইয়ে রান্নার গ্যাসের দাম ছিল সাড়ে আটশো টাকার কাছাকাছি ৷ সেই দাম কলকাতায় বাড়তে বাড়তে হাজার টাকা ছাড়িয়ে গেল ৷ শনিবারই দাম 50 টাকা বেড়েছে৷ তার ফলে রান্নার গ্যাসের দাম হল 1026 টাকা ৷
অন্যদিকে পেট্রল-ডিজেলের দামও সম্প্রতি অনেক বেড়েছে (Petrol-Diesel Price Hike) ৷ সেই নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ফিরহাদ হাকিম (Kolkata's Mayor Firhad Hakim) ৷ তিনি বলেন, ‘‘পেট্রল-ডিজেলের দাম একশো পার করেছে । মূল্যবৃদ্ধি লাগামহীন ।’’ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘কতদিন ভারতের মানুষকে সহ্য করতে হবে এই অত্যাচার ? কর্পোরেটদের সব থেকে বড়লোক করার জন্য ভারতের মানুষকে শোষণ কত দিন চলবে ?’’
আরও পড়ুন : Domestic LPG Cylinder Price : কলকাতায় রান্নার গ্যাসের দাম হাজার ছাড়াল