ETV Bharat / city

রাজীব ছোটো ভাই, সুর নরম ফিরহাদের - Facebook post

রাজীব প্রসঙ্গে সুর নরম করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন , "ভুল তো অনেকেই করেন, কিন্তু সেই ভুল স্বীকার করে নিয়ে বোধোদয় হলে সেটা শুভ লক্ষণ । রাজীব আমার ছোট ভাইয়ের মতো । কেন নির্বাচনের সময় রাজীব বিজেপিতে চলে গেল সেটা আমার কাছেও খুব বিস্ময়কর । ক্যাবিনেটের শেষ অধিবেশনেও রাজীবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ।"

FIRhaD
FIRhaD
author img

By

Published : Jun 10, 2021, 4:13 PM IST

কলকাতা , 10 জুন : রাজীবে নরম ফিরহাদ ৷ ছোট ভাই অবশেষে ভুল স্বীকার করেছে, বোধোদয় হয়েছে মত কলকাতা পৌরনিগমের মুখ্য পৌরপ্রশাসকের৷

সমালোচনা তো অনেক হল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা । বিজেপি ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরতে চাইছেন ৷ এমন গুঞ্জনে ওঠে রাজনৈতিক মহলে । এরপরই ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গাদ্দার চাই না বলে পোস্টার পড়ে । তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ ।

এই আবহেই রাজীব-প্রসঙ্গে সুর নরম করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন , " ভুল তো অনেকেই করেন, কিন্তু সেই ভুল স্বীকার করে নিয়ে বোধোদয় হলে সেটা শুভ লক্ষণ । রাজীব আমার ছোট ভাইয়ের মতো । কেন নির্বাচনের সময় রাজীব বিজেপিতে চলে গেল সেটা আমার কাছেও খুব বিস্ময়কর । ক্যাবিনেটের শেষ অধিবেশনেও রাজীবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ।"

রাজীবের বোধোদয়, খুশি ফিরহাদ ।

তিনি আরও বলেন , " আমি ওকে বিজেপিতে যেতে বারণ করেছিলাম । ও আমার কথা শোনেনি । কিন্তু নির্বাচনের পরে রাজীব ও নিজের ভুল বুঝতে পেরেছে । রাজীবের বোধোদয় হয়েছে সেটা শুভ লক্ষণ । তবে রাজীবের কোনও আবেদন এখনও দলের কাছে আসেনি । যদি রাজীব যদি আবেদন জানায় তাহলে দল সিদ্ধান্ত নেবে । তবে শেষে যদি কারও বোধোদয় হয় সেটাও বড় কথা । অনেকের তো শেষ মুহূর্ত পর্যন্ত বোধোদয় হয় না । "

আরও পড়ুন : কোচবিহারের হাসপাতালে করোনা রোগীদের মনোবল বাড়াতে নাচ স্বাস্থ্যকর্মীদের

কলকাতা , 10 জুন : রাজীবে নরম ফিরহাদ ৷ ছোট ভাই অবশেষে ভুল স্বীকার করেছে, বোধোদয় হয়েছে মত কলকাতা পৌরনিগমের মুখ্য পৌরপ্রশাসকের৷

সমালোচনা তো অনেক হল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা । বিজেপি ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরতে চাইছেন ৷ এমন গুঞ্জনে ওঠে রাজনৈতিক মহলে । এরপরই ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গাদ্দার চাই না বলে পোস্টার পড়ে । তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ ।

এই আবহেই রাজীব-প্রসঙ্গে সুর নরম করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন , " ভুল তো অনেকেই করেন, কিন্তু সেই ভুল স্বীকার করে নিয়ে বোধোদয় হলে সেটা শুভ লক্ষণ । রাজীব আমার ছোট ভাইয়ের মতো । কেন নির্বাচনের সময় রাজীব বিজেপিতে চলে গেল সেটা আমার কাছেও খুব বিস্ময়কর । ক্যাবিনেটের শেষ অধিবেশনেও রাজীবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ।"

রাজীবের বোধোদয়, খুশি ফিরহাদ ।

তিনি আরও বলেন , " আমি ওকে বিজেপিতে যেতে বারণ করেছিলাম । ও আমার কথা শোনেনি । কিন্তু নির্বাচনের পরে রাজীব ও নিজের ভুল বুঝতে পেরেছে । রাজীবের বোধোদয় হয়েছে সেটা শুভ লক্ষণ । তবে রাজীবের কোনও আবেদন এখনও দলের কাছে আসেনি । যদি রাজীব যদি আবেদন জানায় তাহলে দল সিদ্ধান্ত নেবে । তবে শেষে যদি কারও বোধোদয় হয় সেটাও বড় কথা । অনেকের তো শেষ মুহূর্ত পর্যন্ত বোধোদয় হয় না । "

আরও পড়ুন : কোচবিহারের হাসপাতালে করোনা রোগীদের মনোবল বাড়াতে নাচ স্বাস্থ্যকর্মীদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.