ETV Bharat / city

Firhad Hakim স্বাধীনতা দিবসে গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফিরহাদের - স্বাধীনতা দিবসে গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে হুশিয়ারি ফিরহাদের

কলকাতা পৌরনিগমে জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । হাজির ছিলেন কলকাতা পৌরপ্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা । এখান থেকেই এ দিন ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিলেন ফিরহাদ ৷

Firhad Hakim hoists flag at KMC in 76th Independence Day
76th Independence Day
author img

By

Published : Aug 15, 2022, 3:37 PM IST

কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim hoists flag at KMC in 76th Independence Day) । ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, ফিরহাদের স্ত্রী ইসমাত হাকিম ও মেয়ে প্রিয়দর্শিনী হাকিম । ছিলেন সমস্ত বিভাগের ডিজিরা । অন্য বছরগুলির মতোই মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হল কলকাতা পৌরনিগমে ।

সোমবার কলকাতা পুলিশ ব্যান্ডের জাতীয় সঙ্গীতের সুরের তালে তেরঙাকে সম্মান জানালেন মেয়র । কলকাতা পৌরনিগম প্যারেডে হাজির ছিলেন কলকাতা পৌরপ্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা । এ দিন কলকাতা পৌরনিগমের পুরশ্রী বইয়ের শুভসূচনা করেন ইসমাত হাকিম । স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্যবদ্ধ ভারত গড়তে সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে । যে দেশের স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা পৌরনিগমের মেয়রের পদে বসে অলংকৃত করেছিলেন, আমি গর্বিত যে মেয়র হিসাবে আমি সেই অধিকার পেয়েছি ।"

কলকাতা পৌরনিগমে জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরহাদ হাকিম

হাকিম আরও বলেন, "আমাদের পূর্বপুরুষ যেভাবে একটা গণতান্ত্রিক ভারতবর্ষ দিয়ে গিয়েছেন, সেই ভাবে আমরা চলব । যাঁরা এর মধ্যে ধর্মান্ধতা আনবেন তাঁদের প্রতিবাদ করব । যাঁরা গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করব । যাঁরা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করব । আমরা আমাদের পরের প্রজন্মকে একটা ঐক্যবদ্ধ দেশ দিয়ে যাব । যাতে 100 বছরের পরও আমাদের আগামী প্রজন্ম দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারে ।" এ দিন মেয়র-সহ শহীদ বেদীতে মাল্যদান করেন সমস্ত বিভাগীয় ডিজি ও উপস্থিত কাউন্সিলররা ।

আরও পড়ুন: স্বাধীনতার 75 বর্ষ উদযাপনে রেড রোড যেন মমতাময়

কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim hoists flag at KMC in 76th Independence Day) । ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, ফিরহাদের স্ত্রী ইসমাত হাকিম ও মেয়ে প্রিয়দর্শিনী হাকিম । ছিলেন সমস্ত বিভাগের ডিজিরা । অন্য বছরগুলির মতোই মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হল কলকাতা পৌরনিগমে ।

সোমবার কলকাতা পুলিশ ব্যান্ডের জাতীয় সঙ্গীতের সুরের তালে তেরঙাকে সম্মান জানালেন মেয়র । কলকাতা পৌরনিগম প্যারেডে হাজির ছিলেন কলকাতা পৌরপ্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা । এ দিন কলকাতা পৌরনিগমের পুরশ্রী বইয়ের শুভসূচনা করেন ইসমাত হাকিম । স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "দেশের সার্বভৌমত্ব রক্ষা, ঐক্যবদ্ধ ভারত গড়তে সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে । যে দেশের স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা পৌরনিগমের মেয়রের পদে বসে অলংকৃত করেছিলেন, আমি গর্বিত যে মেয়র হিসাবে আমি সেই অধিকার পেয়েছি ।"

কলকাতা পৌরনিগমে জাতীয় পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরহাদ হাকিম

হাকিম আরও বলেন, "আমাদের পূর্বপুরুষ যেভাবে একটা গণতান্ত্রিক ভারতবর্ষ দিয়ে গিয়েছেন, সেই ভাবে আমরা চলব । যাঁরা এর মধ্যে ধর্মান্ধতা আনবেন তাঁদের প্রতিবাদ করব । যাঁরা গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করব । যাঁরা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করব । আমরা আমাদের পরের প্রজন্মকে একটা ঐক্যবদ্ধ দেশ দিয়ে যাব । যাতে 100 বছরের পরও আমাদের আগামী প্রজন্ম দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারে ।" এ দিন মেয়র-সহ শহীদ বেদীতে মাল্যদান করেন সমস্ত বিভাগীয় ডিজি ও উপস্থিত কাউন্সিলররা ।

আরও পড়ুন: স্বাধীনতার 75 বর্ষ উদযাপনে রেড রোড যেন মমতাময়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.