কলকাতা, 17 অগস্ট : তালিবান হেফাজতে থাকা আফগানিস্তান (Afghanistan )-র মেয়েদের ভবিষ্যৎ কী ? এই নিয়ে চিন্তায় অনেকেই । আফগান মেয়েদের কী ভবিষ্যৎ, সেই দুশ্চিন্তার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাজ্যের পরিবহণ মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । টেনে আনলেন নিজের মেয়েদের কথা ৷
আজ কলকাতা পৌরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফিরহাদ হাকিম । কথায় কথায় উঠে আসে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির কথা । তখনই আফগান মেয়েদের ভবিষ্যৎ এবং তাঁদের দুশ্চিন্তার কথা বলতে গিয়ে আবেগে গলা বুজে আসে তাঁর । ফিরহাদ হাকিম নিজেও তিন কন্যার পিতা । আফগান মেয়েদের পরিণতির কথা ভেবে রাতে ঘুমাতে পারছেন না জানিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করলেন তিনি ।
ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি নিজে তিন কন্যার পিতা । আফগান মেয়েদের পরিস্থিতি দেখে কষ্ট হচ্ছে । রাতে দু-তিনদিন ভাল করে ঘুমোতে পারিনি ৷ শুধু মনে হচ্ছে কাবুলিওয়ালারা অধিকাংশই দেশের বাইরে ৷ এই মুহূর্তে আফগানিস্তানে তাঁদের মেয়েরা ওই নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন ৷ তাঁদের সঙ্গে কী হচ্ছে কে জানে ? তাঁদের সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে? তাঁদেরও কী টেনে নিয়ে বাজারে বিক্রি করে দেবে তালিবানরা ? মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে খুব আতঙ্কিত হয়ে পড়েছি ৷’’
আরও পড়ুন : Afghanistan Situation : আশরাফ গনি থেকে তালিবানের শাসনে কাবুলের পরিস্থিতি অনেক ভাল, মত রাশিয়ার
কথাগুলো বলতে গিয়ে আবেগে তাঁর গলা বুজে আসে ৷ নিজের ব্যক্তিগত উদ্বেগ ও আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ভারত সরকারের এগিয়ে আসা উচিত সেখানকার নাগরিকদের জন্য ৷ বিশেষ করে মহিলাদের কথা ভারত সরকারের ভাবনাচিন্তা করা উচিত বলেও জানান তিনি ৷ নিজের এই বক্তব্যের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘আমার দলের যা বক্তব্য তা দল জানিয়েছে ৷ আমি শুধু আমার আতঙ্কের কথাটাই জানালাম ৷’’
আরও পড়ুন : Afghanistan Situstion : আফগান সরকারি আধিকারিকদের কাজে যোগ দিতে নির্দেশ তালিবানের
ইতিমধ্যেই, আফগানিস্তানে তালিবান মহিলা সাংবাদিকদের বাইরে কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । যদিও, তালিবান মুখপত্রে জানানো হয়েছে, মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মস্থলে যাওয়ার উপর তালিবান কোনওরকম নিষেধাজ্ঞা জারি করবে না ৷ তবু সেই কথার উপর ভরসা করতে পারছে না বেশিরভাগ মানুষ ।